গাজার প্রতি সহায়তার হাত বাড়ালেন দুই তারকা বন্ধু টেইলর সুইফট-সেলেনা গোমেজ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

বর্তমানে তরুণ প্রজন্মের জন্য রোলমডেল হয়ে উঠেছেন টেইলর সুইফট আর সেলেনা গোমেজের মতো তারকারা। ফিলিস্তিনের গাজায় যে মানবিক বিপর্যয় ঘটে চলেছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া আর গাজার প্রতি সহায়তার হাত বাড়ানোর আহবান জানিয়ে আসছিলেন টেইলর-সেলেনার ভক্ত ও অনুসারীরা বেশ কিছুদিন ধরেই। আর সে কাজটিই সঙ্গে আরও বন্ধুদেরকে নিয়ে করেছেন এই দুই তারকা বন্ধু।

তাঁরা সকলে মিলে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত রেমি ইউসুফের কমেডি ক্লাবে গিয়ে  ফিলিস্তিনের প্রতি সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর প্রতি সমর্থন জানান। টেইলর সুইফট, সেলেনা গোমেজ আর কারা ডেলেভিন ঘুরতে বেরিয়েছিলেন। এ রাতে তাঁদের তিনজনকে রেমি ইউসুফের কমেডি ক্লাব থেকে বেরোতে দেখা যায়।

তাঁদের আরও দুইজন তারকা বন্ধু আনইয়া টেইলর আর জো ক্রাভিটজও তাঁদের সঙ্গে যোগ দেন। এ নিয়ে এখন চলছে আলোচনা ও বিতর্কের ঝড়। কারণ রেমির ইন্সটাগ্রামে স্পষ্ট লেখা আছে তাঁদের ক্লাবের সকল কর্মকান্ড থেকে প্রাপ্ত অর্থ গাজার ত্রাণকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সংস্থা 'আনেরা'তে যায়। 

বিজ্ঞাপন

এদিকে, সেলেনা গোমেজ আগে থেকেই গাজায় সহিংসতা নিয়ে কথা বলেছেন। এক্স-এ বার্তাও দিয়েছেন এ নিয়ে।

এমনকী জেনিফার লোপেজ, ডুয়া লিপাসহ আরও অনেকের তারকার সঙ্গে মিলে সেলেনা গোমেজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের কাছে খোলা চিঠিও লিখেছেন।

বিজ্ঞাপন

মার্কিন অনলাইন সংবাদপত্র পেইজ সিক্সের বরাত দিয়ে অনেক জায়গায় বলা হচ্ছে, ডিসেম্বরের ৮ তারিখে সন্ধ্যায় ঘুরতে বের হন টেইলর সুইফট, সেলেনা গোমেজ, কারা ডেলেভিন, আনইয়া টেইলর আর জো ক্রাভিটজ। তাঁরা রেমি ইউসুফের ক্লাবে একটি অপেরা বক্সে বসে শোয়ের পারফরম্যান্স উপভোগ করেন। টেইলর সুইফট তাঁর সহজাত মিষ্টি ব্যবহারে মুগ্ধ করে ব্যাকস্টেজ আর নিরাপত্তার দায়িত্বে থাকা স্টাফদের।

বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের তোলা নানা ছবিতে দেখা যায় টেইলর বেশ আরামদায়ক এক ফো ফারের লাইনিং আর কলার দেওয়া জ্যাকেট পরেছেন। সঙ্গে চেকের মিনিস্কার্ট আর কালো স্টকিংস৷ পায়ের মেরুন লম্বা বুট নজর কাড়ছে। হাতে বাদামি চামড়ার ব্যাগ। সেলেনা গোমেজ এসেছেন আরও একটু জমকালো পোশাকে। কালো টপের সঙ্গে সোনালি সাপের চামড়ার ডিজাইনের ম্যাচিং ওভারকোট আর মিনি স্কার্ট। লম্বা কালো বুট সঙ্গে। আনইয়া আর কারা পরেছেন লম্বা বেইজ আর কালচে ধূসর ওভারকোট।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১৬: ২৬
বিজ্ঞাপন