বিয়ের আয়োজন ঘিরে সবার কতই না চিন্তাভাবনা। অনুষ্ঠানে বর-কনে তো মধ্যমণি হয়ে থাকবেই, সেই সঙ্গে নিমন্ত্রিত অতিথিদের সাজেও থাকা চাই পরিপাটি রূপ। নিজের রুচিবোধের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন গর্জাস বা সিম্পল লুক। চাইলে পরিবারের সবাই মিলে একই রঙের বা মোটিফের পোশাক পরতে পারেন।
বিয়েবাড়িতে বর-কনের পর তরুণদের সাজপোশাকেই থাকে সবচেয়ে বেশি জাঁকজমক ভাব। এ বিষয়ে ডিজাইনার সাফিয়া সাথী বলেন, ‘এই সময় যেকোনো উৎসব আয়োজনে আনারকলি, ঘারারা, সারারা বেশ ট্রেন্ডি। অনেকে আছেন, যাঁরা শাড়ি বা লেহেঙ্গা পরতে চান না। তাঁরা চাইলে মসলিন, জর্জেট, মিক্সড কটনের আনারকলি বা ঘারারা পরতে পারেন। যাঁরা একটু গর্জাস কিছু পরতে চান, তাঁরা কাতান বা ভেলভেটে তৈরি আনারকলি-ঘারারা বেছে নিতে পারেন। যেগুলোতে থাকতে পারে ভারী কাজ।
পরিবারের বয়োজ্যেষ্ঠদের বরাবরই হালকা রঙের পোশাকের প্রতি ঝোঁক থাকে। সে ক্ষেত্রে শাড়ি বা পাঞ্জাবি হালকা রঙের হলেও এর এমব্লিশমেন্ট বা কাজ কিছুটা ভারী হতেই পারে।