মাল্টিমিলিয়ন ডলারের বাড়ি পুড়ল যেসব তারকার
শেয়ার করুন
ফলো করুন

প্রকৃতির শক্তির কাছে হার মানতে হয় সবাইকে। প্রাকৃতিক দুর্যোগ কাউকে বলে কয়ে আসে না। ছবির এই বিখ্যাত হলিউড তারকাদের হাস্যোজ্জ্বল অভিব্যক্তি এখন শুধুই অতীত। ঘর পুড়ে যাওয়ার বেদনায় মুহ্যমান তাঁরা। মাল্টিমিলিয়ন ডলারে কেনা বা বানানো তাঁদের আলিশান আর বিলাসবহুল বাড়িগুলো লাইভ টিভিতে নিজেরাই পুড়তে দেখছেন তাঁরা অসহায়ভাবে। স্মরণকালের বিধ্বংসী এই দাবানল ছাড়েনি কাউকেই। যাকেই সামনে পেয়েছে ধ্বংস করেছে। প্রাণ নিয়ে পালিয়ে আসা এই তারকারা পরিস্থিতির ভয়াবহতায় স্বাভাবিক হতে পারছেন না। ক্যান্সেল করা হয়েছে সমস্ত আন্তর্জাতিক হলিউড ইভেন্ট। এই তালিকায় কে কে আছেন চলুন এক নজরে দেখে নিই।

প্যারিস হিলটন

১/১১
নিজের মালিবু হোম পুড়ে ছাই হতে দেখে খুব ভেঙে পড়েছেন এই বহুমুখী প্রতিভার অধিকারিনী তারকা
নিজের মালিবু হোম পুড়ে ছাই হতে দেখে খুব ভেঙে পড়েছেন এই বহুমুখী প্রতিভার অধিকারিনী তারকা
বিজ্ঞাপন

জেনিফার লাভ হিউইট

২/১১
এই অভিনেত্রীর বারিও পুড়েছে। তিনি সবার কাছে প্রার্থনার আর্জি জানিয়েছেন তাঁদের পুরো পরিবারের জন্য
এই অভিনেত্রীর বারিও পুড়েছে। তিনি সবার কাছে প্রার্থনার আর্জি জানিয়েছেন তাঁদের পুরো পরিবারের জন্য
বিজ্ঞাপন

জেফ ব্রিজেস

৩/১১
মালিবুতে অবস্থিত স্মৃতিবিজড়িত পারিবারিক বাড়ি পুড়ে গিয়েছে এই টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতার
মালিবুতে অবস্থিত স্মৃতিবিজড়িত পারিবারিক বাড়ি পুড়ে গিয়েছে এই টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতার

মাইলস টেলার

৪/১১
টপ গান সিনেমা দিয়ে হার্টথ্রব বনে যাওয়া এই তারকার এক বছর আগে কেনা ড্রিম হোম ছাই হয়ে গেল
টপ গান সিনেমা দিয়ে হার্টথ্রব বনে যাওয়া এই তারকার এক বছর আগে কেনা ড্রিম হোম ছাই হয়ে গেল

বিলি ক্রিস্টাল

৫/১১
মার্কিন কৌতুকাভিনেতা বিলির হাসিটি আবার কবে দেখা যাবে কেউ জানে না। তাঁর বাড়িও পুড়েছে এই আগুনে
মার্কিন কৌতুকাভিনেতা বিলির হাসিটি আবার কবে দেখা যাবে কেউ জানে না। তাঁর বাড়িও পুড়েছে এই আগুনে

স্পেন্সার প্র্যাট

৬/১১
প্রিয় সন্তানের জন্য যত্নে তৈরি করা ঘরটির পুড়তে থাকা ভিডিও শেয়ার করে শোক প[রকাশ করেছেন এই রিয়েলিটি টিভি তারকা
প্রিয় সন্তানের জন্য যত্নে তৈরি করা ঘরটির পুড়তে থাকা ভিডিও শেয়ার করে শোক প[রকাশ করেছেন এই রিয়েলিটি টিভি তারকা

ইউজিন লেভি

৭/১১
কানাডিয়ান অভিনেতা ইউজিন লেভির ৩.৯ মিলিয়নের বাড়ি পুড়ে গিয়েছে দাবানলে
কানাডিয়ান অভিনেতা ইউজিন লেভির ৩.৯ মিলিয়নের বাড়ি পুড়ে গিয়েছে দাবানলে

অ্যাডাম ব্রডি

৮/১১
সাড়ে ৬ মিলিয়নের বাড়ি হারিয়ে ভীষণ আপসেট এখন মার্কিন এই অভিনেতা
সাড়ে ৬ মিলিয়নের বাড়ি হারিয়ে ভীষণ আপসেট এখন মার্কিন এই অভিনেতা

অ্যানা ফারিস

৯/১১
পরিবার নিয়ে পালিয়ে বেঁচেছেন স্কেয়ারি মুভির অ্যানা। এরপর পুড়ে গিয়েছে তাঁর ৬ মিলিয়নের বাড়ি
পরিবার নিয়ে পালিয়ে বেঁচেছেন স্কেয়ারি মুভির অ্যানা। এরপর পুড়ে গিয়েছে তাঁর ৬ মিলিয়নের বাড়ি

অ্যান্থনি হপকিন্স

১০/১১
এই কিংবদন্তি অভিনেতার বাড়িও রক্ষা পায় নি বিধ্বংসী আগুন থেকে
এই কিংবদন্তি অভিনেতার বাড়িও রক্ষা পায় নি বিধ্বংসী আগুন থেকে

ম্যান্ডি মুর

১১/১১
এই ছবিটি এখন শুধুই স্মৃতি। কান্না চেপে রাখতে পারেন নি এই অভিনেত্রী নিজের বাড়ির পুড়ে যাওয়ার কথা বলতে বলতে
এই ছবিটি এখন শুধুই স্মৃতি। কান্না চেপে রাখতে পারেন নি এই অভিনেত্রী নিজের বাড়ির পুড়ে যাওয়ার কথা বলতে বলতে

ছবি: উইকিপিডিয়া ও ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৫: ০৪
বিজ্ঞাপন