অ্যালুমিনিয়ামের হুড তোলা গাউনে ঐশ্বরিয়া
শেয়ার করুন
ফলো করুন

কান চলচ্চিত্র উৎসবে যোগদান করা বলিউডের অনিন্দ্যসুন্দরী তারকা ঐশ্বরিয়া রায়ের কাছে যেন বাড়ি ফেরার মতোই। সেই ২০০২ সালে ‘দেবদাস’ ছবির সূত্রে প্রথম কানের লালগালিচায় পা রাখা। এর পর থেকে ২১ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া দারুণ সব সাজপোশাক সব সময়ই আলোচনার তুঙ্গে থাকে। তবে এবারের এই ‘মেটাভার্স’ আমেজ দেওয়া ভবিষ্যৎকামী লুকটি যেন কিছুটা স্বস্তিবলয়ের বাইরেই পড়ে এই বিশ্বসুন্দরীর।

লালগালিচায় সবার সামনে আসতে ঐশ্বরিয়া এ বছর বেছে নিয়েছেন ধাতব পাতের নিপুণ চেইনমেইল ধরনের গাঁথুনিতে তৈরি বিশাল হুড তোলা রূপালি গাউন। পোশাকটির কালো স্যাটিনের করসেট ঘরানার টপের সঙ্গে মিলিয়ে সামনের বিশাল কালো বো-টি দিয়েছে দারুণ নাটকীয়তা। গাউনটির নিচের পুরো অংশটি ধাতব পাতের বুননে তৈরি। আর এটি সম্প্রসারিত হয়ে তৈরি করেছে গাউনের লম্বা ট্রেন। চেহারার দুই দিকে খোলা কালো চুল আর রক্তলাল রংয়ে রাঙানো ঠোঁটের সাজে সব সময়ের মতোই অনন্য ঐশ্বরিয়া।

বিজ্ঞাপন

সোফি কতুর সাধারণ ফ্যাশনপ্রিয় মানুষের মুখে মুখে না ফিরলেও বহু আগে থেকেই তা এক বিলাসবহুল ডিজাইনার লেবেল হিসেবে সমাদৃত। তারকারা প্রায়ই বেছে নেন দুবাইভিত্তিক ফ্যাশন লেবেল সোফি কতুরের প্রধান ডিজাইনার গুনেল বাবাইয়েভার নকশা করা এক্সক্লুসিভ সব গাউন। তরুণ এই প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার আজারবাইজান ও দুবাইতে অবস্থিত দুটি আলাদা ‘আতলিয়ে’ অর্থাৎ ডিজাইন স্টুডিওতে সযত্নে তৈরি করেন একেকটি পোশাক।

আর ঐশ্বরিয়ার গাউনটি বিশেষভাবে কান চলচ্চিত্র উৎসবের জন্য একটি ক্যাপসুল কালেকশনের অংশ হিসেবেই বানিয়েছেন গুনেল। এখানে তিনি গাউনটির ওজন সহনীয় রাখতে অ্যালুমিনিয়ামের পাতলা পাত ব্যবহার করেছেন পুরো কাঠামো তৈরি করতে। সঙ্গে রয়েছে নিখুঁত ক্রিস্টালের কাজ। সব মিলিয়ে ঐশ্বরিয়ার পরনের পোশাকটি সত্যিই নজরকাড়া।

ছবি: রয়টার্স

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৭: ১৪
বিজ্ঞাপন