মিস্টার ও মিস সেলিব্রিটি বাংলাদেশ-এর খেতাব অর্জন করলেন স্বাধীন ও প্রোমা
শেয়ার করুন
ফলো করুন

এবারের মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি বাংলাদেশের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে আলোকি কনভেনশন সেন্টারে ২৬ অক্টবর শুরু হওয়া আর্কা ফ্যাশন উইক-এর অংশ হিসেবে। উল্লেখ্য, মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এটি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, যেখানে মানুষ জানবে প্রতিযোগিতা যেকোনো সীমানাকে অতিক্রম করতে পারে।

Prottoy Ahmed

সুন্দরী প্রতিযোগিতা যে শুধুই রাজা-রানি হওয়ার প্রয়াস নয়, বরং তার চেয়েও বেশি কিছু, পুরো জাতিকে এই অনুপ্রেরণা দেওয়ার জন্য কাজ করছে প্ল্যাটফর্মটি। এর সঙ্গে নিজেদের ক্ষমতায়ন, নিজেদের জ্ঞানকে আরও বিকশিত করার অনুপ্রেরণা মিলবে এই প্রতিযোগিতার পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে।

বিজ্ঞাপন

আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) বিউটি প্যাজেন্ট ও মডেলিং কম্পিটিশনের জন্য একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। বাংলাদেশে ছাড়াও এএমটিসি আরও তিন দেশ- ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ইভেন্ট ডিরেক্টর। বাংলাদেশের স্বনামখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আজরা মাহমুদ নিজেই আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী।

Prottoy Ahmed

এই ক্যাম্প মডেলদের অভিজ্ঞতা আর জ্ঞানকে আরও বিকশিত করার জন্য কাজ করে যাচ্ছে। এর সঙ্গে উচ্চাকাঙ্ক্ষী মডেলদের বিশ্বমানের উপযোগী করে গড়ে তুলে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন তাঁরা। আর কাজ করে যাচ্ছেন প্রত্যেক নারী-পুরুষের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরের জন্য।
বিশ্বের সামনে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে আজকের এই আয়োজন বলে জানিয়েছেন আজরা মাহমুদ।

বিজ্ঞাপন

২৬ অক্টোবর, ২০২৩ -এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ছয়জন বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য। তাঁরা হলেন:

মেহরিন মাহবুব- ফ্যাশন আইকন এবং সংগীতশিল্পী

শেখ সাইফুর রহমান- কনটেন্ট কনসালট্যান্ট, হাল ফ্যাশন, প্রথম আলো, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইনসাইডার, হেরিটেজ টেক্সটাইল এক্সপার্ট

Prottoy Ahmed

আফরোজা পারভীন- হেড অব অপারেশন, রেড বাই আফরোজা পারভীন

আসাদ সাত্তার- ফাউন্ডার, আর্কা স্টুডিও, ডিরেক্টর, উটাহ গ্রুপ, আলোকি

নিবিড় আদনান নাহীদ- মডেল ও ইনফ্লুয়েন্সার

তানজিয়া জামান মিথিলা- মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০, মডেল ও অভিনয়শিল্পী

এই বছর প্রতিযোগিতায় ১৬ জন অংশ নিয়েছেন—৮ জন নারী ও ৮ জন পুরুষ।
গ্র্যান্ড ফিনালেতে মোট তিন রাউন্ডে অনুষ্ঠিত হয়। তিনটি রাউন্ড শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মূল বিজয়ীদের ঘোষণা করার আগে কয়েকটি আলাদা বিভাগে পুরস্কার দেওয়া হয়।

Prottoy Ahmed
Prottoy Ahmed

এখানে বেস্ট হেয়ার হয়েছেন ইশরাত জাহান পান্না। বেস্ট স্কিন খেতাব পেয়েছেন ভাষা জাহাঙ্গীর, বেস্ট স্মাইল হয়েছেন সিরাজুস সালেকিন শুভ এবং বেস্ট পারসোনালিটি হয়েছেন রাফসান জানি। এবার মিস ও মিস্টার সেলিব্রিটি বাংলাদেশের নারী বিভাগে প্রথম রানারআপ হয়েছেন ভাষা জাহাঙ্গীর এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন তাহমিনা আঞ্জুম ইলা।

আকাঙ্ক্ষিত মিস সেলিব্রিটি বাংলাদেশের খেতাব অর্জন করেন সাজরিয়া তাবাসসুম প্রোমা। পুরুষ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন সিরাজুস সালেকিন শুভ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন রাফসান জানি।

Prottoy Ahmed
Prottoy Ahmed

রাজিউল ইসলাম স্বাধীন হয়েছেন এবারের মিস্টার সেলিব্রিটি বাংলাদেশ। বিজয়ীদের মাথায় মুকুট তুলে দেন গতবারের বিজয়ী ইফা তাবাসসুম ও রনি ইমরান। ২০২৪ সালের মে মাসে ভিয়েতনামে অনুষ্ঠেয় মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাজরিয়া তাবাসসুম প্রোমা ও রাজিউল ইসলাম স্বাধীন।

ছবি: শেখ সাইফুর রহমান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ২০: ২১
বিজ্ঞাপন