২০১৪ সালে স্ট্রিট ফ্যাশন কালচার নিয়ে বাংলাদেশের ফ্যাশনজগতে যাত্রা শুরু করে রাইজ।
তখন তাদের কাজ সীমাবদ্ধ ছিল কেবল আইডিয়া ও মার্কেট রিসার্চের মধ্যে। এর তিন বছর পর ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির প্রথম শোরুমের উদ্বোধন হয়। মাত্র কয়েক বছরে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হয়েছে।
আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনে ব্র্যান্ডটি রেখে চলেছে নিজস্বতার ছাপ। আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড ও ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে তারা প্রতি মৌসুম ও উৎসব উপলক্ষে নতুন সংগ্রহ নিয়ে আসে। এই শীত উপলক্ষেও একটি বিশাল কালেকশন হাজির করেছে রাইজ।
নতুন এই সংগ্রহে আছে ছেলে ও মেয়েদের বোম্বার জ্যাকেট, ভার্সিটি জ্যাকেট, প্রিন্টেড কোট, প্রিন্টেড সোয়েটার, হুডি, টুপি, মাফলার, ভেস্ট, জগার, নিটেড ক্রপড টপ ও সোয়েট প্যান্ট সেট।
নতুন সংগ্রহ নিয়ে রাইজের সেলস অপারেশন ও ব্র্যান্ডিংয়ের সহকারী ব্যবস্থাপক আরেফিন হক বলেন, ‘শীতের মাঝামাঝি নানা ধরনের জ্যাকেট, ডেনিম, সোয়েটশার্ট, কার্ডিগান ও লেয়ারিংয়ের ফ্যাশন চলে। শেষ দিকে ভারী জ্যাকেট, কোট, ব্লেজার, সোয়েটার ও উইন্টার অ্যাকসেসরিজের ব্যবহার বেড়ে যায়। এ বছরও আমরা ক্রেতাদের মধ্যে উইন্টার শপিংয়ের চাহিদা লক্ষ করেছি। তাঁরা নতুন নতুন স্টাইল চাইছেন, আমাদের নতুন ডিজাইনগুলোর প্রশংসা করছেন।’
রাইজের নতুন সংগ্রহ পাওয়া যাচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে ব্র্যান্ডটির ২৪টি আউটলেট ও এর অফিশিয়াল ওয়েবসাইটে।
ছবি: রাইজ