'মারমেইড বিউটি বার'-এর ফটোশুটে আলোচিত মৎস্যকুমারী রূপে এই মডেল
শেয়ার করুন
ফলো করুন

রূপকথার মৎস্যকুমারী বা মারমেইডকে নিয়ে আমাদের সকলের মাঝেই এক ধরনের ফ্যান্টাসি কাজ করে। যুগে যুগে এই মারমেইডের রহস্যময় রূপ আমাদেরকে কল্পনার স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। এই অপরূপা মৎস্যকুমারী বা মারমেইড রূপে সম্প্রতি এক ফটোশুটে নজর কেড়েছেন মডেল তানজুমা আফরোজ আঁখি। কারিজমা স্কিন কেয়ারের সামুদ্রিক ও ন্যাচারাল উপাদানে তৈরি বিশেষ মারমেইড লাক্সারি বিউটি বারের মডেল হয়েছেন তিনি এখানে। নয়নাভিরাম সমুদ্র সৈকতে তানজুমার লুক মুগ্ধ করার মতো। সমুদ্র-নীল আর ম্যাজেন্টা পোশাকটি তৈরি হয়েছে অফ দ্য শোল্ডার টপ ও মারমেইডের শেপের বডিকন বটমের সমন্বয়ে। তাতে রয়েছে ট্রেন্ডি বড় সিকুইনের ব্যবহার।

মারমেইডের থিমে পোশাক পরিকল্পনা ও তৈরি করেছেন তরুণ ডিজাইনার নাফিজ হোসেন। ফেরদৌস আহসানের রূপসজ্জাও প্রশংসার দাবীদার। আদিল নাওয়াফের কনসেপ্টটি আলোকচিত্রী রায়হান চৌধুরী বাপ্পীর ক্যামেরায় রূপ পেয়েছে। হেয়ারস্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ আর চোখ জুড়ানো মারমেইড লুকের পোশাক- সব মিলে থিমটি সুন্দরভাবে উঠে এসেছে রায়হান চৌধুরীর ফটোগ্রাফিতে।

বিজ্ঞাপন

কারিজমা স্কিন কেয়ারের শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি ও ক্যামিকেলমুক্ত মারমেইড বিউটি বারে রয়েছে শিয়া বাটার, আর্গন অয়েল, অলিভ অয়েল, অ্যালমন্ড অয়েল এর ফর্মুলেশন। কারিজমা স্কিন কেয়ারের বিশেষজ্ঞ টিমের পক্ষ থেকে বলা হয়, এই বিউটি বার ক্ষতিগ্রস্ত ত্বকের আর্দ্রতা রক্ষা করতে পারে। আর অয়েল ব্যলেন্সের মাধ্যমে ত্বকের ডার্মিস লেয়ার থেকে কাজ করবে এটি।

এতে থাকা বায়ো-ভিটামিন আর এ্যন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সি উইড ত্বকের টেক্সচার মসৃণ করতে পারে কোলাজেন উৎপাদনেরর মাধ্যমে। সেই সঙ্গে এটি খোলা রোমকূপ কমিয়ে আনে, ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখে। এছাড়া, ডীপ হাইড্রেশন-এর মাধ্যমে ব্রণ, অ্যাকনের মতো সমস্যাগুলো সমাধান করতে পারে এই মারমেইড বার।

ছবি: রায়হান চৌধুরী বাপ্পী

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৩১
বিজ্ঞাপন