বাংলাদেশে ফ্যাশনের বড় আসর আর্কা ফ্যাশন উইকের তৃতীয় দিনের আয়োজনে ৩টি স্লটে মোট ৪টি শো হয়, যার প্রথম দুটি ছিল স্টুডেন্ট রানওয়ে।
ফ্যাশন শিক্ষার্থীদের কালেকশন
প্রথম শোয়ে শিক্ষার্থীদের আকর্ষণীয় সব কালেকশনে র্যাম্প মাতান মডেলরা। শিক্ষার্থীদের নকশা করা পরিবেশবান্ধব ও টেকসই কালেকশনের আউটফিটগুলো ছিল বেশ আকর্ষণীয়। গামছা, বেনারসি, সুতিসহ বিভিন্ন ফেব্রিকের পোশাক ছিল এখানে। বিশেষভাবে এই কালেকশনে প্যাচওয়ার্কের ব্যবহার নজর কেড়েছে সবার।
পোশাকের এম্বেলিশমেন্টে তার, ক্যানের ছোট অংশ ব্যবহার করা হয়েছে। পুরো কালেকশনই নিরীক্ষাধর্মী । প্রাধান্য পেয়েছে অ্যাসিমেট্রিক স্কার্ট, হল্টারনেক টপ, কাট আউট টপ, স্লিট স্কার্ট, মিনি স্কার্ট, ফ্লোর টাচ গাউন। এছাড়াও কার্গো প্যান্ট, ওয়াইড লেগ প্যান্ট, হারেম বা ধুতি স্টাইলের বটম, জ্যাকেট ও নিরীক্ষাধর্মী শার্ট ছিল কিউ গুলোতে।
কিছু পোশাকে আলাদাভাবে নজরে এসেছে এক্সটেনশনের ব্যবহার। অ্যাবস্ট্রাক্ট ও ফ্লোরাল মোটিফে করা হয়েছে এসব এক্সটেনশন। কেপ ও ট্রেনের ব্যবহারও চোখে পড়েছে। প্রথম শোতে প্রকৃতিপ্রাণিত নকশাও ছিল কিছু পোশাকে।
শোয়ের দ্বিতীয় স্লটের প্রথম কিউটিও ছিল সৃজনশীল শিক্ষার্থীদের। এখানে ডেনিমে ডিজাইন করা ফিউশন ও নিরীক্ষাধর্মী পোশাক পরে হাঁটেন মডেলরা। ডেনিম অন ডেনিম স্টাইল ছাড়াও গামছার প্যাচওয়ার্ক, সুতি, চেকার্ড প্রিন্ট, লেদার, চটের ব্যবহার হয়েছে এই কালেকশনে ৷ প্যাচওয়ার্ক ডিজাইনের সঙ্গে ফ্লোরাল অ্যাপলিক আর জলরঙের আকর্ষণীয় নকশাও উঠে এসেছে পোশাকের জমিনে। শিক্ষার্থীদের দুটো সেশনই কিউরেট করেছেন সুপরিচিত ডিজাইন রুকাইয়া আহমেদ পূর্ণা।
গ্লি
দ্বিতীয় স্লটের দ্বিতীয় কিউটি ছিল ফ্যাশন ব্র্যান্ড গ্লি-এর। বৈচিত্র্যময় রংকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে ব্র্যান্ডটির এই কালেকশন।
ডিজাইনার আদির নিরীক্ষা ও ফিউশনধর্মী এই কালেকশনে ছিল কোঅর্ড সেট, হুডেড গাউন, শ্রাগ, ফ্রিল দেওয়া নেটের ফ্লোর টাচ গাউন, প্লাস সাইজ ড্রেস, মিনি স্কার্ট।
আমিরা
দিনের তৃতীয় স্লটের শোটি করে আমিরা। ক্যাজুয়ালওয়্যারে সাজানো তাদের এই কালেকশন।
মেয়েদের শাড়ি, থ্রি পিস, কোঅর্ড সেট, কাফতান, অফ দ্য শোল্ডার ড্রেস, স্লিটেড ড্রেস, গাউন ছিল এখানে। আর ছেলেদের জন্য ছিল পাঞ্জাবি, কোটি, কার্গো স্টাইল জিন্স।
এরপর তিনটি কিউতে পোশাক প্রদর্শন করে রেহেমুর রহমান, স্ট্রাইড ও শ্রীলঙ্কান ডিজাইন লেভেল আমেশ।
রেহেমুর রহমান
রেহেমুর রহমানের কালেকশনে ছিল কোঅর্ড, কাট আউট ফতুয়া, ব্লেজার, শর্টস, শ্রাগ ও ফিউশন প্যান্ট। টাইডাই ও প্যাচওয়ার্ক নকশা নজর কেড়েছে এই পোশাকগুলোতে। কাট ও প্যাটার্নেও ছিল ভিন্নতা।
স্ট্রাইড
পরের কিউতে মডেলরা হাঁটেন দেশের সাড়া জাগানো ফ্যাশন ব্র্যান্ড স্ট্রাইডের চোখধাঁধানো কালেকশনের পোশাকে। আফিয়াত আর্নি তাঁর এই কালেকশনের মাধ্যমে একটি বিশেষ বার্তা তুলে ধরেন । বাংলা সিনেমার পোস্টার মোটিফ থেকে শুরু করে গ্রামীণ চেক, যামিনী রায়ের আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট, গাজীর পট, মিনা কার্টুন থিম উঠে এসেছে তার নকশায়।
ফ্লোর টাচ গাউন স্যুট, স্ট্র্যাপলেস ড্রেস, জামদানি মিনি ড্রেস, কাঁথা স্টিচের নকশায় সজ্জিত স্যুট, স্ট্র্যাপলেস ড্রেসে মেটালের ফ্লোরাল এক্সটেনশন নজর কেড়েছে এই কালেকশনে। সঙ্গে ছিল ভেইল ও কেপের নিরীক্ষাধর্মী ব্যবহার।
আমেশ
তৃতীয় দিনের ফ্যাশন শোটি শেষ হয় শ্রীলঙ্কার ডিজাইনার আমেশের প্রদর্শনীর মাধ্যমে। জেন্ডার এক্সপ্রেশন ও ইউথফুল কালচার তাঁর এই সংগ্রহের প্রেরণা।
রঙিন এই কালেকশনে উঠে এসেছে শ্রীলঙ্কান ন্যারেটিভ। এই সংগ্রহে সবচেয়ে বেশি হয়েছে উলের ব্যবহার। শ্রাগ, উলের সোয়াটার, টারটল নেক সোয়েটার, শর্টস, কার্গো প্যান্ট, শার্ট, ভেস্ট আর ফিউশনধর্মী পঞ্চ ছিল এই কালেকশনে। লেইস আর জরী ব্যবহারও দেখা গিয়েছে এই পোশাকগুলোতে।