গয়না এখন
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

দেশি উপকরণে তৈরি গয়না ও জাঙ্ক গয়নার আবেদন এখন বেশি। তাই অনলাইনভিত্তিক উদ্যোগ রঙ্গবতী, ঋ ও মৃৎ এমন ধারায় কিছু গয়নায় সাজিয়েছে তাঁদের নতুন সংগ্রহ।

বিভিন্ন রকমের বীজের খুব সাধারণ, কিন্তু ফ্যাশনেবল গয়না নিয়ে কাজ করে ঋ। বসন্তে গয়নায় পার্থক্য আনতে বীজের সঙ্গে মেটাল, কাঠ, কড়ির ব্যবহার হয়েছে।

মৃৎ

মাটি, রুদ্রাক্ষ ও বেলের পুঁতি দিয়ে তৈরি গয়নাকে বিশেষ রূপ দেয় মৃৎ নামের অনলাইন দোকানের উদ্যোক্তা মাধুরী দেবী। মালা, লকেট, কানের দুল, আংটি—সব ধরনের গয়নাই থাকছে এখানে। এ সময়ের জন্য দেশীয় ফল বেলের বাইরের অংশ ব্যবহার করে তৈরি পুঁতির মালা এনেছে তাঁরা। পুঁতিতে করা হয়েছে ন্যাচারাল ডাই। প্রথমবারের মতো এমন নিরীক্ষা করেছে পেজটি।

বিজ্ঞাপন

রঙ্গবতী

জাঙ্ক গয়নার আছে অন্য রকম সৌন্দর্য। তবে জাঙ্ক গয়নার সঙ্গে পুঁতি, পাথর, মুক্তা, কড়ি ও অন্যান্য উপকরণের ফিউশনে রঙ্গবতী এনেছে বিশেষ গয়না। এতে গয়না ট্রেডিশনাল লুকের পাশাপাশি পাওয়া যাবে ক্যাজুয়াল লুকের আমেজও।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৮: ৪৮
বিজ্ঞাপন