৭৫টি বিলাসবহুল ব্র্যান্ডের স্বত্বাধিকারী বার্নার্ড আর্নল্ট এখন বিশ্বের শীর্ষ ধনী
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন দুনিয়া সম্পর্কে টুকটাক খবর রাখেন, অথচ এলভিএমএইচের নাম জানেন না, এমন মানুষের সংখ্যা খুব কম। এলভিএমএইচ বা লুই ভিতো মোয়েট হেনেসি হলো ফরাসি বিলাসবহুল কনগ্লোমারেট, যার অধীনে আছে মোট ৭৫টি বিলাসবহুল ব্র্যান্ড। এর স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্ট। এলভিএমএইচকে জানলেও অনেকেই এর নেপথ্যের মানুষটি সম্পর্কে কম জানেন। গতকাল সোমবার হঠাৎ করেই আলোচনায় এসেছে বার্নার্ড আর্নল্টের নাম। কারণ, এই ফরাসি ধনকুবের ও ফ্যাশন মোগল ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তকমা পেয়েছেন।

আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস বিশ্বের শীর্ষ ধনীদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়, বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। তাঁর বিপরীতে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। মাস্কের পরই স্থান পেয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

১৯৮৯ সালে বার্নার্ড আর্নল্ট এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। তিন দশকের বেশি সময় ধরে বার্নার্ড আর্নল্ট একে বিলাসবহুল শৌখিন পণ্যের শীর্ষ ব্র্যান্ডে পরিণত করেছেন। শ্যাম্পেইন, ওয়াইন, ফ্যাশনেবল পোশাক, চামড়াজাত পণ্য, ঘড়ি, গয়না, প্রসাধনী ও পারফিউম–পণ্যের বিরাট সম্ভার আছে এলভিএমএইচের। লুই ভিতো, ক্রিস্টিয়ান ডিওর, ফেন্দি, বুলগারি, টিফানি অ্যান্ড কোং, কেনজোর মতো বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের মালিক এলভিএমএইচ। এ ছাড়া এর অধীনে আছে সেফোরা, গেরলিন, ফেন্টি বিউটি, বেনেফিট বিউটির মতো বিউটি ব্র্যান্ড। বর্তমানে সারা বিশ্বে এলভিএমএইচের সাড়ে পাঁচ হাজার শাখা আছে।

২০২৩ সালে বিলাসবহুল পণ্যের ব্র্যান্ডগুলো বিশ্ব বাজারে ইতিবাচক প্রবৃদ্ধি তৈরি করেছে। বেইন-আলটাগামা লাক্সারি গুডস ওয়ার্ল্ডওয়াইড মার্কেট স্টাডি অনুসারে, ব্যক্তিগত বিলাসদ্রব্যের বাজার ২০২৩ সালে ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বার্নার্ড আর্নল্টের সম্পদ বাড়ার পেছনে বিলাসবহুল পণ্যবাজারের এই বৃদ্ধি নিয়ামক হিসেবে কাজ করেছে। এ ছাড়া কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিও বড় ভূমিকা পালন করেছে।

ছবি: এএফপি

বিজ্ঞাপন
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১২: ০৯
বিজ্ঞাপন