বিশ্বসেরা গরুর মাংস উৎপাদন করতে চলেছেন জাকারবার্গ, খাওয়াচ্ছেন ড্রাই ফ্রুটস আর বিয়ার
শেয়ার করুন
ফলো করুন

আমাদের চলতি বাংলায় বলে, বড়লোকের খেয়াল। আবার মেটার কর্ণধার, বিলিওনিয়ার মার্ক জাকারবার্গ এমনিতেও প্রায়ই নানা ধরণের অভিনব কাজকারবার করে তাক লাগিয়ে দেন সবাইকে। আর এই সৃজনশীল উদ্যোক্তার সাম্প্রতিকতম উদ্যোগ হচ্ছে উৎকৃষ্ট গরুর মাংস উৎপাদন।

জাকারবার্গ নিজেই জানিয়েছেন, এই গরুগুলো হাওয়াইয়ের এক দ্বীপে পালন করা হচ্ছে। ম্যাকাডেমিয়া বাদামের মতো দামী খাবার খাওয়ানো হচ্ছে তাদের। আর সেইসঙ্গে দেওয়া হচ্ছে বিয়ার।

বিজ্ঞাপন

টেক জায়ান্ট আর ধনকুবের জাকারবার্গ মেটার প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে মানুষের মন তিনি ভালোই বোঝেন। আবার স্বভাবগত ভাবেই সৃজনশীল আইডিয়ার খনি তিনি। নিজেও অনেক নতুন কিছু করেন তিনি।

তবে সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই গরু পালা শুরু করলেন। আর উদ্দেশ্য পৃথিবীর উৎকৃষ্টতম মাংস উৎপাদন। আর হাওয়াইয়ের কুয়াই দ্বীপের অর্ধেকের মালিক জাকারবার্গ সেখানেই গড়ে তুলেছেন এই বিলাসবহুল গরুর খামার।

ছবি: জাকারবার্গের ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১০: ১৭
বিজ্ঞাপন