সাবেক ইংলিশ অধিনয়াক ডেভিড বেকহ্যামের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তাঁর হ্যান্ডসাম ও স্টাইলিশ লুক। সম্প্রতি তিনি লঞ্চ করেছেন নিজের নামে চশমার ব্র্যান্ড। আর তিনি চশমা অনুরাগীদের জন্য এনেছেন ‘স্প্রিং/সামার–২০২৩ আইওয়্যার’ সংগ্রহ।
বেকহ্যামের নিজস্ব স্টাইল, ভ্রমণ ও অ্যাডভেঞ্চার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে নতুন এই চশমার কালেকশন। এটা কেবল পুরুষদের জন্য ডিজাইন করা। যাঁরা ভিনটেজ বা ক্ল্যাসিক নকশা পছন্দ করেন, তাঁদের জন্যই বলতে গেলে এই চশমাসংগ্রহ সাজানো হয়েছে। মূলত রেট্রো-প্রভাবিত ডিজাইনকে গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে নতুন সব চশমা।
আইওয়্যার কালেকশনে সানগ্লাস ও অপটিক্যাল ফ্রেমের একটি লাইন রয়েছে। গোল থেকে শুরু করে বর্গাকার, নানা আকৃতির ফ্রেম পাওয়া যাবে এখানে। চশমাগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে পোলারাইজড লেন্স; সূর্যের তীব্র আলো থেকে চোখকে রক্ষা করার জন্য। এ ছাড়া আলোর পরিবর্তনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করতে নীল ফটোক্রোমিক লেন্সের চশমাও আছে।
এই সংগ্রহে বাদামি, বেইজ, কমলা ও অন্যান্য নিরপেক্ষ রঙের বৈচিত্র্যময় নকশার চশমা বেকহ্যাম অনুরাগী তথা চশমাপ্রিয়দের আকর্ষণ করবে। ডেভিড বেকহ্যাম চেয়েছিলেন সংগ্রহের চশমা ভ্রমণসঙ্গী হিসেবে যেন গ্রহণযোগ্যতা পাক। নতুন সংগ্রহের চশমাগুলো ইতিমধ্যে পাওয়া যাচ্ছে ডেভিড বেকহ্যাম আইওয়্যারের অফিশিয়াল ওয়েবসাইটে।
ইতালির লাক্সারি চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাফিলোর সঙ্গে সমন্বয় করে তৈরি হচ্ছে বিশেষভাবে ডিজাইন করা এসব চশমা। কাঁচামাল ও তৈরিতে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। প্রতিটি ডিজাইনে রয়েছে সরলতা। আর এটাই বেকহ্যামের চাওয়া। কারণ তিনি বলেছেন, আমার জীবনই আমাকে শিখিয়েছে সারল্যের শক্তি আর কারিগরি নৈপুণ্যের গুরুত্ব।