যেভাবে বায়েজিদ তৈরি করলেন 'মিস গ্লোবাল বাংলাদেশ' আফলার ন্যাশনাল কস্টিউম
শেয়ার করুন
ফলো করুন

তরুণ ডিজাইনার ফারদিন বায়েজিদ। বিইউএফটি থেকে পড়াশোনা শেষ করে পরিবেশবান্ধব ফ্যাশন ব্র্যান্ড অরণ্যতে কাজ করেছেন ডিজাইনার হিসেবে। এখন নিজের উদ্যোগ স্টুডিও ভেলভেট-এ নিজের মতো করেই মেতে থাকেন নিত্যনতুন সৃজনে। ভালোবাসেন নিরীক্ষাধর্মী কাজ করতে। আর সে ধারাবাহিকতায়ই এবারের মিস গ্লোবাল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আফলা এমরানের জন্য নজরকাড়া একটি গাউন ডিজাইন করেছেন বায়েজিদ। গাউনটির সবচেয়ে বিশেষ দিক হচ্ছে এর থিম। আমাদের জাতীয় ফুল শাপলার থিমে তৈরি করা হয়েছে এই আউটফিট। মিস গ্লোবাল প্রতিযোগিতা ২০১৩ সাল থেকেই হয়ে আসছে। আর বর্তমান সময়ে আমরা পেজেন্ট্রির প্রতি আমাদের দেশে বেশ আগ্রহ জন্মাতে দেখছি সকলের মাঝে। মডেলিং করার অভিজ্ঞতা রয়েছে এমনিতে আফলা এমরানের। মিস গ্লোবাল বাংলাদেশ হওয়ার পর থেকেই তিনি মন দিয়ে প্রস্তুতি নিয়েছেন চুড়ান্ত প্রতিযোগিতার জন্য। আর সেখানে দীর্ঘাঙ্গী ও মিষ্টি মুখশ্রীর অধিকারী আফলা সকলের নজর কেড়েছেন র‍্যাম্পে।

বিশেষ করে ন্যাশনাল কস্টিউম রাউন্ডে শাপলার থিমের ফিউশন শাড়ি ঘরানার পোশাকটিতে তিনি সত্যিই দৃষ্টিনন্দন পরিবেশনা উপহার দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সেখানে তাঁর পারফর্ম্যান্সের ভিডিও প্রশংসিত হয়েছে বেশ। আর সেই সঙ্গে ফারদিন বায়েজিদের ডিজাইন করা কস্টিউমটিও এসেছে আলোচনায়। আর সেজন্যই এর ডিজাইন ডিটেইলস নিয়ে বায়েজিদের কাছে জানতে চাওয়া।

বিজ্ঞাপন

প্রথমেই এল থিমের প্রসঙ্গ। বায়েজিদ বললেন, তিনি আর আফলা দুইজনই চেয়েছিলেন আমাদের জাতীয় ফুল শাপলার থিম নিয়ে কিছু করতে। কারণ খুব বেশি কাজ আমরা দেখিনা, যেখানে শাপলা ফুলকেই হিরো করে একই আউটফিট ডিজাইন করা হয়। এই আইডিয়া থেকেই বায়েজিদ পোশাক পরিকল্পনা শুরু করেন। আফলা চেয়েছিলেন শাড়ির আমেজ থাকুক তাঁর ন্যাশনাল কস্টিউমে। সেভাবেই কাজ শুরু করেন ডিজাইনার বায়েজিদ। তাঁর চিন্তাও সেরকমই ছিল। শাপলার ভরপুর উদযাপন দেখা যাচ্ছে পুরো পোশাকে।

আসলে ফুলটিও কিন্তু তেমনই সুন্দর। শ্বেতশুভ্র পাপড়ি থরে থরে সাজানো আর তার সঙ্গে সবুজ ডাঁট আর চওড়া পাতায় চোখ জুড়ানো কন্ট্রাস্ট। গাউনটির নিচের অংশে বায়েজিদ অরগাঞ্জা আর রেশমের সমন্বয়ে ফ্লোউই এফেক্ট এনেছেন। তিনি বললেন, তাঁর চিন্তা এমন ছিল, যিনি পরবেন এটি, তিনি র‍্যাম্পে হাঁটলে মনে হয় যেন শাপলা ভাসছে জলে। আফলার হাঁটাটা যেন ফ্ল-লেস বা নিখুঁত হয়, সেভাবেই এর সিলোয়েট তৈরি করেছেন তিনি। ডিজিটাল থ্রি-ডি প্রিন্টের শাপলা আসলেই জীবন্ত দেখাচ্ছিল র‍্যাম্পে। আর সবচেয়ে জ্বলজ্বলে হয়ে ফুটে উঠেছে সত্যিকারের ফুলের আদলে ফেব্রিকের তৈরি শাপলাটি।

শাড়ির আঁচলের ড্রেপ এমনভাবে সেট করা হয়েছে যেন এটি আফলার কাঁধে সুন্দরভাবে বসে যায় এর সবটুকু সৌন্দর্য নিয়ে। আঁচলে কাটওয়ার্ক বেজড এমব্রয়ডারির মাধ্যমেও শাপলার ইল্যুশন আনা হয়েছে। নিচে ঢেউয়ের মতো করে ফ্রিল্ড সাদা ফেব্রিকের এক্সটেনশন। সব মিলে সবুজের হালকা শেডের বিভিন্ন রূপ আর শাপলার থিমে খুবই দৃষ্টিসুখকর হয়েছে মিস গ্লোবাল বাংলাদেশ আফলা এমরানের ন্যাশনাল কস্টিউম। বায়েজিদ বলছিলেন, বেশ কয়েকবার চেষ্টার পরে নিখুঁত আকৃতি দিতে পেরেছেন তিনি কাঁধের নজরকাড়া শাপলাটিকে।

আজ ১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় মিস বাংলাদেশ ইন ট্রেইনিং এর ফেসবুক গ্রুপের পেজে ( https://www.facebook.com/groups/590156518260943/ ) ফারদিন বায়েজিদ ও আফলা এমরান লাইভ-এ থাকবেন তাঁদের জার্নি নিয়ে কথা বলতে।

ছবি: স্টুডিও ভেলভেট

আলোকচিত্রী: কাওসার হামিদ মজুমদার

ক্রিয়েটিভ ডিরেক্টর: ফারদিন বায়েজিদ

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ০০
বিজ্ঞাপন