পরিণীতি চোপড়ার বিয়ে কোথায় হবে, কী কী থাকছে আয়োজনে
শেয়ার করুন
ফলো করুন

বলিউড তারকাদের বিয়ের সানাই বাজা মানেই ভক্তদের আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ। পছন্দের তারকার বিয়ের সাজপোশাক কেমন হতে চেলেছে, ভেন্যু কোথায়, খাবার মেনুতে কী কী থাকছে—এসব নিয়ে চলতে থাকে নানা জল্পনাকল্পনা। চলতি বছরেই আম আদমি পার্টির (এএপি) নেতা প্রেমিক রাঘব চাড্ডার সঙ্গে আংটিবদল সম্পন্ন হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার।

আজ ২৪ সেপ্টেম্বর তাঁদের বিয়ে। এ উপলক্ষে তাঁদের দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুমহল রয়েছেন ভারতের রাজস্থানের সবচেয়ে সুন্দর প্যালেসটিতে, যার নাম লীলা প্যালেস। পিচোলা হ্রদের তীরে অবস্থিত এই ভেন্যুতেই বিয়ে হবে পরিণীতি-রাঘবের। জাঁকজমকপূর্ণ পাঁচ তারকা এই প্যালেস রাজস্থানী স্থাপত্যের একটি বড় উদাহরণ।

রাজস্থানের সমৃদ্ধ সংস্কৃতি থেকে অনুপ্রাণিত লীলা প্যালেসটি বিখ্যাত স্থপতি বিল বেনসলি ডিজাইন করেছিলেন। নিখুঁত মার্বেল ও কাচের কাজ, সেই সঙ্গে গম্বুজবিশিষ্ট ভবনগুলো রাজ্যের ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম।

বিজ্ঞাপন

প্যালেসের সব কক্ষের সাজসজ্জা আর শিল্পকর্ম যে কাউকেই মুগ্ধ করবে নিশ্চিত। প্যালেসটিতে রয়েছে বিশ্বমানের সুস্বাদু খাবারের ব্যবস্থা, স্পা, চমৎকার ভিউ, নিরিবিলি লাউঞ্জ—যেখানে অতিথিরা সারা দিনের দর্শনীয় স্থান ভ্রমণের পর বিশ্রাম নিতে পারেন। অতিথিরা লেকের ধারে রাজস্থানের অনন্য লোকসংগীত ও ঘুমারের মতো নৃত্যও উপভোগ করতে পারবেন।

তবে আপাতত পরিণীতি-রাঘবের বিয়ে উপলক্ষে লীলা প্যালেসে বসেছে কড়া নিরাপত্তা। আমন্ত্রিত অতিথিরাই কেবল সামনে থেকে বিয়ে উপভোগ করতে পারবেন। তবে তাঁদের জন্যও থাকবে নিয়ম। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্যালেসের পুরো নিরাপত্তাব্যবস্থাই নাকি বদলে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন

অতিথিদের জন্য সাজিয়ে রাখা হয়েছে রাজকীয় নৌকা। সাজানো হয়েছে পুরো লীলা প্যালেসও। ভারতীয় নানা ফুলের সঙ্গে বিদেশি ফুল দিয়েও সাজানো হয়েছে প্যালেস ও নৌকা। পরিণীতি ও তাঁর অতিথিরা থাকবেন লীলা প্যালেসে, অন্যদিকে বরপক্ষ পিচোলা লেকের মাঝখানে তাজ লেক প্যালেসে থাকবেন। সেখান থেকেই বারাত নৌকায় করে লীলা প্যালেসে যাবে বলে জানা গেছে।

আর মেওয়াড়ি সংস্কৃতির ধাঁচে সাজানো নৌকায় চড়ে বর বেশে রাজার মতো উদয়পুরের লীলা প্যালেসে হাজির হবেন রাঘব। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন অনেকেই। তবে ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার নাম আলাদা করে বলতেই হয়। কারণ, কনের পোশাক তাঁরই ডিজাইন করা। অন্যদিকে বিয়ের খাবারের মেনুতে দেশ-বিদেশের অসংখ্য খাবার থাকবে বলে জানা গেছে। প্রাধান্য পাবে ভারতীয় খাবারের সঙ্গে ইতালি ও ফরাসি খাবারও।

ছবি: লীলা প্যালেসের ইনস্টাগ্রাম থেকে

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন