বেগম বাহারের কোরিয়ান স্টাইলের ট্রেঞ্চ কোট পরার এখনই সময়
শেয়ার করুন
ফলো করুন

বহুল প্রতীক্ষিত শীত পড়েছে রাজধানীতে। এই শীতকে আরও ফ্যাশনেবল করতে দেশি অনলাইন ফ্যাশন উদ্যোগ ‘বেগম বাহার’ এনেছে কোরিয়ান স্টাইলের ট্রেঞ্চ কোট। শীতকালীন ফ্যাশন নিয়ে আমাদের দেশের নারীরা এখন অনেক সচেতন।

দেশীয় কিংবা পশ্চিমা—সব পোশাকেই একটু ফিউশন যোগ করে বৈচিত্র্য আনা চাই। বেগম বাহার তাই কোরিয়ান ট্রেঞ্চ কোট প্যাটার্ন অনুসরণ করে দেশীয় ফেব্রিক ও স্থানীয় লোকবল দিয়ে তৈরি করেছেন বিদেশি ধারার এই পরিধেয়।

বিজ্ঞাপন

সময়ের সঙ্গে বিভিন্ন পোশাকের ধারা পরিবর্তন হলেও ট্রেঞ্চ কোটকে বলা হয় টাইমলেস ফ্যাশন ট্রেন্ড। সব সময়ই ফ্যাশনেবল এই ক্ল্যাসিক শীতের পোশাক। ফরমাল ও ক্যাজুয়াল—দুটি লুকই সহজে পাওয়া যায় ট্রেঞ্চ কোট থেকে। শাড়ি কিংবা জিনস-টপ, যেকোনো আউটফিটের ওপর জড়িয়ে নেওয়া যায় এই কোট।

ট্রেঞ্চ কোটের লং ও শর্ট দুটি ধরনই রেখেছে বেগম বাহার। কাপড় হিসেবে গার্মেন্টসের নিট ফেব্রিক ব্যবহার করেছে। আর কোটের ডিজাইনভেদে ভেতরে ইনারের ব্যবস্থাও করা হয়েছে। লাল, নীলের মতো প্রাণবন্ত রংগুলোর পাশাপাশি কালো ও ধূসরকেও প্রাধান্য দেওয়া হয়েছে বেগম বাহারের সংগ্রহে। পার্টি, আড্ডা কিংবা ক্যাজুয়াল আয়োজনে উজ্জ্বল রংগুলো গুরুত্ব পেলেও ফরমাল লুকের জন্য কালো ও ধূসরের চাহিদা বেশি।

বিজ্ঞাপন

চেক প্রিন্টপ্রেমীরা বেছে নিতে পারেন লাল টার্টান প্যাটার্ন কোটটি কিংবা সাদাকালো প্রিন্স অব ওয়েলস প্যাটার্নের কোটটি। তা ছাড়া সলিড কালারের কালো, ধূসর ও নীল তো আছেই। ট্রেঞ্চ কোটের সঙ্গে সবচেয়ে মানানসই বটমওয়্যার হতে পারে জিনস। কোনো চিন্তা ছাড়াই যেকোনো রঙের টি-শার্ট, টার্টলনেক টপের ওপর ট্রেঞ্চ কোট জড়িয়ে জিনস পরে নিজেকে উপস্থাপন করা যায় ফ্যাশনেবল ভাবে। কোমরবন্ধনী পরে নিলেও বেশ পরিপাটি লুক হয়ে যায়।

আবার ওভারসাইজড পোশাক পরার একটি ধারা চলছে তরুণদের মধ্যে। তাই চাইলে বেল্ট ছাড়াও নিজেকে ট্রেন্ডি রাখা যায়। হ্যাটের সঙ্গে বেশ স্টাইলিশ দেখায় এই কোরিয়ান পোশাক। পরিবেশ অনুযায়ী বেছে নিতে পারেন জুতাজোড়া। পরতে পারেন অ্যাঙ্কেল বুট বা স্নিকার্স।

যাঁরা শাড়ি পছন্দ করেন, কনকনে শীতও তাঁদের হার মানাতে পারে না। লম্বা হাতার ব্লাউজ ও কার্ডিগানের সাবেকি ধারাকে পেছনে ফেলে শাড়ির ওপরে লেয়ার হিসেবে শ্রাগ ও ওভারসাইজড কোট বেশ সমাদৃত হচ্ছে এই সময়ে। চাদরের মতো শুধু কাঁধের ওপর রেখেও স্টাইলিং করা যায়। কোমরে বন্ধনী দিয়ে কিংবা বন্ধনী ছাড়া দুভাবেই জড়িয়ে নেওয়া যায়। যেকোনো পোশাকের সঙ্গেই যেন চলনসই এই কোট। তাই শীতে উষ্ণতার ছোঁয়া ও ফ্যাশন একই সঙ্গে পেতে আপনার ওয়ার্ডরোবে জায়গা পেতে পারে বেগম বাহারের ট্রেঞ্চ কোট।

ইতিমধ্যে ক্রেতাদের কাছ থেকে বেশ ভালো সাড়াও পেয়েছে বেগম বাহার। শুধু দেশীয় ক্রেতা নয়, অনেক প্রবাসীদের কাছ থেকেও ফরমাশ পাচ্ছে তারা। এই কোটগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮৫০ টাকা। বেগম বাহারের স্বত্বাধিকারী টুম্পা রহমান বলেন, ‘বেগম বাহার মূলত ট্র্যাডিশনাল শাড়ি নিয়ে কাজ করে। কিন্তু শাড়ির সঙ্গে টপটি হওয়া চাই ফ্যাশনেবল। আর লিঙ্গনির্বিশেষে আমাদের দেশের মানুষ এখন শীত-ফ্যাশন নিয়ে বেশ সচেতন। বিভিন্ন দেশের সাজপোশাকও প্রভাবিত করছে তরুণ-তরুণীদের। শাড়ি থেকে শুরু করে পশ্চিমা সব পোশাকেই ফিউশন অগ্রাধিকার পাচ্ছে । গত বছরই মূলত ভেবেছিলাম এসব কোট নিয়ে কাজ করব, সেটা এই বছর বাস্তবায়িত করতে পেরেছি।’

ছবি: বেগম বাহার

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৯: ০০
বিজ্ঞাপন