বলিউডের এ সময়ের অন্যতম মেধাবী অভিনেত্রী অদিতি রাও হায়দারি। হায়দরাবাদের রাজপরিবারের মেয়ে হয়েও বেশ সাধারণ জীবন যাপন করা অমায়িক স্বভাবের অদিতির স্টাইল সেন্স কিন্তু অসাধারণ। তবে স্টাইলিং বা ফ্যাশনের জন্য কেন যেন খুব একটা আলোচনায় আসেন না তিনি। কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মেকওভার পার্টনার লরিয়েল প্যারিসের আমন্ত্রণে অদিতি এখন ফ্রেঞ্চ রিভিয়েরাতে আছেন। সেখানে গিয়ে নিজের ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে নিজের দুটি লুক ভাগাভাগি করে নিয়েছেন তিনি। দুটি লুকই ভক্তদের ডিজনির দুই বিখ্যাত রাজকন্যার কথা মনে করিয়ে দিয়েছে।
প্রথম ছবিতে অদিতিকে দেখা গিয়েছে অ্যাসেমিট্রিক্যাল হেমলাইনের আকাশি গাউনে। এর বুকের অংশে ছিল মেটালের বিডসের এমবেলিশমেন্ট। স্ট্র্যাপলেস গাউনটি এসেছে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড অস্কার ডে লা রেন্টার প্রাক্-বসন্ত রিসোর্ট কালেকশন থেকে। এই আকাশি–নীল রঙের গাউনটি দেখলেই সিন্ডারেলার কথা মনে পড়ে যায়। এর সঙ্গে পরেছিলেন টুইল ফেব্রিক মোড়ানো সাদা হিল ও হীরার ড্রপ ইয়ার রিং। তাঁর চুলগুলো এলোমেলোভাবে খোলা ছিল। খুব সামান্য পরিমাণে মেকআপ করেছিলেন। হালকা বেজ মেকআপের ওপর আলতো করে ব্লাশন দিয়েছেন। চোখে লাগিয়েছেন কাজল ও হালকা শিমারি আইশ্যাডো। ঠোঁট এঁকেছিলেন গোলাপি নুড লিপস্টিকে।
অন্য একটি লুকে অদিতি যেন সেজে উঠেছিলেন ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর রাজকন্যা বেলের মতো। ফরাসি সিনেমা ‘লাস্ট সামার’-এর প্রিমিয়ারে তিনি পরেছিলেন বেলের মতো উজ্জ্বল হলুদ রঙের স্ট্র্যাপলেস রাফল গাউন। সূর্যরশ্মির মতো উজ্জ্বল হলুদ গাউনটি ডিজাইন করেছেন দুবাইভিত্তিক ফিলিপিনো ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকো।
সুন্দর ও নান্দনিক গাউনের সঙ্গে পায়ে পরেছেন ম্যাচিং হাই হিল। অনুষঙ্গ হিসেবে তিনি পরেছিলেন ফিরোজা পাথর খোদাই করা আংটি ও সোনালি স্টেটমেন্ট ইয়ার রিং। আগের লুকের মতো এবারও খোলা চুলেই ছিলেন। এতে পার্শ্বসিঁথি করে ওয়েভি স্টাইল করেছেন। মেকআপ ছিল আগের থেকে সামান্য ভারী। হালকা বেজের ওপর ব্রোঞ্জারের ব্যবহার সুস্পষ্ট। চোখ সাজাতে ব্যবহার করেছেন মাস্কারা, কাজল ও হালকা গ্লিটারের বাদামি আইশ্যাডো। আর ঠোঁটে পরেছেন গাঢ় মভ লিপস্টিক।