এবারের পূজার সাজ মিমের কাছে একেবারেই নতুন। এমন করে কোনো পূজায়ই সাজা হয়নি তাঁর। তাঁর নতুন সাজের অনুষঙ্গ শাঁখা, সিঁদুর, জামদানি আর আলতা। সব মিলিয়ে মিমের সাজ পরিপূর্ণ স্নিগ্ধতায়।
মিমের জামদানিপ্রীতির কথা অজানা নয় কারোরই। তিনি জানান, ‘প্রতিবারই পূজায় অন্তত এক দিন জামদানি শাড়ি পরতে পছন্দ করি। আর সাদা জামদানির চেয়ে অভিজাত আর কী হতে পারে!’
সাদা রঙের এই জামদানি মিম কিনেছেন অনলাইন পেজ নাইয়োরি-জামদানি থেকে।
ধবধবে সাদা একরঙা জামদানির সঙ্গে লাল রঙের ব্লাউজে আটকে যায় নজর। ডিপ নেক কাটিং ব্লাউজের পেছনের অংশে ফুটিয়ে তোলা হয়েছে দেবীর মুখাবয়ব।
লাল, নীল, ফিরোজা, সাদা, সোনালি পাথর ও পুঁথি দিয়ে নকশা করা হয়েছে ব্লাউজটি। দেবীর মুখাবয়ব করা হয়েছে রং–তুলির সাহায্যে। ব্লাউজের গলা ও হাতের বর্ডারেও রয়েছে জমকালো কাজ। আর সাদা শামুকের ভ্যালু এডিশন ব্লাউজটিকে করেছে অনন্য।
জমকালো ব্লাউজটি ডিজাইন করেছে ওয়াহিদা’স নান্দনিক কালেকশন। ছিমছাম সাদা শাড়ির সঙ্গে মিমের সাজ খুবই পরিমিত, কিন্তু গয়না পরতে তিনি রাখেননি কোনো কমতি।
কানে ঝুমকা, গলায় ঐতিহ্যবাহী নকশার চোকার, হাতে শাঁখা-পলার সঙ্গে সোনার চুড়িতে মিমের পূজার সাজ পেয়েছে আলাদা মাত্রা। সিঁথিতে সিঁদুর আর হাতে আলতার সাজ মিমের জন্য একেবারেই নতুন ও অন্য রকম অনুভূতি।
ছবি: ফওজিয়া জাহান