বৈচিত্র্যময় হাতের গয়নায় ফিউশনের আমেজ
শেয়ার করুন
ফলো করুন

যুগ যুগ ধরে সৌন্দর্যবর্ধনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে গয়নার কোনো বিকল্প নেই। একেক দশকে এসেছে একেক ধরনের গয়না। বিভিন্ন সংস্কৃতিতে গয়নার মৌলিক রূপ ভিন্ন ভিন্ন হলেও বর্তমানে সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। ফ্যাশনপ্রেমীরা ফিউশন স্টাইলকে সাদরে গ্রহণ করছেন গয়নার ক্ষেত্রে। কানের দুল, নেকলেস, আংটি ও নূপুরের মতো গয়নাগুলো এই উপমহাদেশে নিত্যদিনের অনুষঙ্গ বলা যেতেই পারে। তবে গত কয়েক বছরে গয়নার রাজ্যে জায়গা করে নিয়েছে বডি জুয়েলারি, ইউনিসেক্স জুয়েলারির মতো গয়না। গলা ও কানের পাশাপাশি হাতে পরার বৈচিত্র্যময় গয়না ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে পাকাপোক্তভাবে জায়গা করে নিচ্ছে। আমাদের দেশে বিয়েতে রতনচূড়, মান্তাশা বা এ রকম পোশাকি গয়না পরতে দেখা যায় বেশি। কিন্তু বিয়ে ছাড়া যেকোনো অনুষ্ঠানেও এখন জাঁকজমকপূর্ণ হাতের গয়নাকে প্রাধান্য দেওয়ার সময় চলে এসেছে। নিজেকে আকর্ষণীয় করে তুলে নানা ডিজাইনের হাতের গয়নায় পরা যায়। শুধু যে সেটা সোনার কিংবা পাথরেরই হতে হবে এমন নয়, ভারতীয় জুয়েলারি ডিজাইনার কাব্য পোটলুরির পিতল, তামা আর গোল্ড প্লেটের তৈরি গয়নাগুলো দেখে নেওয়া যাক একনজরে। পছন্দ হলে আপনিও ফরমায়েশ দিয়ে বানিয়ে নিতে পারেন।

১/১১
সম্প্রতি এই লুকে ভারতীয় অভিনেত্রী ভূমি পেডনেকর যেন নেটপাড়া কাঁপিয়ে দিয়েছেন। বিশেষ আকর্ষণ কেড়েছে তাঁর এক হাতের গয়না।
সম্প্রতি এই লুকে ভারতীয় অভিনেত্রী ভূমি পেডনেকর যেন নেটপাড়া কাঁপিয়ে দিয়েছেন। বিশেষ আকর্ষণ কেড়েছে তাঁর এক হাতের গয়না।
বিজ্ঞাপন
২/১১
বৃদ্ধাঙ্গুল বাদে বাকি চার আঙুলজুড়ে রতনচূড়ের মতো দেখতে এ গয়নাটি বেশ আকর্ষণীয়। নখে স্থান পেয়েছে গোল্ডেন নেইল এক্সটেনশন
বৃদ্ধাঙ্গুল বাদে বাকি চার আঙুলজুড়ে রতনচূড়ের মতো দেখতে এ গয়নাটি বেশ আকর্ষণীয়। নখে স্থান পেয়েছে গোল্ডেন নেইল এক্সটেনশন
বিজ্ঞাপন
৩/১১
কালো নেইল পলিশের সঙ্গে অভিনেত্রী কৃতি শ্যানন তাঁর তর্জনী আর অনামিকার অগ্রভাগে পরেছেন অভিনব ডিজাইনের আংটি
কালো নেইল পলিশের সঙ্গে অভিনেত্রী কৃতি শ্যানন তাঁর তর্জনী আর অনামিকার অগ্রভাগে পরেছেন অভিনব ডিজাইনের আংটি
৪/১১
ব্লেজারের স্মার্ট ক্যাজুয়াল লুকের সঙ্গেও ক্যারি করা যায় এই গয়না। সে ক্ষেত্রে হাতের একেক আঙুলে বেছে নেওয়া যায় একেক ধরনের আংটি, আর মোড বুঝে অদলবদল করেও পরা যায় আঙুলের একেক জায়গায়
ব্লেজারের স্মার্ট ক্যাজুয়াল লুকের সঙ্গেও ক্যারি করা যায় এই গয়না। সে ক্ষেত্রে হাতের একেক আঙুলে বেছে নেওয়া যায় একেক ধরনের আংটি, আর মোড বুঝে অদলবদল করেও পরা যায় আঙুলের একেক জায়গায়
৫/১১
অনন্যা পান্ডে দুই হাতের প্রায় সব আঙুলের একটু নিচেই পরেছেন গোল্ড প্লেটের ভারী ডিজাইনের আংটি। কালো নেইল পলিশের সঙ্গে এই গয়না বেশ সুন্দর মানিয়েছে তাঁকে
অনন্যা পান্ডে দুই হাতের প্রায় সব আঙুলের একটু নিচেই পরেছেন গোল্ড প্লেটের ভারী ডিজাইনের আংটি। কালো নেইল পলিশের সঙ্গে এই গয়না বেশ সুন্দর মানিয়েছে তাঁকে
৬/১১
সারা আলি খান শুধু মধ্যাঙ্গুলিতে পরেছেন আংটি
সারা আলি খান শুধু মধ্যাঙ্গুলিতে পরেছেন আংটি
৭/১১
গয়না যে শুধুই মেয়েদের অনুষঙ্গ নয়, সেই ধারণা একুশ শতকে এসে একদম বদলে গেছে যেন
গয়না যে শুধুই মেয়েদের অনুষঙ্গ নয়, সেই ধারণা একুশ শতকে এসে একদম বদলে গেছে যেন
৮/১১
কপার গোল্ড পোশাকের সঙ্গে ছোট আকারের নখে ফুটে উঠেছে একই রঙের নেইল পলিশ। আংটিগুলোর অভিনব ডিজাইন থেকে যেন চোখই সরছে না
কপার গোল্ড পোশাকের সঙ্গে ছোট আকারের নখে ফুটে উঠেছে একই রঙের নেইল পলিশ। আংটিগুলোর অভিনব ডিজাইন থেকে যেন চোখই সরছে না
৯/১১
গোল্ডেন নেইল এক্সটেনশন, সব নখের অগ্রভাগে আছে আংটি, দুই অনামিকার নিচের অংশেও তা–ই। ফিউশন আমেজে আরও যোগ হয়েছে হাতের উপরিভাগে ঝুলে থাকা ফ্লোরাল ডিজাইনের চেইন
গোল্ডেন নেইল এক্সটেনশন, সব নখের অগ্রভাগে আছে আংটি, দুই অনামিকার নিচের অংশেও তা–ই। ফিউশন আমেজে আরও যোগ হয়েছে হাতের উপরিভাগে ঝুলে থাকা ফ্লোরাল ডিজাইনের চেইন
১০/১১
ইউনিসেক্স জুয়েলারির অংশ এই গয়নাগুলো। চাইলে সবাই পরতে পারেন।
ইউনিসেক্স জুয়েলারির অংশ এই গয়নাগুলো। চাইলে সবাই পরতে পারেন।
১১/১১
অভিনেত্রী কীর্তি সুরেশও তাঁর মাল্টি কালার পোশাকের সঙ্গে বেছে নিয়েছেন আংটি
অভিনেত্রী কীর্তি সুরেশও তাঁর মাল্টি কালার পোশাকের সঙ্গে বেছে নিয়েছেন আংটি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১৬: ০০
বিজ্ঞাপন