দিওয়ালি বলি আর দীপাবলি, কালীপূজার এই সময়টাই বলিউডের সবচেয়ে বড় উৎসবের সময়। বি-টাউনের তারকাদের সাজপোশাক এমনিতেই সকলের আগ্রহের তুঙ্গে থাকে সারা বছর। কিন্তু দীপাবলি এলেই এই ঝলমলে তারকাখচিত নগরীতে যেন চাঁদের হাট বসে। এক্সক্লুসিভ সব ডিজাইনার পোশাকে প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য অধীর হয়ে থাকেন তাঁদের ভক্ত ও অনুসারীরা। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তারকারাও তাঁদের চোখ ধাঁধানো সব সাজপোশাকের আরাধ্য ছবি ভাগ করে নেন সকলের সঙ্গে। আর এসময় বলিউড পাড়ায় পার্টি তো লেগেই থাকে। আর সে পার্টিও যে সে পার্টি নয়। এবার যেমন তারকা ডিজাইনার মনীশ মালহোত্রা আর নবাবনন্দিনী অভিনেত্রী সারা আলী খানের দিওয়ালি পার্টিতে বলিউড সুন্দরীরা উপস্থিত হয়েছেন অপরূপ সুন্দর সাজে৷ আর এই উৎসবে ঐতিহ্য মেনে শাড়ি বা লেহেঙ্গা পরতেই বেশি পছন্দ করেন তাঁরা,সবাই। এবারের দিওয়ালিতে যেন বেশির ভাগ বলিউড সুন্দরী বেছে নিয়েছেন ঝলমলে শাড়ির লুক। কিন্তু এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে শাড়ির ড্রেপিং। বলিউডের আবেদনময়ী তারকাদের খোলামেলা শাড়ির ড্রেপিংয়ে এই নভেম্বর মাসেও বি-টাউনের তাপমাত্রা এখন সত্যিই বাড়তির দিকে৷ এবারে এই তারকাদের চোখ ধাঁধানো শাড়ির লুকগুলো দেখে নেওয়া যাক।
সোনম কাপুর
মানুষি ছিল্লার
কৃতি শ্যানন
ভুমি পেড়নেকর
পূজা হেগড়ে
দিশা পাটানি
আলায়া এফ
তামান্না ভাটিয়া
হুমা কুরেশি
ছবি: ইন্সটাগ্রাম