মল্লিকার একুশের গয়নায় শহীদ মিনারের প্রতিকৃতি
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

জুয়েলারি ব্র্যান্ড মল্লিকার একুশের গয়নায় ফুটে উঠেছে শহীদ মিনারের প্রতিকৃতি। ব্র্যান্ডটির নিজস্ব কারিগরের হাতে বানানো শহীদ মিনারটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। পিতলের ওপর সিলভার প্লেট করা এবং পেছনের লাল বৃত্তের অংশটি রেজিনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

ব্র্যান্ডটির স্বত্বাধিকারী অলিভা বিশ্বাস বলেন, ‘গত বছরের ডিসেম্বর থেকে শহীদ মিনার বানাব মাথায় ঘুরছে। জানুয়ারিতে কারিগরকে জানালাম । তারপর চলল বানানোর চেষ্টা। প্রথমবার লাল বৃত্তটি করতে চেয়েছিলাম মীনাকারি ব্যবহার করে। কিন্তু শীত থাকায় মীনা শুকাচ্ছিল না। তারপর মল্লিকা টিমের সঙ্গে আলোচনা করে রেজিন দিয়ে গয়নার লাল বৃত্তটি তৈরি করি।’

বিজ্ঞাপন

শহীদ মিনারের গয়না ছাড়াও মাতৃভাষা দিবস উপলক্ষে ব্র্যান্ডটিতে রয়েছে সাদা-কালো রঙের অন্যান্য গয়না। প্রতিটি গয়নাই তৈরি হয়েছে দেশি কারিগর দিয়ে। তাই পছন্দমতো কাস্টমাইজ করেও নেওয়া যাবে। সে ক্ষেত্রে অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে। আর হাতে ধরে গয়না কিনতে চাইলে চলে যেতে পারেন ব্র্যান্ডটির অফলাইন শপে।

মল্লিকার ঠিকানা—বাড়ি: ১৮/বি (নতুন), ৬৭০ (পুরোনো)
রাস্তা: ১১ (নতুন), ৩২ (পুরোনো)
ধানমন্ডি ঢাকা।

গহনা : মল্লিকা

শাড়ি: শাড়ি কথন

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ২১
বিজ্ঞাপন