তীব্র রোদে স্বস্তি দেবে এই চার রঙের পোশাক
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

গ্রীষ্মের তীব্র রোদে শুধু স্টাইল নয়, বাইরে বেরোতে সবার আগে মাথায় রাখতে হবে স্বস্তির ব্যাপারটি। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল সায়েন্সের গবেষক বিজ্ঞানী তোশিয়াকি ইচিনোজ এ নিয়ে দীর্ঘদিন গবেষণা করে আসছেন।

আর এরই ধারাবাহিকতায় তাঁর রিসার্চ টিম প্রখর রোদে সবচেয়ে বেশি স্বস্তি আর আরাম দিতে পারে, এমন চারটি রঙের কথা বলেছেন।

বিজ্ঞাপন

এ পরীক্ষায় তিনি নয়টি ম্যানিকিনে বিভিন্ন রঙের পোলো শার্ট পরিয়ে আচ্ছামতো রোদে ফেলে রেখে দেন লম্বা সময় ধরে। এর মধ্যে ছিল লাল, হালকা ও গাঢ় সবুজ, হলুদ, নীল, কালো ও সাদা রং। পাঁচ মিনিট পর তাপমাত্রা মেপে পাওয়া যায় চমকপ্রদ ফল। সাদা রঙের পোশাক সবচেয়ে কম তাপ টেনে নেবে, আর কালো সবচেয়ে বেশি—এ তো অনুমান করাই যায়।

কিন্তু সাদার পরেই হলুদ, ধূসর আর লাল রঙের কাপড় শরীর ঠান্ডা রাখে বলে এ পরীক্ষার ফলাফলে দেখা যায়। লাল রঙের ক্ষেত্রে বিজ্ঞানীরা বেশ অবাক হয়েছেন। কারণ, একে সাধারণত ‘ওয়ার্ম কালার’ বা উষ্ণ রং বলি আমরা। এদিকে নীল রং বেশ তাপ শুষে নেয় বলে প্রমাণ পাওয়া গেছে। তাই তীব্র রোদে লম্বা সময় ধরে নীল না পরাই ভালো।

ছবি: হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৯: ০৩
বিজ্ঞাপন