আজকাল আমাদের দেশে ভ্রমণপিপাসু মানুষের সংখ্যা বেড়ে গেছে। আজ থেকে ১০ বছর আগেও সাধারণত কেউ ভ্রমণে গেলেই কিছু জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেমন কক্সবাজার, সিলেট বা সুন্দরবনকে বেছে নিতেন। কিন্তু ২০২৩ সালে এসে ভ্রমণের পরিধি আর বিস্তৃতি দুই-ই বেড়েছে। দেশ আর দেশের বাইরে হাইকিং, ট্র্যাকিংয়ে যান অনেকেই।
আবার অহরহ ‘সলো ট্রাভেলার’ বা একাকী পর্যটক হিসেবে অথবা বন্ধুদের নিয়ে দল বেঁধে যাওয়া হচ্ছে এশিয়া বা এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়ায়। তারপরও ‘ঘরের বাইরে দুই পা ফেলিয়া’ আমাদের নিজের দেশের অবারিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গাগুলোতে যাওয়ার মজাই আলাদা।
এই বৃষ্টিমুখর মৌসুমে প্রকৃতি যেন তার সবটুকু সবুজে সেজে হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণপ্রেমীদের। বর্ষাকাল প্রকৃতিপ্রেমীদের জন্য হাওর ভ্রমণের দারুণ সময়। হাওরে এ সময় পানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তার রূপ। আর সেই সঙ্গে নাটকীয় মেঘবিন্যাসে সাজানো আকাশ তো আছেই। পাহাড়ি এলাকায় আবার অনিন্দ্যসুন্দর সবুজ প্রকৃতি আর ভরভরন্ত ঝরনার পানি। সবটা মিলিয়ে সৌন্দর্যের সীমা থাকে না। তবে এই সময় ভ্রমণের জন্য ব্যাগ বেছে নেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ভরা বর্ষায় ভ্রমণের জন্য উপযোগী ব্যাগগুলোর নানামুখী ব্যবহার আর এ নিয়ে কিছু টিপস দেখে নেওয়া যাক।
ভ্রমণের সময় যতটা সম্ভব ব্যাগ হালকা রাখার চেষ্টা করবেন।
ট্রাভেল ব্যাগের ক্ষেত্রে পরিবেশ এবং আবহাওয়া অনুযায়ী ব্যাগ নির্বাচন করা জরুরি।
আপনি ট্র্যাকিং করতে ভালোবাসলে ভ্রমণের অনুষঙ্গগুলো বহন করার জন্য ব্যবহার করুন পানি নিরোধক লিটার ব্যাগ, ট্রাভেলপ্যাক এবং ট্রাভেল ডাফলস। ট্রাভেল ডাফল ব্যাগের রয়েছে দুটি ধরন। এগুলো হলো বেসিক ডাফল ও হুইলড ডাফল।
এই ডাফল ব্যাগে জিনিস ধরে অনেক বেশি। এটা বহন করাও সহজ। ডাফল ব্যাগে বেশ ওজন বহন করা যায়।
হাওরে যেতে এই মৌসুমে একটু বাড়তি কাপড় সবাই নিতে চান সুন্দর সব ছবি তোলার জন্য। তাদের জন্য এই ব্যাগ সবচেয়ে ভালো। প্রয়োজনীয় সবকিছুই এঁটে যাবে এই ব্যাগে।
ট্রাভেল প্যাক কাঁধেই বহন করতে হয়। পাহাড়ি পিচ্ছিল রাস্তা, উঁচু নিচু খাই, মাটির সিঁড়ি বেয়ে অনায়াসে ট্র্যাকিং আর হাইকিং করার জন্য সবচেয়ে উপযোগী ব্যাগ এটি।
এতে সবকিছু আলাদাভাবে গুছিয়ে নেওয়ার জন্য অরগ্যানাইজার, প্রয়োজনে কোমরে বেঁধে নিতে হাইডঅ্যাওয়ে হিপ বেল্ট বা কাঁধের জন্য সোল্ডার স্ট্র্যাপ থাকে।
ট্রাভেল প্যাক ধরনের ব্যাগে আরও থাকে নিরাপত্তার জন্য বিল্ট ইন সিকিউরিটি এবং লক করা যায় এমন জিপার।
চাকা লাগানো ট্রাভেল ব্যাগও পাওয়া যায় রোড ট্রিপে বেশ কাজে লাগে।
আবার পানি নিরোধক লিটার ব্যাগে রাখতে পারেন আপনার আস্ত ট্রাভেল প্যাক বা ভ্রমণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো, যা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যেতে পারে, যেমন ক্যামেরা, মুঠোফোন, ইলেকট্রনিক গ্যাজেট বা অন্যান্য অনুষঙ্গ।
প্রতি ট্রিপের জন্য প্রয়োজনীয় আলাদা ধরনের সামগ্রী যেমন হাইকিং বা ট্র্যাকিং টেন্ট, স্লিপিং ব্যাগ বা হ্যামক ইত্যাদি বহন করতে চাইলে র্যাকস্যাক বা ট্রাভেল ব্যাগ খুব কার্যকর। ৭০ থেকে ১০০ লিটার ওজন ধারণের ক্ষমতা থাকে এই ব্যাগের।
বেড়াতে গিয়ে সাধারণত ফেরার সময় ব্যাগে জিনিসপত্র বেড়ে যায়। যদি ফেরার পথে কিছু কেনাকাটা বা বাড়তি কিছু নিয়ে আসতে চান, তাহলে সঙ্গে করে ফোল্ডেড বা ভাঁজ করা যায়, এমন ব্যাগ নিয়ে যেতে পারেন।
ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি, ক্রিম সানগ্লাস, মেকআপ—এ রকম অনুষঙ্গগুলো ব্যাগের ভেতরেই আলাদা ছোট একটা ব্যাগে রাখুন, তাহলে সহজে খুঁজে পাওয়া যাবে।
ছবি: এসময়ের জনপ্রিয় মডেল মাহেলেকা জাবিনের ফেসবুক থেকে