সাদা কাপড় সাদা রাখতে কার্যকর ৭টি টিপস
শেয়ার করুন
ফলো করুন

সাদা পোশাকের আবেদনই আলাদা। আরামদায়ক অনুভূতি আনতে শ্বেত–শুভ্র বসনের তুলনাই হয় না। আবার হালের ট্রেন্ডেও এখন সাদা পোশাকের জয়জয়কার চলছে। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই বিভিন্ন আকর্ষণীয় সাদা পোশাকে দেখা মিলছে তাঁদের। এই জল-কাদার দিনেও দেশি ফ্যাশন হাউস ও অনলাইন ফ্যাশন উদ্যোগগুলোর কালেকশনে সাদা পোশাকের প্রাধান্য লক্ষণীয়। এই বর্ষাকালেও যে গরম আবহাওয়া এখন, ঘুরতে গেলে বা এমনিতেও শ্বেত–শুভ্র পোশাকেই মিলছে স্বস্তি। কিন্তু এই জল–কাদার দিনে বেরিয়ে সাদা পোশাক সাদা রাখা সত্যিই দুষ্কর হয়ে পড়ে। হয়তো রাস্তায় কাদার ছিটা লেগে গেল।

জল-কাদার দিনেও দেশি ফ্যাশন হাউস ও অনলাইন ফ্যাশন উদ্যোগগুলোর কালেকশনে সাদা পোশাকের প্রাধান্য লক্ষণীয়
জল-কাদার দিনেও দেশি ফ্যাশন হাউস ও অনলাইন ফ্যাশন উদ্যোগগুলোর কালেকশনে সাদা পোশাকের প্রাধান্য লক্ষণীয়
মডেল: নাঈমা তাসনিম ছবি: সজল মল্লিক

রিকশা, পার্কের বেঞ্চ বা পুকুরপাড়ে সিঁড়িতে বসে ছবি তুলতে গিয়ে লেগে গেল দাগ। কিছু খেতে গিয়েও সস বা ঝোলের দাগ লেগে যেতে পারে সাদা কাপড়ে। এই সব দাগ দূর করা আর সাদা কাপড়ের যত্ন নেওয়ার বিষয়ে কিছু কার্যকর টিপস রইল এখানে।
সাদা কাপড় সাদা রাখতে হলে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমেই আসে দাগ দূর করার কথা। তারপর সাদা কাপড় ধোয়ার সঠিক নিয়মের বিষয়টি মনে রাখতে হবে। ওয়াশিং মেশিনের কার্যপদ্ধতি, ডিটারজেন্টের ব্যবহারের নির্দেশনা ইত্যাদি বোঝার বিষয় রয়েছে। আর শুধু সাদা কাপড় ধুয়ে রেখে দিলেই তা সাদা থাকবে না। বরঞ্চ তা রক্ষণাবেক্ষণ ও যত্নের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ এ ক্ষেত্রে। আবার এই দাগ দূর করা, ধোয়া ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো সাদা কাপড়ের ফেব্রিক, বুনন এমনকি পোশাকের কাট ও ধরনের ওপরও নির্ভর করতে পারে।

বিজ্ঞাপন

১. প্রসাধনী ব্যবহারে সাবধানতা

সাদা কাপড় ধোয়ার সঠিক নিয়মের বিষয়টি মনে রাখতে হবে
সাদা কাপড় ধোয়ার সঠিক নিয়মের বিষয়টি মনে রাখতে হবে
মডেল: নাঈমা তাসনিম ছবি: সজল মল্লিক

বের হওয়ার সময় আগে পোশাক পরে তারপর সাজগোজ করা অনেকেরই অভ্যাস। তবে ডিওডোরেন্ট, লোশন, সানস্ক্রিন, মেকআপ ও চুলের বিভিন্ন পণ্য সাদা কাপড়ের রঙ নষ্ট করতে পারে। তাই এসব প্রসাধনী ব্যবহার করে শুকিয়ে যাওয়ার পর পছন্দের সাদা জামাটি সাবধানে পরে নিতে হবে।

২. দাগ লাগলে দেরি না করে তা পরিষ্কার করা

দাগ দূর করা, ধোয়া ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো সাদা কাপড়ের ফেব্রিক, বুনন এমনকি পোশাকের কাট ও ধরনের ওপরও নির্ভর করতে পারে
দাগ দূর করা, ধোয়া ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো সাদা কাপড়ের ফেব্রিক, বুনন এমনকি পোশাকের কাট ও ধরনের ওপরও নির্ভর করতে পারে
মডেল: নাঈমা তাসনিম ছবি: সজল মল্লিক

এ কথা তো বলাই বাহুল্য, দাগ লাগার সঙ্গে সঙ্গে তা দূর করার ব্যবস্থা নিলে ভালো। এতে দাগ বসে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রথমে দাগ অনুযায়ী পদক্ষেপ নিয়ে তারপর পুরো পোশাকটি পারলে পরিষ্কার করে নিতে হবে। দাগ হালকা হলে কিছু ঘরোয়া উপায়েই দূর করা যায় তা। লেবু ও বেকিং সোডা দিয়ে কাপড়কে আরও সাদা করা যায় কোনো ক্ষতি ছাড়াই।

বিজ্ঞাপন

৩. কলার, হাতা ও কাপড়ের ভাঁজ করা প্রান্তে বিশেষ মনোযোগ

দাগ অনুযায়ী পদক্ষেপ নিয়ে তারপর পুরো পোশাকটি পারলে পরিষ্কার করে নিতে হবে
দাগ অনুযায়ী পদক্ষেপ নিয়ে তারপর পুরো পোশাকটি পারলে পরিষ্কার করে নিতে হবে
মডেল: নাঈমা তাসনিম ছবি: সজল মল্লিক

নিত্যদিনকার দৌড়ঝাঁপে জামার কলার, হাতা ও ভাঁজ করা প্রান্তগুলোতে বেশি চাপ পড়ে। রাস্তার ধুলাবালু আর ঘামে জামার এসব অংশে বেশি ও তুলনামূলকভাবে দ্রুত ময়লা হয়। আর জামার রং সাদা হলে এসব দাগ আরও বেশি দেখা যায়। তাই কাপড় ধোয়ার সময় অবশ্যই এসব অংশের দিকে বেশি মনোযোগ দিতে হবে।

৪. রঙিন কাপড় থেকে আলাদা রাখা

সাদা কাপড়ে খুব সহজেই অন্য কাপড় থেকে দাগ লেগে যায়। রঙিন কাপড় আর সাদা কাপড় একসঙ্গে রাখা যাবে না। আবার রং উঠতে পারে, এমন কাপড়ের সঙ্গে সাদা কাপড় পরা উচিত নয়। ঘাম হলে কাপড় ভিজে যায়, আর রঙিন কাপড় থেকে সাদা কাপড়ে দাগ লাগে। তা ছাড়া কাপড় ধোয়ার সময়ও এ ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সাদা কাপড় অন্যান্য কাপড় থেকে আলাদা করে ভেজাতে ও ধুতে হবে।

৫. অতিরিক্ত লন্ড্রি পণ্য ব্যবহার না করা

সাদা কাপড় সাদা রাখতে হলে মেনে চলতে হবে কয়েকটি বিষয়
সাদা কাপড় সাদা রাখতে হলে মেনে চলতে হবে কয়েকটি বিষয়
মডেল: নাঈমা তাসনিম ছবি: সজল মল্লিক

অনেকেরই ধারণা, বেশি ডিটারজেন্ট দিলে কাপড় বেশি পরিষ্কার হবে। কিন্তু ঘটনা আসলে বিপরীত। ডিটারজেন্টে কাপড়কে নরম ও আরও সাদা করতে যেসব ব্লিচ ব্যবহার করা হয়, সেগুলোর অতিরিক্ত ব্যবহারে সাদা কাপড় তার উজ্জ্বলতা হারিয়ে হয়ে পড়ে মলিন।

৬ . ক্লোরিন ব্লিচ এড়িয়ে চলা

সাদা কাপড়ে দাগ পড়লে ক্লোরিন ব্লিচ দিয়ে দাগ তোলার প্রচলিত প্রথা অনুসরণ করা হয়। কিন্তু সানস্ক্রিন বা মানুষের শরীরে থেকে যেসব দাগ সৃষ্টি হয়, সেগুলো ব্লিচ করলে কাপড়ের দাগ দূর না হয়ে বরং তাকে আরও গাঢ় করে। তা ছাড়া ব্লিচ কাপড়ের তন্তুর জন্যও ক্ষতিকর।

৭. সঠিকভাবে ধোয়া ও সংরক্ষণ করা

বর্ষাকালেও যে গরম আবহাওয়া এখন, ঘুরতে গেলে বা এমনিতেও শ্বেত–শুভ্র পোশাকেই মিলছে স্বস্তি
বর্ষাকালেও যে গরম আবহাওয়া এখন, ঘুরতে গেলে বা এমনিতেও শ্বেত–শুভ্র পোশাকেই মিলছে স্বস্তি
মডেল: নাঈমা তাসনিম ছবি: সজল মল্লিক

মানুষের শরীরের ঘাম, ত্বক, সেবাম আর অবশ্যই রাস্তাঘাট ও বাতাসের ধুলাবালু থেকে সাদা কাপড় দ্রুত ময়লা হয়, দাগ পড়ে। তাই সাদা কাপড় ব্যবহারের পরই উচিত ধুয়ে রাখা। ধোয়ার সময় কম লন্ড্রি পণ্য ব্যবহার করতে হবে। আলতোভাবে শুধু পানি দিয়েই বেশ কয়েকবার ধুয়ে নিলে কাপড়ের তন্তুগুলো ভালো থাকে দীর্ঘদিন। কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে কেমিক্যালের ব্যবহার কমিয়ে সূর্যের আলোতে শুকাতে হবে। সূর্যের আলো প্রাকৃতিক হোয়াইটেনার হিসেবে কাজ করে। সংরক্ষণের বেলায়ও রঙিন কাপড় থেকে সাদা কাপড় আলাদা রাখতে হবে।

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন