এ আবহাওয়ায় চিরুনি ও চুলের ব্রাশের যত্ন
শেয়ার করুন
ফলো করুন

চুলের সুস্থতার জন্য নিয়মিত চিরুনি বা হেয়ারব্রাশ দিয়ে চুল আঁচড়ানো জরুরি। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালনের পাশাপাশি চুলে লেগে থাকা ধুলা-ময়লা আর আলগা তেল বা সিবাম—সব চিরুনির মাধ্যমে বেরিয়ে আসে। একটা সময় দেখা যায়, চিরুনিতেই এই ময়লাগুলো লেগে আছে।

ওই চিরুনি দিয়ে চুল আবার আঁচড়ালে মাথার ত্বকে খুশকি বা সংক্রমণের মতো সমস্যা হতে পারে। তাই নিয়মিত চিরুনি পরিষ্কার করা উচিত।

চিরুনি পরিষ্কার করতে খুব একটা দক্ষযজ্ঞ করার দরকার হয় না। খুব সহজেই হাতের কাছে থাকা অল্প কিছু উপাদান দিয়ে এটি করা সম্ভব।

বিজ্ঞাপন

পরিষ্কার করার পদ্ধতি

প্রথমে কুসুমগরম পানিতে শ্যাম্পু বা ভিনেগার দিতে হবে। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যেতে পারে। তাতে চিরুনি বা হেয়ারব্রাশ ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে চিরুনিতে লেগে থাকা ময়লা নরম হয়ে আসে। তখন তা পরিষ্কার করতে সুবিধা হয়। ভিজিয়ে রাখার পর পুরোনো টুথব্রাশের সাহায্যে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করে নিতে হবে। চিরুনি বা হেয়ারব্রাশ ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে বা বাতাসে শুকিয়ে নিলেও চলবে।

মনে রাখতে হবে, চিরুনি এক বা দুই সপ্তাহ পরপর পরিষ্কার করা ভালো। এর আগে কোনো কারণে ময়লা হয়ে গেলে তখনই পরিষ্কার করে ফেলা উচিত।

ছবি: হাল ফ্যাশন ও পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৩: ০০
বিজ্ঞাপন