এ বছর যেসব দেশে ঘুরে বেড়ালেন প্রিয় তারকারা
শেয়ার করুন
ফলো করুন

তারকাদের সারা বছরই কাটে ব্যস্ত রুটিনে। কাজের ভারে হাঁপিয়ে উঠলে বিভিন্ন দেশে অবকাশযাপনে যান একান্ত সময় কাটাতে। তবে এসময়ও যেন স্পটলাইট তাদের ওপরেই থাকে। ভক্তরা উদগ্রীব থাকেন প্রিয় তারকার দেশ বিদেশ ঘুরে বেড়ানোর এক ঝলক পেতে। আর আজকাল তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজেদের ছুটি কাটানোর সুন্দর মুহূর্ত আর মনোরম বা ঐতিহাসিক সব স্থানের ছবি শেয়ার করেন ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। এ বছর ২০২৩ সাল জুড়ে আমাদের দেশের জনপ্রিয় তারকারা অনেকেই বিভিন্ন দেশের চমৎকার সব জায়গায় বেড়াতে গেছেন। চলুন তাঁদের সঙ্গে আমরাও ঘুরে দেখে আসি সেসব পর্যটনস্থল। ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

বিজ্ঞাপন
১/৯
অভিনেত্রী তাসনিয়া ফারিণ মরক্কোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন চোখ জুড়ানো ফুলেল শাড়িতে।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ মরক্কোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন চোখ জুড়ানো ফুলেল শাড়িতে।
বিজ্ঞাপন
২/৯
অভিনেত্রী ও মডেল মুমতাহিনা টয়া চীনদেশে গিয়ে চীনা সাজেই সেজেছেন।
অভিনেত্রী ও মডেল মুমতাহিনা টয়া চীনদেশে গিয়ে চীনা সাজেই সেজেছেন।
৩/৯
বাহামস দ্বীপের সমুদ্র আর ঝলমলে সুর্যালোকে উজ্জ্বল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
বাহামস দ্বীপের সমুদ্র আর ঝলমলে সুর্যালোকে উজ্জ্বল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
৪/৯
কিউট লুকে মেক্সিকোর সমুদ্র সৈকতে অভিনেত্রী তানজিন তিশা।
কিউট লুকে মেক্সিকোর সমুদ্র সৈকতে অভিনেত্রী তানজিন তিশা।
৫/৯
পিরামিডের সামনে  অভিনেত্রী সাবিলা নুরের মিশর ভ্রমণের ছবিটি সবাই পছন্দ করেছেন বেশ।
পিরামিডের সামনে অভিনেত্রী সাবিলা নুরের মিশর ভ্রমণের ছবিটি সবাই পছন্দ করেছেন বেশ।
৬/৯
নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ঘুরে বেড়িয়েছেন ফি ফি আইল্যান্ডে।
নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ঘুরে বেড়িয়েছেন ফি ফি আইল্যান্ডে।
৭/৯
ফ্যাশনিস্তা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ভারতের গোয়ার সমুদ্রপাড়ে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জানা দিচ্ছেন নিটেড ব্রালেট আর শর্ট ডেনিম প্যান্টে।
ফ্যাশনিস্তা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ভারতের গোয়ার সমুদ্রপাড়ে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জানা দিচ্ছেন নিটেড ব্রালেট আর শর্ট ডেনিম প্যান্টে।
৮/৯
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়ার অন্যরকম লুক।
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়ার অন্যরকম লুক।
৯/৯
কাজের ফাঁকে ভারতের কোলকাতাতে দেশের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের একটুখানি অবসর।
কাজের ফাঁকে ভারতের কোলকাতাতে দেশের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের একটুখানি অবসর।
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫: ১০
বিজ্ঞাপন