বিশ্ব শাড়ি দিবস ২০২৩: শাড়িতে মজেছে সারা দুনিয়া
শেয়ার করুন
ফলো করুন

আজ ২১ ডিসেম্বর বিশ্ব শাড়ি দিবস। ২০২০ সাল থেকে ভারতে এই দিবস পালন করা শুরু হওয়ার পর এই তিন বছরে তা বিশ্বজুড়ে শাড়িপ্রেমীদের মনোযোগ কেড়েছে। এই দিনটি আসলে শাড়ি উদযাপন করার জন্য। আমাদের চিরচেনা শাড়িকে বস্ত্র না বলে বিস্ময়বস্ত্রই বলতে হয়৷ এ যেন এক টুকরো কাপড় নয়, বরং জীবনের গল্প বলা এক ক্যানভাস। কন্যা, জায়া, জননীরূপে ভূগোলকের এই দিকে শ্বাশত নারীরূপের প্রতীক হয়ে উঠেছে শাড়ি। নারীর শক্তিমত্তা আর আবেদনময়তা- দুটিরই অনন্য প্রকাশ ঘটে এই ৬ গজের বস্ত্রখন্ডে। প্রেয়সীকে শাড়িতে সবচেয়ে বেশি আরাধ্য মনে হয়। দেবীও শাড়ি পরেই অসুরনিধন করেন। মায়ের শাড়ির আঁচলের ঘ্রাণ পৃথিবীর সবচেয়ে প্রিয় সুবাস সকলের। এই শাড়ির তৈরি কাঁথা প্রজন্মান্তরে আমাদেরকে জড়িয়ে রাখে ওম সহযোগে। যুগে যুগে শাড়ির প্রেমে মজেছেন সকলেই। কালের বিবর্তনে ব্যপক পরিবর্তন এসেছে শাড়ির ড্রেপিংয়ে। যুক্ত হয়েছে বৈচিত্র্যময় ব্লাউজ। কাঁচুলি, চোলি আর জ্যাকেট স্টাইল পেরিয়ে কোর্সেট,ব্রালেট, ট্যাংকটপ আর ক্রপটপ সঙ্গী হয়েছে শাড়ির। ৬ গজ থেকে ৯ গজ পর্যন্ত বেড়েছে এর দৈর্ঘ্য। শাড়িপ্রাণিত গাউন আর ড্রেস এসেছে। আরও রয়েছে রেডি-টু-ওয়্যার আর ফিউশন ঘরানার শাড়ি। আবার সব ছাপিয়ে একেবারে ট্র‍্যাডিশনাল জামদানি, বেনারসি, কাঞ্জিভরম শাড়ির আবেদন বুঝতে শিখেছে নতুন প্রজন্ম। জেনজি তারকা আর সর্বস্তরের ফ্যাশনিস্তারা নিজেদের মতো করে বুট, স্নিকার্স, হ্যাট, ট্রেঞ্চকোট, বাইকার্স জ্যাকেট দিয়ে যেভাবে ইচ্ছা শাড়ির ফ্যাশনে মেতেছেন। জনপ্রিয় তারকাদেরকে মনোক্রোম, শিয়ার আর সিকুইনড ফেব্রিকের শাড়ির সঙ্গে আকর্ষণীয় সব ব্লাউজের আবেদনময়ী লুকে দেখা যাচ্ছে। আর এ তালিকায় জেন্ডায়া, বিয়ন্সের মতো আন্তর্জাতিক তারকা থেকে শুরু করে বলিউড সুইটহার্ট সুহানা, খুশি, তৃপ্তি, জাহ্নবীর মতো নবীন অভিনেত্রীরাও আছেন। আবার আমাদের দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যেমন আমাদের গৌরবময় জামদানিকে তুলে ধরছেন তেমনি ভারতের তারকা অভিনেত্রী রেখা এগিয়ে নিয়ে চলেছেন সেদেশের ঐতিহ্যবাহী সব শাড়িকে। সব মিলে আজ শাড়ি দিবসে গর্ব করে বলা যায়, শাড়িতে মজে আছে এই সময়ে সারা দুনিয়া। আর দাপটেই ফিরে এসেছে শাড়ির ফ্যাশন এখন নতুন করে। শাড়ির গল্পের ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/১১
দুনিয়া কাঁপানো রেনেসাঁ টুরে ফ্যাশন আইকন ও পপ কুইন বিয়ন্সে পরেছেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের  নিয়ন সবুজ শিফন ড্রেপের শাড়ি গাউন।
দুনিয়া কাঁপানো রেনেসাঁ টুরে ফ্যাশন আইকন ও পপ কুইন বিয়ন্সে পরেছেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের নিয়ন সবুজ শিফন ড্রেপের শাড়ি গাউন।
বিজ্ঞাপন
২/১১
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন   মডেল জিজি হাদিদ ভারতে এসে নামকরা ডিজাইনার জুটি আবু জানি- সন্দ্বীপ খোসলার চিকনকারি শাড়ি পরে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে.,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল জিজি হাদিদ ভারতে এসে নামকরা ডিজাইনার জুটি আবু জানি- সন্দ্বীপ খোসলার চিকনকারি শাড়ি পরে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে.,
বিজ্ঞাপন
৩/১১
এদিকে ২০২৩-এর মেট গালার আসরে সুপারমডেল নাওমি ক্যাম্পবেল শ্যানেল ওত কতুরের ক্ল্যাসিক ড্রেপিং দেওয়া হালকা গোলাপি স্যাটিনের শাড়ি গাউন পরেছিলেন।
এদিকে ২০২৩-এর মেট গালার আসরে সুপারমডেল নাওমি ক্যাম্পবেল শ্যানেল ওত কতুরের ক্ল্যাসিক ড্রেপিং দেওয়া হালকা গোলাপি স্যাটিনের শাড়ি গাউন পরেছিলেন।
৪/১১
বলিউডের জেনজি তারকারা মেতেছেন শাড়ির লুকে। ড্রেপিং আর ব্লাউজে তাঁরা অনেকটাই সাহসী আর ভ্রুক্ষেপহীন। শানায়া কাপুরের এই লুক তাই বলছে।
বলিউডের জেনজি তারকারা মেতেছেন শাড়ির লুকে। ড্রেপিং আর ব্লাউজে তাঁরা অনেকটাই সাহসী আর ভ্রুক্ষেপহীন। শানায়া কাপুরের এই লুক তাই বলছে।
৫/১১
বলিউডের শাড়ি কুইন শিল্পা শেঠি সুপার ট্রেন্ডি ডেনিম অন ডেনিমের পকেটওয়ালা ফিউশন শাড়িতে এসেছেন আলোচনায়।
বলিউডের শাড়ি কুইন শিল্পা শেঠি সুপার ট্রেন্ডি ডেনিম অন ডেনিমের পকেটওয়ালা ফিউশন শাড়িতে এসেছেন আলোচনায়।
৬/১১
ফিউশন শাড়ির জয়যাত্রা আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন থাই স্লিট দেওয়া শাড়ির লুকে বলিউড সুন্দরী  মানুষি ছিল্লার।
ফিউশন শাড়ির জয়যাত্রা আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন থাই স্লিট দেওয়া শাড়ির লুকে বলিউড সুন্দরী মানুষি ছিল্লার।
৭/১১
একেবারে ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায় দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির এই হেডপিস আর রোদচশমার মতো অনুষঙ্গ হলে।
একেবারে ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায় দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির এই হেডপিস আর রোদচশমার মতো অনুষঙ্গ হলে।
৮/১১
হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী  প্রিয়াঙ্কা চোপড়ার পরনের এই ৬৫ বছর আগের বেনারসি ব্রোকেড শাড়ি আপসাইকেল করে বানানো অমিত আগরওয়াল গাউনটি শাড়িপ্রাণিত গাউনের ক্ষেত্রে একটি মাইলস্টোন।
হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরনের এই ৬৫ বছর আগের বেনারসি ব্রোকেড শাড়ি আপসাইকেল করে বানানো অমিত আগরওয়াল গাউনটি শাড়িপ্রাণিত গাউনের ক্ষেত্রে একটি মাইলস্টোন।
৯/১১
তবে এত ফিউশন আর অভিনবত্বের মাঝে বলিউড ডিভা রেখা ঐতিহ্যবাহী শাড়ির ফ্যাশন ধরে রেখেছেন পরম নিষ্ঠায়।
তবে এত ফিউশন আর অভিনবত্বের মাঝে বলিউড ডিভা রেখা ঐতিহ্যবাহী শাড়ির ফ্যাশন ধরে রেখেছেন পরম নিষ্ঠায়।
১০/১১
আমাদের দেশের  আন্তর্জাতিকভাবে সুপরিচিত অভিনেত্রী জয়া আহসানের মতো অনুসরণীয় তারকাদের বিভিন্ন অনুষ্ঠানে সচেতনভাবে জামদানি বেছে নেওয়া নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে দেশি শাড়ির প্রতি আগ্রহী হতে।
আমাদের দেশের আন্তর্জাতিকভাবে সুপরিচিত অভিনেত্রী জয়া আহসানের মতো অনুসরণীয় তারকাদের বিভিন্ন অনুষ্ঠানে সচেতনভাবে জামদানি বেছে নেওয়া নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে দেশি শাড়ির প্রতি আগ্রহী হতে।
১১/১১
জনপ্রিয় মডেল শিরিন শিলার মতো নতুন প্রজন্মের ফ্যাশনিস্তারা এখন শাড়ি পরে পৌঁছে যাচ্ছেন পৃথিবীর সকল প্রান্তে, শাড়িকে উদযাপন করছেন প্রাণ ভরে।
জনপ্রিয় মডেল শিরিন শিলার মতো নতুন প্রজন্মের ফ্যাশনিস্তারা এখন শাড়ি পরে পৌঁছে যাচ্ছেন পৃথিবীর সকল প্রান্তে, শাড়িকে উদযাপন করছেন প্রাণ ভরে।
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৬: ৩০
বিজ্ঞাপন