শারদ সাজে বটমের ‘সরলা’ সমাধান
শেয়ার করুন
ফলো করুন

যতই উৎসবের উপলক্ষ থাকুক, সব সময় কি আর শাড়ি, সালোয়ার-কামিজ পরা যায়! ফিউশনওয়্যার আর ওয়েস্টার্ন পোশাকে এথনিক ছোঁয়া থাকলে তা অনায়াসে সঙ্গী হতে পারে এমন দিনে ঘুরে বেড়াতে। প্যান্ডেল হপিং হোক আর ষষ্ঠীর দিনে বন্ধুরা মিলে ঘুরে বেড়ানো, আরামদায়ক পোশাকের বিকল্প নেই। নামে শরৎকাল চললেও বৃষ্টি-কাদা আর ভ্যাপসা গরম—সবই চলছে। তাই সব মিলিয়ে পোশাকে স্টাইলের সঙ্গে আরাম খুঁজছেন সবাই। তবে এমন সাজপোশাকে তৈরি হতে গেলেই আমরা প্রথমেই একটি টপ নির্বাচন করি। এরপর একটা লেগিংস, প্যান্ট, পালাজ্জো বা স্কার্ট—যা–ই হোক পরে বেরিয়ে যাই।

আর এখানেই সরলার কর্ণধার মানসুরা স্পৃহার ভিন্নমত। বটমের প্রতি এহেন বিমাতাসুলভ আচরণের ঘোর বিরোধী তিনি। তাই তো চিরকাল অবহেলিত এই বটমের ক্ষেত্রেই রীতিমতো বিপ্লব ঘটিয়ে চলেছেন স্পৃহা। এবারের উৎসব ও শরৎকাল সামনে রেখে সরলা এনেছে এমন সব বটম যে তাকেই ‘টপে’ রাখতে হবে।

বিজ্ঞাপন

স্কার্ট এক দারুণ পোশাক। এতে এথনিক কারুকাজ মানিয়েও যায় খুব সহজে। সরলার বিশেষ লাল টুকটুকে আলপনা করা স্কার্টটি পূজার আমেজে সোনায় সোহাগা রূপেই ধরা যাবে।

এর সঙ্গে মানানসই সাদামাটা টপ বেশি ভালো লাগবে। আর সাজ ও অনুষঙ্গে এ ক্ষেত্রে দরাজদিল হওয়া যায় অনায়াসে। মানিয়ে যাবে আলতা, চুড়ি, টিপ, ফুল—সবকিছুই। রংচঙে ‘ফুল পাখি’ বা ‘জংলা ফুল’ ছাপা আরামদায়ক স্কার্ট দুটিও কোনো অংশে কম নয়।

বিজ্ঞাপন

দৌড়ঝাঁপ আর বন্ধুরা মিলে হইচই, লাফালাফি করতে প্যান্টের মতো আরামদায়ক আর কিছু হতে পারে না। এখন এই প্যান্টের পকেট বা এখানে-সেখানে বর্ডারে একটু রংচং আর ডিজাইন থাকলে সঙ্গে একটা বেসিক টি–শার্ট বা ক্রপটপ হলেই জমে যায় পুরো লুকটা। আবার পদ্মাবতী প্যান্টটিতে যেমন পদ্মফুলের ব্লক থাকায় উৎসবধর্মী লুক দেবে তা সহজেই।


সরলার সম্ভারে আরও আছে সুপার ট্রেন্ডি স্ক্যান্ট ঘরানার বটমও। ব্লক করা লেবু ফুল বা সলিড কালারের একরঙা অরুণিমা নামের এই প্যান্টগুলো চওড়া ঘেরের। তাই স্কার্টের ফ্লোওয়ি লুক যেমন দেবে, তেমনি দেবে চলাফেরায় স্বস্তি। মজার বিষয় হচ্ছে, ঠিক এ নামেই একটি বটম এনেছে সরলা। ভেতরে লেগিংসের মতো অংশের ওপরে ফ্লেয়ার দেওয়া লেয়ার। ব্যতিক্রমধর্মী এ বটম স্মার্ট লুকের সঙ্গে দেবে দেদার আরাম।

বটমকে হিরো করতে চাইলে টপের বেলায় একটু মিনিমাল হলে ভালো। নয়তো পুরো লুকটি জবরজং ও উদ্দেশ্যবিহীন মনে হবে।

সরলার প্যান্ট আর স্কার্টের বৈচিত্র্যময় সংগ্রহ এবার উৎসব আর শরতের ঘোরাঘুরিতে ফ্যাশনিস্তাদের পছন্দের তালিকায় উঠে আসবে এ কথা বলাই বাহুল্য।

ছবিঃ সরলার সৌজন্যে

ফটোগ্রাফারঃ মানিক ওঝা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন