টেইলর সুইফটকে নিয়ে প্রামাণ্যচিত্র আসছে এবার বড় পর্দায়
শেয়ার করুন
ফলো করুন

এই বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে বিশ্বখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’। চলবে আগামী বছরের ২৪ নভেম্বর পর্যন্ত। ঐতিহাসিক এই ট্যুর দিয়েই কয়েক মাসের মধ্যে অনেকগুলো নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। এসব নিয়ে টেইলর সুইফটের ভক্তকুল, যাঁরা নিজেদের ‘সুইফটি’ বলতে পছন্দ করেন, তাঁদের উন্মাদনার শেষ নেই।

এবার সেই উন্মাদনার আগুনে ঘি ঢালতে বড় পর্দায় আসছে এই ট্যুর নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এর ট্রেইলার পোস্ট করার মধ্য দিয়ে খবরটি তাঁর ভক্তদের জানান টেইলর সুইফট।

বিজ্ঞাপন

৮০ সেকেন্ডের এই ট্রেইলারটি ইরাস ট্যুরের কিছু ফুটেজ নিয়ে বানিয়েছেন চলচ্চিত্র পরিচালক স্যাম রেঞ্চ। সিএনবিসির ধারণামতে, একটি ম্যারাথন কনসার্টের মতো এই প্রামাণ্যচিত্রের সময়সীমা হবে ২ ঘণ্টা ৪৫ মিনিট। প্রামাণ্যচিত্রটি আগামী ১৩ অক্টোবর বিশ্বের সবচেয়ে বড় মুভি থিয়েটার চেন এএমসি থিয়েটারে মুক্তি পেতে চলেছে।

ইরাস ট্যুরের টিকিট বিক্রি করতে গিয়ে টিকিট মাস্টার (বিশ্বের সবচেয়ে বড় টিকিট কেনার অনলাইন মার্কেটপ্লেস) বেশ সমস্যার সম্মুখীন হয়েছিল। অগ্রিম টিকিটের আশায় রেকর্ডসংখ্যক ভক্ত এখানে একসঙ্গে লগইন করলে ওয়েবসাইট ক্র্যাশ করে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এএমসি থিয়েটার কর্তৃপক্ষ তাঁদের ওয়েবসাইট আগের থেকে পাঁচগুণ শক্তিশালী করেছে।

তবু টিকিট কিনতে কোনো ভক্তের স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছে কর্তৃপক্ষ। আপাতত উত্তর আমেরিকা, কানাডা ও মেক্সিকোর দর্শকেরা এটা দেখার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

টেইলর সুইফটের ব্যবসায়িক দূরদর্শিতা সত্যিই প্রশংসার দাবি রাখে। এরই মধ্যে ট্যুর থেকে অনেক টাকা আয় করেছেন তিনি। এখন আবার সেই কনসার্টের ফুটেজ ও বিহাইন্ড দ্য সিন বা পেছনের ঘটনা নিয়ে প্রামাণ্যচিত্র মুক্তি দিতে চলেছেন। এখান থেকেও তাঁর মিলিয়ন ডলারের বেশি আয় করার একটি ভালো সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নিজের বিখ্যাত অ্যালবাম ‘১৯৮৯’র নতুন সংস্করণও আসতে চলেছে। সেটা কেনার জন্যও সুইফটিরা তীর্থের কাকের মতো বসে আছেন। এভাবে চলতে থাকলে এই ট্যুর শেষ হওয়ার আগেই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তারকা হিসেবে বিলিওনিয়ারদের খাতায় নাম উঠবে টেইলরের।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪০
বিজ্ঞাপন