চুলের অনুষঙ্গের চলতি ধারা
শেয়ার করুন
ফলো করুন

পিন

মডেল: নুসরাত শ্রাবণী
মডেল: নুসরাত শ্রাবণী

এ অনুষঙ্গ সব সময়ই ছিল। তবে এখন নানা রঙে–ঢঙের ববি পিন পাওয়া যাচ্ছে। লাল, নীল, আকাশি, গোলাপি ছাড়াও সোনালি ও রুপালি রং খুব চলছে। প্রিন্ট, মুক্তা বা পাথরে সাজানো ববি পিনও বেশ দেখা যাচ্ছে। মোটিফে আছে তারা, পাতা, হৃদয়, বো–টাই। ব্যবহারের ধরনে এসেছে বেশ নতুনত্ব। দুই পাশে বা এক পাশে সিঁথি করে দুটি নয়, একসঙ্গে একই রকম বা নানা ডিজাইনের অনেক ববি পিন পরা হচ্ছে খুব। সব ধরনের পোশাকের সঙ্গেই পরা যেতে পারে এটি। তবে পার্টিওয়্যার বা গর্জাস পোশাকের সঙ্গে সোনালি, রুপালি, মুক্তা, পাথর বা ক্রিস্টালের এ পিন ভালো মানায়।

বিজ্ঞাপন

ব্যারেট

ছোট–বড় যেকোনো চুলের জন্যই ব্যারেট আদর্শ অনুষঙ্গ। গত দুই বছরের সব কটি ফ্যাশন উইকের স্ট্রিট স্টাইলসহ রানওয়েতে ডেকোরেটিভ হেয়ার ক্লিপের ব্যবহার খুব দেখা গেছে। এ বছরও ধারাটি বজায় থাকবে। ব্যারেটের চিরায়ত নকশার পাশাপাশি দেখা যাচ্ছে নতুন কিছু ডিজাইন। ফেব্রিক বা রিবন দিয়ে আবৃত, মুক্তা ও পাথরখচিত ব্যারেট বা হেয়ার ক্লিপের ব্যবহার বেড়েছে। সাধারণ পোশাকের সঙ্গে এমন অনুষঙ্গ দিয়ে সহজেই লুকে একটি আকর্ষণীয় স্টাইল স্টেটমেন্ট আনা যায়। এ ছাড়া বিভিন্ন রকমের জনপ্রিয় শব্দের ডুডল জায়গা করে নিয়েছে ব্যারেটের ওপরের অংশে। কয়েক দিন বিরতি দেওয়ার পর আবার ফিরে এসেছে চিতা বাঘের প্রিন্ট। গ্লিটার আর ক্ল্যাসিক টরটয়েজ শেল প্রিন্টের সঙ্গে এখন ব্যারেটে দেখা যাচ্ছে এই ল্যাপারড প্রিন্ট। পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে বেশি মানালেও যদি কেউ স্টাইলে বোল্ড স্টেটমেন্ট তৈরি করতে চায়, তাহলে শাড়ি বা সালোয়ার–কামিজের সঙ্গে নির্দ্বিধায় এ ধরনের ব্যারেট বা হেয়ার ক্লিপ মিক্স ম্যাচ করে পরা যেতে পারে।

বিজ্ঞাপন

হেডব্যান্ড

মডেল: নুসরাত শ্রাবণী
মডেল: নুসরাত শ্রাবণী

নব্বইয়ের দশকের এই আদুরে অনুষঙ্গ ফিরিয়ে আনার পেছনে হাত আছে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের। বছর তিনেক আগে থেকেই বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তাঁকে দেখা যাচ্ছে আকর্ষণীয় সব হেডব্যান্ডে। এর পর থেকে বেলা হাদিদ, জেন্ডায়া, জেসিকা অ্যালবা, কায়া গারবার, সালমা হায়েকের সেলিব্রেটিদের রেড কার্পেট শো থেকে শুরু করে সুপারশপ—সবখানেই হেডব্যান্ড পরা অবস্থায় ক্যামেরা বন্দী হয়েছেন। এখন মার্কেট ছেয়ে গেছে স্টাইলিশ ডিজাইনের সব হেডব্যান্ডে।

মডেল: নুসরাত শ্রাবণী
মডেল: নুসরাত শ্রাবণী

সিঙ্গেল প্যাডেড, ডিপলি প্যাডেড, বিডেড ব্যান্ডের পাশাপাশি আছে টুইস্টিং রিবন হেডব্যান্ড। এর অর্নামেন্টেশনে বিভিন্ন ফেব্রিকের ব্যবহার বেশি হচ্ছে। এর ভেতর এগিয়ে আছে ভেলভেট। এ ছাড়া অ্যানিমেল প্রিন্ট ও ফ্লোরাল প্রিন্টও বেশ দেখা যাচ্ছে। কোনো উৎসবে পরার জন্য অনেকে বেছে নিচ্ছেন মুক্তা ও পাথর বসানো হেডব্যান্ড। আর একদম মিনিমালিস্টদের জন্য আছে সিঙ্গেল বিডেড বা প্লেইন কম্ব বা জিগজ্যাগ কম্ব হেডব্যান্ড।

স্ক্রাঞ্চি

মডেল: নুসরাত শ্রাবণী
মডেল: নুসরাত শ্রাবণী

এখন পর্যন্ত যত পুরোনো ট্রেন্ড ফিরে এসেছে, তার ভেতর সবচেয়ে জনপ্রিয় স্ক্রাঞ্চি। কয়েক বছর ধরে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করছে এই ট্রেন্ড। ফ্যাশন সমালোচকদের মতে, এই জনপ্রিয়তার রহস্য হলো এর কোমলতা এবং নানা রকম স্টাইলিংয়ের সুযোগ। প্লাস্টিক রাবার ব্যান্ড চুলের ক্ষতির জন্য দায়ী। কিন্তু স্ক্রাঞ্চিতে চুলের কোনো ক্ষতি হয় না। এ জন্য অনেক হেয়ার এক্সপার্ট এটি দিয়ে চুল বেঁধে ঘুমানোর পরামর্শ দেন। ওয়েস্টার্ন টু এথনিক—সব ধরনের লুকের সঙ্গে সহজেই মানিয়ে যায় এটি। স্লিক হাই পনিটেইল, লো পনিটেইল, হাফ বান, সাইড পনিটেইল, মেসি বান, স্পেস বান—সব রকমের হেয়ারস্টাইল করা যাবে এটি দিয়ে।

মডেল: নুসরাত শ্রাবণী
মডেল: নুসরাত শ্রাবণী

পোশাকের পাশাপাশি জুতা, বেল্ট, ব্যাগ, এমনকি লিপস্টিকের সঙ্গেও ম্যাচিং করে পরা যেতে পারে। এখন অবশ্য মাস্কের সঙ্গেও মিক্স-ম্যাচ-কন্ট্রাস্ট করে অনেকে এটি পরছে। ভেলভেট, কটন, সিল্ক, স্যাটিন, অরগ্যাঞ্জা, জর্জেট, জ্যাকারড, চারমিউস, সফট লেদারের স্ক্রাঞ্চি পাওয়া যাচ্ছে। প্যাটার্নে এসেছে ফ্যাশনেবল ফ্লোরাল, ফ্রুট এবং অ্যানিমেল প্রিন্ট। বাদ যায়নি চেক ও পোলকা ডট। সাধারণ স্ক্রাঞ্চির পাশাপাশি শর্ট বো ও লং বো স্টাইলের জয়জয়কার এখন সবখানেই। টুইগি ও জাম্বো সাইজ স্ক্রাঞ্চির ব্যবহারও বেশ লক্ষণীয়।

ছবি: কোরিওগ্রাফার ও মডেল নুসরাত শ্রাবণীর ইন্সটাগ্রাম থেকে

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১২: ০০
বিজ্ঞাপন