হাল ফ্যাশন ডেস্ক
চেরি ফুল নিয়ে জাপানিদের উৎসব প্রায় দেড় হাজার বছরের পুরোনো। প্রতিবছরই সাদা, গোলাপি ও লাল রঙের ফুলের এই উৎসব দেখতে সেখানে ভিড় জমান পর্যটকেরা। এ বছর অভিনেত্রী জয়া আহসানও ঘুরে বেড়াচ্ছেন চেরি ফুলের রাজ্যে।
চেরি ফুলের এই উৎসবের নাম হানামি। জাপানি শব্দ হামানির অর্থ সবাই মিলে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করা। এমনকি এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জাপানিরা একে তাঁদের জাতীয় ফুল ঘোষণা করে।
জাপানের সব শহরেই চেরিগাছ পাওয়া যাবে। তাই মার্চ-এপ্রিলের এ সময়ে গোটা দেশটাই চেরি ফুলে ছেয়ে যায়। জাপানের এমন কোনো শহর নেই, যেখানে চেরি ফুলের গাছ পাওয়া যাবে না।
চেরি ফুলকে বরণ করার এই আয়োজন উপভোগ করেছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। জাপানের ওসাকা ক্যাসলে চেরি ফুলের মাঝে ক্যাজুয়াল পোশাক ও নো মেকআপ লুকে দেখা যাচ্ছে জয়াকে।
চেরি ফুল বরণ করে নেওয়ার মূল উৎসব হানামিতেও অংশ নিয়েছেন জয়া। এই উৎসবে রাতে চেরিগাছগুলোতে আলোকসজ্জা করা হয়। চোখধাঁধানো এই চেরি উৎসবের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জয়া।
ছবি: ইন্সটাগ্রাম