নিমন্ত্রণে অতিথির সাজ
শেয়ার করুন
ফলো করুন

বিয়ের আয়োজন ঘিরে সবার কতই না চিন্তাভাবনা। অনুষ্ঠানে বর-কনে তো মধ্যমণি হয়ে থাকবেই, সেই সঙ্গে নিমন্ত্রিত অতিথিদের সাজেও থাকা চাই পরিপাটি রূপ। নিজের রুচিবোধের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন গর্জাস বা সিম্পল লুক। চাইলে পরিবারের সবাই মিলে একই রঙের বা মোটিফের পোশাক পরতে পারেন।

পোশাক: সাফিয়া সাথী

বিয়েবাড়িতে বর-কনের পর তরুণদের সাজপোশাকেই থাকে সবচেয়ে বেশি জাঁকজমক ভাব। এ বিষয়ে ডিজাইনার সাফিয়া সাথী বলেন, ‘এই সময় যেকোনো উৎসব আয়োজনে আনারকলি, ঘারারা, সারারা বেশ ট্রেন্ডি। অনেকে আছেন, যাঁরা শাড়ি বা লেহেঙ্গা পরতে চান না। তাঁরা চাইলে মসলিন, জর্জেট, মিক্সড কটনের আনারকলি বা ঘারারা পরতে পারেন। যাঁরা একটু গর্জাস কিছু পরতে চান, তাঁরা কাতান বা ভেলভেটে তৈরি আনারকলি-ঘারারা বেছে নিতে পারেন। যেগুলোতে থাকতে পারে ভারী কাজ।

পোশাক: সাফিয়া সাথী
বিজ্ঞাপন

পরিবারের বয়োজ্যেষ্ঠদের বরাবরই হালকা রঙের পোশাকের প্রতি ঝোঁক থাকে। সে ক্ষেত্রে শাড়ি বা পাঞ্জাবি হালকা রঙের হলেও এর এমব্লিশমেন্ট বা কাজ কিছুটা ভারী হতেই পারে।

অফ হোয়াইট মসলিন শাড়ি। শাড়ির জমিনজুড়ে একই রঙের সুতা ও জরির ফুলেল নকশা করা।
অফ হোয়াইট মসলিন শাড়ি। শাড়ির জমিনজুড়ে একই রঙের সুতা ও জরির ফুলেল নকশা করা।
পোশাক: সাফিয়া সাথী;  মডেল: মিলি বাশার
গোলাপি পিচ ও সাদা মসলিন ঘারারা। এর কামিজের বাস্ট, স্লিভ ও নেকে জারদৌসি কাজ করা। তবে এখানে সোনালি সুতার পাশাপাশি পিচ ও মিন্ট রঙের সুতা এবং চুমকি ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে আছে সাদা মসলিনের ওড়না যাতে ছড়িয়ে–ছিটিয়ে আছে গোলাপি ও সোনালি চুমকির ফুল। এই পোশাকের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ঘারারা প্যান্ট। মসলিনের ঘারারা প্যান্টের পুরোটা জুড়ে হাতে ফ্লোরাল মোটিফে গুজরাটি স্টিচ করা হয়েছে।
গোলাপি পিচ ও সাদা মসলিন ঘারারা। এর কামিজের বাস্ট, স্লিভ ও নেকে জারদৌসি কাজ করা। তবে এখানে সোনালি সুতার পাশাপাশি পিচ ও মিন্ট রঙের সুতা এবং চুমকি ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে আছে সাদা মসলিনের ওড়না যাতে ছড়িয়ে–ছিটিয়ে আছে গোলাপি ও সোনালি চুমকির ফুল। এই পোশাকের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ঘারারা প্যান্ট। মসলিনের ঘারারা প্যান্টের পুরোটা জুড়ে হাতে ফ্লোরাল মোটিফে গুজরাটি স্টিচ করা হয়েছে।
পোশাক: সাফিয়া সাথী; মডেল: নাজিবা বাশার
হালকা বাদামি পাঞ্জাবি। গলা ও বুকে সুতার এমব্রয়ডারি করা।
হালকা বাদামি পাঞ্জাবি। গলা ও বুকে সুতার এমব্রয়ডারি করা।
পোশাক: সাফিয়া সাথী, মডেল: ফখরুল বাশার মাসুম
হলুদ জর্জেট আনারকলি। এর বাস্ট ও স্লিভে টাই-ডাই প্রিন্টের মসলিন কাপড় ব্যবহার করা হয়েছে। গলায় ও বুকে রয়েছে সুতার এমব্রয়ডারি। আনারকলির নিচের অংশজুড়ে সোনালি চুমকির ছোট ছোট ফুল করা। ওড়না বানানো হয়েছে টাই-ডাই প্রিন্টের মসলিন ও শিফনের মিক্স ফেব্রিক দিয়ে।
হলুদ জর্জেট আনারকলি। এর বাস্ট ও স্লিভে টাই-ডাই প্রিন্টের মসলিন কাপড় ব্যবহার করা হয়েছে। গলায় ও বুকে রয়েছে সুতার এমব্রয়ডারি। আনারকলির নিচের অংশজুড়ে সোনালি চুমকির ছোট ছোট ফুল করা। ওড়না বানানো হয়েছে টাই-ডাই প্রিন্টের মসলিন ও শিফনের মিক্স ফেব্রিক দিয়ে।
পোশাক: সাফিয়া সাথী; মডেল: নাজিবা বাশার
বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৮: ০০
বিজ্ঞাপন