কর্মশালা দিয়ে শুরু হচ্ছে পিয়া জান্নাতুলের গ্রুমিং স্কুল
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন রিপোার্ট

১৯ ও ২০ মের সংক্ষিপ্ত কর্মশালা 'মাস্টার্সক্লাস বাই পিয়া জান্নাতুল' দিয়ে শুরু হচ্ছে মডেল পিয়া জান্নাতুলের গ্রুমিং স্কুল 'পিকচার পারফেক্ট'- এর কার্যক্রম। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে হাল ফ্যাশন। 

 এই সময়ে বাংলাদেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সমানভাবে চলছে তাঁর আইন পেশা ও ব্যবসা। এবার তিনি হাজির হচ্ছেন আরও একটি নতুন উদ্যোগ নিয়ে।

বিজ্ঞাপন

বুধবার রাজধানী কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর উদ্যোগ নিয়ে বিস্তারিত বলেন পিয়া জান্নাতুল। তিনি জানান, আমাদের দেশে মডেলদের গড়ে ওঠা বা সংগ্রামের সময়টা বেশ দীর্ঘ হয়। অনেকে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বুঝে উঠতে পারে না। আবার অনেক চড়াই-উৎরাইয়ের মাঝে কেউ কেউ পথভ্রষ্ট হয়ে যায়। তাঁদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পিয়া জান্নাতুল আরও বলেন, ' পিকচার পারফেক্ট কেবল মডেলদের জন্য নয়। যারা চাকরি খুঁজছেন বা চাকরি করছেন কিন্তু তাঁদের ক্যারিয়ারে কোন উন্নতি হচ্ছে না তাঁদের বিভিন্ন দক্ষতা উন্নয়নের জন্যও আমরা কাজ করবো।' 

ডান থেকে: বুলবুল টুম্পা, মাহমুদুল হাসান, তানজিলা মিথিলা, জান্নাতুল পিয়া, আরিফুল ইসলাম, সুমাইয়া মোহসিনিন ও সারা জাইমা
ডান থেকে: বুলবুল টুম্পা, মাহমুদুল হাসান, তানজিলা মিথিলা, জান্নাতুল পিয়া, আরিফুল ইসলাম, সুমাইয়া মোহসিনিন ও সারা জাইমা

এই মডেল গ্রুমিং কর্মশালায় পিয়া জান্নাতুলের সঙ্গে প্রশিক্ষক হিসেবে থাকবেন মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, মডেল আজিম উদ্দৌলা, মডেল তানজিয়া মিথিলা, স্টাইলিস্ট মাহমুদুল হাসান, মেকআপ স্পেশালিষ্ট সুমাইয়া মোহসিনিন, ফটোগ্রাফার রফিকুল ইসলাম, মনোবিজ্ঞানী আরিফুল ইসলাম, টেন মিনিট স্কুলের কনসালট্যান্ট সাকিব বিন রশিদ, জনপ্রিয় অভিনয়শিল্পী শবনম ফারিয়াসহ আরও অনেকে।  

বিজ্ঞাপন

কেবল যারা মডেল হতে আগ্রহী তাঁদের জন্য আয়োজন করা হচ্ছে ১৯ ও ২০ মের কর্মশালা। এরপর পিকচার পারফেক্ট বাই পিয়া জান্নাতুল দুইটি দীর্ঘকালীন কোর্স চালু করবে। একটি মডেল গ্রুমিং ও অপরটি সাধারণ মানুষদের দক্ষতা উন্নয়নের জন্য। ভবিষ্যতে প্রতিটি বিভাগীয় শহর ও জেলায় সংক্ষিপ্ত কর্মশালার আয়োজন করা হবে বলেন জানান পিয়া জান্নাতুল।     

 আগ্রহীরা পিকচার পারফেক্ট বাই পিয়া জান্নাতুলের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম প্রোফাইলে থাকা নির্দিষ্ট ফর্মে রেজিস্ট্রেশন করে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১৭: ২০
বিজ্ঞাপন