অফলাইন হোক কিংবা অনলাইন, নানা রকমের পোশাকের পসরা সেজেছে পূজার আমেজে। অনলাইন ফ্যাশন উদ্যোগগুলো ক্রেতাদের সামনে আসছে মনভোলানো সব সংগ্রহ নিয়ে। তার মধ্যে পূজার থিম থেকে অনুপ্রাণিত ডিজাইন যেমন আছে, তেমনি অনেকে প্রাধান্য দিচ্ছেন দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিকে। পূজা চলে গেলেও যেন পোশাকের আবেদন না কমে, সে কথা ভেবেই ওয়্যারহাউসের পূজা সংগ্রহে প্রাধান্য পেয়েছে স্থাপত্য চিত্র, ফুল, পাতা ও বাহারি ল্যান্ডস্কেপ। মূলত ক্রেতাদের সারা বছর এসব পোশাক পরার সুবিধার কথা চিন্তা করেই এমন ডিজাইন করেছে তারা।
অনলাইনভিত্তিক এই ফ্যাশন হাউসের এবারের পূজা সংগ্রহ শুধু নারী ক্রেতাদের মাথায় রেখেই। সব বয়সী নারীর কথা মাথায় রেখে চিরায়ত শাড়ি থেকে শুরু করে রাখা হয়েছে ওয়েস্টার্ন ও ফিউশনধর্মী পোশাকও। আছে শার্ট, টপটপ, কুর্তা সেট, জামা ইত্যাদি।
পূজায় উজ্জ্বল রঙের চাহিদা থাকে বেশি। লাল-সাদা না থাকলে যেন পূজাই সম্পন্ন হয় না। উৎসবকে মাথায় রেখে তাই সাদা, লাল, মেরুন রংকেই পূজার পোশাক সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বল গ্রিন, সবুজ, নীল, আকাশি, কালো রঙের আধিপত্যও রয়েছে। শুভ্র মেঘ আর কাশফুলের এই সময়ে নীল, আকাশির চাহিদা থাকে বেশ।
দেশীয় কারুশিল্প ও সংস্কৃতিকে ফ্যাশনের সঙ্গে সমন্বিত করে পোশাক ডিজাইন করে থাকেন ওয়্যারহাউসের স্বত্বাধিকারী ও ডিজাইনার তাস নিম ফেরদৌস। ইটপাথরের শহরেও মনকে স্বস্তি দিতে প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে পোশাক ডিজাইন করেন তিনি। পূজার সংগ্রহের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। পানামা নগর, লালবাগ কেল্লার মতো দেশের ঐতিহ্যবাহী আর্কিটেকচারাল আর্ট থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করেছেন এবারে পূজার পোশাক। তা ছাড়া ফুল, পাতা, ল্যান্ডস্কেপের মোটিফ তো আছেই।
মোগল আমলের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে গাউন ও কুর্তা। নাম দেওয়া হয়েছে ‘পঙ্কজ গাউন’ আর ‘লাল মুঘল কুর্তা’। দুটি পোশাকই লাল রঙের ওপর। পানামা নগরের সরদারবাড়ি ও লালবাগ কেল্লা থেকে বেশ কিছু নকশা উঠে এসেছে এই দুই পোশাকে।
পৃথিবীকে ওপর থেকে অথবা গুগল আর্থ থেকে অবারিত সবুজের লীলাভূমি দেখায়। বিভিন্ন সময়ে আলোর তারতম্যে সেই সবুজের শেডও পরিবর্তন হতে থাকে। এই ল্যান্ডস্কেপ সবুজকে নিয়েই ডিজাইন করা হয়েছে ওয়্যারহাউসের শাড়ি ‘চির ধরা’। অবারিত সবুজের এই ল্যান্ডস্কেপ দিয়ে শাড়ি ছাড়াও তৈরি করা হয়েছে কুর্তা, জাম্পস্যুট।
আছে কদম্ব নামের লাল রঙের শাড়ি। আঁচলে বেশ ঘন ফোরাম আর্ট আর জমিনে ছাপা নকশা। মুঘল আর্ট ও কোরাল ফিউশনের আরেকটি শাড়ি হলো মালতী। হোয়াইটে হাতে প্রিন্ট করা এই শাড়ি। আরও আছে কালো রঙের চিত্রা শাড়ি ও নীলাঞ্জনা। নীলাঞ্জনার রং কম, তা তো নাম শুনেই বোঝা যাচ্ছে। শাড়ি মানেই পূজার আভিজাত্য। তার ওপর যদি হয় এমন দারুণ সব নকশা, তাহলে তো পূজার ফ্যাশন নিয়ে আর কোনো চিন্তাই থাকে না।
স্টাইলের সঙ্গে পূজার উৎসবমুখর দিনে নিশ্চিত হওয়া চাই আরামও। এই রোদ-বৃষ্টির মৌসুমে সুতি কাপড়ের জুড়ি মেলা ভার। তাই বরাবরের মতো ওয়্যারহাউস কটন কাপড়কে প্রাধান্য দিয়েছে বেশি। পাশাপাশি আছে লিনেন ও খাদি কাপড়ও।
যেকোনো উৎসবেই সারা দিন পরে থাকা যাবে এবং চল চলে যাবে না—এমন ডিজাইনে প্রাধান্য দিয়ে থাকে ওয়্যারহাউস।
টেকসই ফ্যাশন ট্রেন্ডে বিশ্বাসী তাসনিম ফেরদৌস বলেন, ‘ভারী পোশাক পরলে ভাবতে থাকি, কখন সেটা খুলে ফেলব। আর সেসব পোশাক বেশি দিন ব্যবহারও করা যায় না। আমাদের ২০১৫ সালের পোশাক এখনো চলছে। আমরা চাই দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে, এমন সব পোশাক ডিজাইন করতে, যা টেকসই হবে। পূজার পোশাক সংগ্রহেও রয়েছে তারই ছাপ।’
জামার দৈর্ঘ্য, কাট এসবের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দকেই বেশি প্রাধান্য দিয়েছে ওয়্যারহাউস। প্রচলিত প্লিটেড নেক, বোট নেক ও বেন কলারের দেখা মেলবে পূজার পোশাকে। পূজায় আনন্দ আড্ডার পাশাপাশি কাজের ধকলও যায় বেশ। লুজ ফিটিং পোশাক হলে ফ্যাশনের সঙ্গে স্টাইলও হয় দারুণ। তাই ওয়্যারহাউসের পোশাকগুলো ঢিলেঢালা ধরনেরই রাখা হয়েছে।
ছবি: ওয়্যারহাউস