প্রকৃতির শক্তির কাছে হার মানতে হয় সবাইকে। প্রাকৃতিক দুর্যোগ কাউকে বলে কয়ে আসে না। ছবির এই বিখ্যাত হলিউড তারকাদের হাস্যোজ্জ্বল অভিব্যক্তি এখন শুধুই অতীত। ঘর পুড়ে যাওয়ার বেদনায় মুহ্যমান তাঁরা। মাল্টিমিলিয়ন ডলারে কেনা বা বানানো তাঁদের আলিশান আর বিলাসবহুল বাড়িগুলো লাইভ টিভিতে নিজেরাই পুড়তে দেখছেন তাঁরা অসহায়ভাবে। স্মরণকালের বিধ্বংসী এই দাবানল ছাড়েনি কাউকেই। যাকেই সামনে পেয়েছে ধ্বংস করেছে। প্রাণ নিয়ে পালিয়ে আসা এই তারকারা পরিস্থিতির ভয়াবহতায় স্বাভাবিক হতে পারছেন না। ক্যান্সেল করা হয়েছে সমস্ত আন্তর্জাতিক হলিউড ইভেন্ট। এই তালিকায় কে কে আছেন চলুন এক নজরে দেখে নিই।
ছবি: উইকিপিডিয়া ও ইন্সটাগ্রাম