তারকাদের সারা বছরই কাটে ব্যস্ত রুটিনে। কাজের ভারে হাঁপিয়ে উঠলে বিভিন্ন দেশে অবকাশযাপনে যান একান্ত সময় কাটাতে। তবে এসময়ও যেন স্পটলাইট তাদের ওপরেই থাকে। ভক্তরা উদগ্রীব থাকেন প্রিয় তারকার দেশ বিদেশ ঘুরে বেড়ানোর এক ঝলক পেতে। আর আজকাল তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজেদের ছুটি কাটানোর সুন্দর মুহূর্ত আর মনোরম বা ঐতিহাসিক সব স্থানের ছবি শেয়ার করেন ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। এ বছর ২০২৩ সাল জুড়ে আমাদের দেশের জনপ্রিয় তারকারা অনেকেই বিভিন্ন দেশের চমৎকার সব জায়গায় বেড়াতে গেছেন। চলুন তাঁদের সঙ্গে আমরাও ঘুরে দেখে আসি সেসব পর্যটনস্থল। ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।