যুগ যুগ ধরে সৌন্দর্যবর্ধনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে গয়নার কোনো বিকল্প নেই। একেক দশকে এসেছে একেক ধরনের গয়না। বিভিন্ন সংস্কৃতিতে গয়নার মৌলিক রূপ ভিন্ন ভিন্ন হলেও বর্তমানে সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। ফ্যাশনপ্রেমীরা ফিউশন স্টাইলকে সাদরে গ্রহণ করছেন গয়নার ক্ষেত্রে। কানের দুল, নেকলেস, আংটি ও নূপুরের মতো গয়নাগুলো এই উপমহাদেশে নিত্যদিনের অনুষঙ্গ বলা যেতেই পারে। তবে গত কয়েক বছরে গয়নার রাজ্যে জায়গা করে নিয়েছে বডি জুয়েলারি, ইউনিসেক্স জুয়েলারির মতো গয়না। গলা ও কানের পাশাপাশি হাতে পরার বৈচিত্র্যময় গয়না ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে পাকাপোক্তভাবে জায়গা করে নিচ্ছে। আমাদের দেশে বিয়েতে রতনচূড়, মান্তাশা বা এ রকম পোশাকি গয়না পরতে দেখা যায় বেশি। কিন্তু বিয়ে ছাড়া যেকোনো অনুষ্ঠানেও এখন জাঁকজমকপূর্ণ হাতের গয়নাকে প্রাধান্য দেওয়ার সময় চলে এসেছে। নিজেকে আকর্ষণীয় করে তুলে নানা ডিজাইনের হাতের গয়নায় পরা যায়। শুধু যে সেটা সোনার কিংবা পাথরেরই হতে হবে এমন নয়, ভারতীয় জুয়েলারি ডিজাইনার কাব্য পোটলুরির পিতল, তামা আর গোল্ড প্লেটের তৈরি গয়নাগুলো দেখে নেওয়া যাক একনজরে। পছন্দ হলে আপনিও ফরমায়েশ দিয়ে বানিয়ে নিতে পারেন।