ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনয়শিল্পীও বটে। ক্যারিয়ারের শুরু থেকে ভালো কাজের মাধ্যমে নিজেকে চিনিয়েছেন। এবারের ঈদে পরিবার ও বন্ধুদের সঙ্গে ফাঁকা ঢাকায় ঘোরাঘুরি-আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন তিনি। তবে জীবনের প্রতিটি মুহূর্তে সবচেয়ে বেশি মিস করেন বাবাকে। আর ঈদের সময় তো বটেই।
ঈদ মানেই পরিবার ও বন্ধুদের বোঝেন শবনম ফারিয়া। ঈদের পুরো ছুটিই তিনি কাটাচ্ছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। ঈদেই তাঁর সব বোন একত্র হওয়ার সুযোগ পান। ফলে চলতে থাকে আনলিমিটেড আড্ডা। এ ছাড়া ফাঁকা ঢাকায় ঘোরাঘুরি করতেও বেশ লাগে তাঁর। অনেক দিন পর তাঁর এক বন্ধু এসেছেন লন্ডন থেকে। তাঁর সঙ্গেও বেশ খানিকটা সময় কাটছে।
ঈদে নিজের জন্য সেভাবে কেনাকাটা করা হয় না। তবে তিনি ভাগনে-ভাগনিসহ বিভিন্ন বন্ধুর বাচ্চাদের জন্য উপহার কিনেছেন। পরিবারের ছোট হওয়ায় রান্নাঘরের আশপাশে যেতে হয় না। উৎসবে সবচেয়ে বেশি পছন্দ মায়ের রান্না করা খিচুড়ি।
এই অভিনয়শিল্পী জীবনের প্রতিটি মুহূর্তে বাবাকে মিস করেন। বাবা থাকতে সব উৎসবই ছিল অন্য রকম আনন্দময়। কেবল ঈদে নয়, সব সময়ই বাবাকে মিস করেন তিনি।
ছবি: শবনম ফারিয়ার ফেসবুক পেজ