শালে জড়ানো উত্তম-সুচিত্রা,মান্না দে-র গান, মাছের কাঁটা আর বিল্লু
শেয়ার করুন
ফলো করুন

মাঘের শীত বাঘের গায়ে কথাটার মর্ম নগরবাসী কিছুদিন যাবত বেশ বুঝতে পারছে। মাঘের এই হাড়কাঁপানো শীতে নিজেকে উষ্ণ রাখতে চাই গরম খাবার ও গরম পোশাক। উষ্ণতা ও ফ্যাশনেবল লুক একসঙ্গে পেতে সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড হলো লেয়ারিং। লেয়ারিংয়ের জন্য আমাদের দেশে যুগ যুগ ধরে সবচেয়ে জনপ্রিয় পোশাক শাল। কনকনে শীত থেকে বাঁচতে শুধু নয়, ব্যক্তিগত ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতেও সঙ্গী হতে পারে দিশা’স রোড ব্লকের শালগুলো।

বিজ্ঞাপন

ক্রেতাদের দুনিয়াকে রঙিন করতে দেশীয় ফ্যাশন উদ্যোগ দিশা’স রোড ব্লক বিভিন্ন ঢঙের ব্লক, হাতে আঁকা অনিন্দ্য ডিজাইন ও ডিজিটাল প্রিন্ট নিয়ে কাজ করে আসছে বেশ কয়েক বছর ধরে। আর দিশা’স রোড ব্লকের শালগুলোও বেশ বৈচিত্র্যময়। প্রিমিয়াম উল ও ভিসকস—দুই ধরনের কাপড়ে এবার শীতের শালগুলো এনেছে তারা।

Picasa

প্রিমিয়াম উলের শালগুলো সাধারণত ভারী হয়। বগুড়া থেকে শাল আনিয়ে তাতে ব্লক করে ক্রেতাদের হাতে পৌঁছে দেন তাঁরা। মাঘের এই কনকনে ঠান্ডার উপযুক্ত পরিধেয় হতে পারে এই ভারী শালগুলো। হালকা শীতের জন্য বেছে নিতে পারেন ভিসকস ফেব্রিকের শাল। কারণ, ভিসকস ফেব্রিক তুলনামূলকভাবে নরম ও পাতলা।

বিজ্ঞাপন

এর মধ্যে বেশ কিছু ব্লক  দিশা’স রোড ব্লকের কর্ণধার সায়কা শাহরিন দিশার নিজের ভালোলাগার বই, কমিকস আর গান থেকে ডিজাইন করা। হুমায়ূন আহমেদের মিসির আলী, কোথাও কেউ নেই, ময়ূরাক্ষী, বাকের ভাই, হিমু-রূপা থেকে শুরু করে, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, ফেলুদা, জটায়ু—বাদ যায়নি কেউ। আছে রবীন্দ্রনাথের গান-কবিতা, মান্না দের ‘কফি হাউজের আড্ডা’, ‘মহীনের ঘোড়াগুলি’, অঞ্জন দত্তের বেলা বোসের মতো জনপ্রিয় সৃষ্টিগুলোর সুপরিচিত লাইনগুলোও।

তা ছাড়া আছে উত্তম-সুচিত্রা আর সৌমিত্র-অপর্ণা জুটি, অড্রে হেপবার্ন, লেডি ডায়ানা, মেরিলিন মনরো থেকে শুরু করে গৌতম বুদ্ধের মুখায়ব। ঢাকার আইকনিক রিকশা, সিএনজি, দিনযাপনের চশমার পাশাপাশি বিড়ালপ্রেমীদের জন্য বিল্লু আর মাছের কাঁটা জুটি বেঁধেছে শীতের শালে। নগরবাসীর পরিচিত কাক, প্যাঁচাসহ আরও বিচিত্র ডিজাইন ফুটে উঠেছে দিশার ব্লকে।

দিশা’স রোড ব্লকের এই শাল সংগ্রহের পাশাপাশি আছে কাস্টমাইজেশনের সুযোগও। যেকোনো শালের ওপর পছন্দের ব্লকের কাজ করানো যাবে। সে ক্ষেত্রে রঙের পছন্দও ক্রেতার ইচ্ছার ওপর নির্ভর করে। পোশাক পশ্চিমা হোক বা দেশীয়, শাল মানিয়ে যায় যেকোনো আউটফিটেই। এই ভারী শীতে সোয়েটারের ওপরও জড়িয়ে নেওয়া যায় দিশা’স রোড ব্লকের শাল, যা ফ্যাশন নিশ্চিত করে দেবে উষ্ণতাও।

প্রচলিত ধারার বাইরে গিয়ে ফ্যাশনিস্তারা তাদের আউটফিটে নিজের ব্যক্তিত্বের ছাপ রাখতে চায়। তাই দিশা’স রোড ব্লকের শাল তরুণ-তরুণীদের মধে৵ বেশ সাড়া ফেলেছে। সায়কা শাহরিন জানান, গত বছরের তুলনায় এ বছর ক্রেতাদের সাড়া বেশি। আর সাদা ও কালো শালে বৈচিত্র্যময় ব্লকগুলোর ব্যাপারেই বেশি আগ্রহ দেখিয়েছেন সকলে।

ছবি: দিশা'স রোড ব্লক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৯: ০০
বিজ্ঞাপন