বলিউড তারকারা যা পরেন, তা-ই যেন ট্রেন্ডের তুঙ্গে উঠে যায়। রেড কার্পেট থেকে শুরু করে দিওয়ালি, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এয়ারপোর্ট লুক—সব জায়গাতেই তাঁরা ট্রেন্ডসেটার হয়ে ওঠেন। তবে এখন ট্রেন্ডের শীর্ষে যে রংটি বলিউড তারকাদের মধ্যে রাজত্ব করছে, তা হলো শ্যাম্পেইন। গাউন থেকে শুরু করে শাড়ি, ক্ল্যাসিক এই রঙের পোশাকই বেছে নিচ্ছেন অভিনেত্রীরা, যা বেশ এলিগেন্ট আর গ্ল্যামারাস একটা লুক দেয়।
স্টাইলিশ অভিনেত্রী জাহ্নবী কাপুরকে সবাই চেনেন তাঁর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য। নানা রকম নিরীক্ষাধর্মী আউটফিটে তাঁর দেখা পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানে। ট্রেন্ডের তুঙ্গে থাকা শ্যাম্পেইন রঙের খুব সুন্দর একটা গাউনে তিনি সম্প্রতি ফ্রেমবন্দী হয়েছেন । গাউনের প্যাটার্নটা বেশ ব্যাতিক্রমী। কর্সেট প্যাটার্নের বডিস, অফ দ্য শোল্ডার নেকলাইন, লেয়ার দেওয়া টুইল স্কার্টের পেছনে আকর্ষনীয় ট্রে। সব মিলিয়ে পোশাকটিতে ফুটে উঠেছে একধরনের ফিউশন স্টাইল। এর সঙ্গে অভিনেত্রী পরেছেন মিনিমাল গয়না। সাজে বেছে নিয়েছেন ন্যাচারাল মেকআপ। সবশেষে হেয়ারস্টাইল হিসেবে এই আউটফিটের সঙ্গে করেছেন মেসি হেয়ার বান।
স্টাইলিশ জেন জি তারকা হিসেবে পরিচিত শাহরুখ–কন্যা সুহানা খান। বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে এখন তাঁর উপস্থিতি সবাইকে তাক লাগিয়ে দেয়। শাড়ি পরতে পছন্দ করেন সুহানা। সম্প্রতি তাঁকে দেখা গেছে খুব সুন্দর একটা ট্রেন্ডি অথচ ট্র্যাডিশনাল শ্যাম্পেন গোল্ড প্রি-ড্রেপ বা আগে থেকে ড্রেপিং সেট করা শাড়িতে। এর সঙ্গে জুটি বেঁধেছে একই রঙের ছোটহাতের গভীর নেকলাইনের গর্জিয়াস ব্লাউজ। শাড়ির সঙ্গে সুহানা সাজে রেখেছেন সাদামাটা আমেজ। তাই গয়নার ভারিক্কি ভাব না রেখে শুধু কানে পরেছেন ডায়মন্ড স্টাড। মেকআপে প্রাধান্য পেয়েছে ন্যুড পিংক আইশ্যাডো, অমব্রে লিপস্টিক আর কপালে ছোট স্টোনের টিপ। সবশেষে চুলগুলোকে মাঝসিঁথি করে ছেড়ে রেখেছেন সুহানা।
আরেক জেন জি তারকা শানায়া কাপুর। স্টাইল স্টেটমেন্ট তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। এই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ভারতীয় তারকা ডিজাইনার মনীশ মালহোত্রার শ্যাম্পেন রঙের সিকুইন শাড়িতে। এর সঙ্গে ম্যাচিং স্লিভলেস ও পিঠখোলা ব্লাউজে শানায়া যেন দ্যুতি ছড়াচ্ছেন। এই সুন্দর আউটফিটের সঙ্গে অভিনেত্রীর গ্ল্যাম মেকআপও সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ। তবে কোনো জুয়েলারি ছাড়া শুধু পোশাকেই বাজিমাত করেছেন এ অভিনেত্রী।
নিরীক্ষাধর্মী শ্যাম্পেইন রঙের গাউন পরেছেন মডেল, গায়িকা ও অভিনেত্রী শেহনাজ গিল। বডিহাগিং এই গাউনের আসল আকর্ষণ স্লিভলেস গাউনের গভীর নেকলাইন। তবে এর সঙ্গে অভিনেত্রীর হাতে পরা ম্যাচিং গ্লাভস স্টাইলে আবেদন যোগ করেছে অনেক। এই আউটফিটের সঙ্গে শেহনাজ বেছে নিয়েছেন স্লিক বান হেয়ারস্টাইল আর মেকআপে গুরুত্ব পেয়েছে চোখ ও ঠোঁটের সাজ।
ছবি: ইন্সটাগ্রাম