সুহানা খান জন্ম থেকেই যেন তারকা। আর তা হবেই না–বা কেন? তিনি যে বলিউডের বাদশা শাহরুখ খানের কন্যা! সুহানা মডেলিং করে বেশ নাম করেছেন। সম্প্রতি একটি আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন শুট করেছেন তিনি। আর চলতি বছরেই বলিউডে ডেবু করবেন শাহরুখ খান ও গৌরী খানের কন্যা সুহানা খান। জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয়জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। দ্য আর্চিস কমিকসের ওপর ভিত্তি করে সিনেমাটি বানিয়েছেন জোয়া। এখানে সুহানার চরিত্রের নাম ভেরোনিকা লজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে যদি দেখে তার প্রেমিক অনলাইনে অন্য কোনো মেয়েকে মেসেজ করছে কিংবা প্রেমের প্রস্তাব দিচ্ছে। মজার ছলেই সুহানা জবাব দেন, ‘ভেরোনিকার কাছেও কিন্তু ছেলেদের লম্বা তালিকা আছে, যারা ওর পেছনে ঘুরছে। ও নিজেও অন্য ছেলেকে ফিরতি মেসেজ পাঠাবে।’
তবে ‘ভেরোনিকা’ এমন করলেও সুহানা কিন্তু তা কখনোই করবে না—সে ব্যাপারে তিনি নিশ্চিত করেন। কারণ, বাস্তবে তিনি ভেরোনিকার থেকে সম্পূর্ণ আলাদা বলেই জানালেন। সুহানার ভাষায়, ‘আমি এ রকম জানতে পারলে তখনই ব্রেকআপ করে ফেলব। আমার এ রকম পুরুষ পছন্দ যে দায়িত্বশীল এবং এক নারীতেই সন্তুষ্ট থাকতে পারবে।’
গুজব রটেছে বর্তমানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। ফ্যাশন ডিজাইনার তানিয়া শ্রফের জন্মদিনের পার্টির শেষে পাপারাজ্জির তোলা ভিডিওতে দেখা গেছে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিচ্ছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। সেই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে সুহানা যখন বাড়ি ফিরবেন, তখন তাঁকে গাড়ি পর্যন্ত ছাড়তে আসেন তানিয়া শ্রফ ও অগস্ত্য নন্দা। সুহানা তানিয়ার সঙ্গে হাত মিলিয়ে তাঁকে বিদায় জানালে গাড়ির দরজা খুলে ধরে অগস্ত্য। সুহানা গাড়িতে ওঠার মুহূর্তে অগস্ত্য তাঁর উদ্দেশে চুম্বন ছুড়ে দেন, যেটি নিয়ে নেটদুনিয়ায় হচ্ছে তোলপাড়।
জানা গেছে, ‘দ্য আর্চিস’ প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে। জোয়া আখতারের এই সিনেমা দিয়ে সুহানা খান ছাড়াও বলিউডে এন্ট্রি নিচ্ছেন খুশি কাপুর ও অগস্ত্য নন্দা। এখানে শ্রীদেবীর মেয়ে ও জাহ্নবী কাপুরের বোন খুশির চরিত্রের নাম বেটি কুমার। আর অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতার ছেলে অগস্ত্যের চরিত্রের নাম হলো আর্চি অ্যান্ড্রুস।
তবে এ ছবিতে আরও অভিনয় করেছেন বেদাং রায়না, যুবরাজ মেন্ডা, মিহির আহুজা ও অদিতি ডট। আর্চিসের চিত্রনাট্য জোয়ারই লেখা। এ ছাড়া সহ–লেখক হিসেবে রয়েছেন আয়েশা দেবত্রে। ছবিটির গল্প মার্কিন কমিক ‘দ্য আর্চিস’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে। একদল অ্যাংলো-ইন্ডিয়ান স্কুলপড়ুয়ার জীবন নিয়েই এ ছবি, যারা গান-বাজনা করে, হাসি-মজায় সময় কাটায় নিজেদের মধ্যে।
ছবি: ইনস্টাগ্রাম