কনের সাজে মাসাবা গুপ্তা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

ভারতের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই সবার আগ্রহ একেবারে তুঙ্গে। নিজেদের এই বিশেষ দিনে নিজের ডিজাইন করা আনকোরা ও অপ্রকাশিত কালেকশনের ব্রাইডাল আউটফিট বেছে নিয়েছেন মাসাবা। বরবেশে সত্যদীপ মিশ্রাও হাউস অব মাসাবার ডিজাইনার পোশাক পরেছেন।

গোলাপি র-সিল্কের লেহেঙ্গায় মাসাবাকে কনের সাজে লাগছে দারুণ স্নিগ্ধ, কিন্তু বর্ণিল। লেহেঙ্গায় মানানসই সোনালি কাজ। সঙ্গে দৃষ্টিসুখকর বৈপরীত্য দিয়েছে সোনালি বর্ডার দেওয়া লেবু-সবুজ ওড়নার ওয়ালফ্লাওয়ার। কিছুটা কিশ ঘরানার এই ট্রেন্ডি লুক ঐতিহ্যবাহী বিয়ের পোশাকেও এসেছে আধুনিকতার ছোঁয়া। মাসাবা ভোগ ম্যাগাজিনকে এ নিয়ে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ব্যক্তিগত অভিরুচিকে অগ্রাধিকার দিয়ে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল ঘটেছে এই ম্যাক্সিমালিস্ট পোশাকে।’

বিজ্ঞাপন

কিছুটা নিভৃতেই শুভকাজ সেরে ফেলা নতুন দম্পতি মাসাবা-সত্যদীপের ছবিগুলোতে দেখা যায় অন্য রকম শান্ত আর মায়াময় আবহ। বিয়েতে অতিরিক্ত খরচ না করার ব্যাপারে একমত হয়েছিলেন তাঁরা। স্বামী সত্যদীপ মিশ্রার সঙ্গে আলোচিত নেটফ্লিক্স সিরিজ ‘মাসাবা মাসাবা’- এর সেটে পরিচয় আর সময় গড়িয়ে প্রণয়। এরপর মাসাবার জীবনে স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল থেকে শুরু করে অনেক ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছেন সত্যদীপ। এমনটাই জানান মাসাবা।

কিংবদন্তি মহারানি গায়ত্রী দেবীর পোর্ট্রেটে দেখতে পাওয়া সাজপোশাকের অনুপ্রেরণায় সাদামাটা সাজেও বর্ণাঢ্য আর রাজকীয় ভাব তুলে ধরা হয়। বিয়ের ভেন্যুতে গাছের সজ্জার সঙ্গে প্রয়াত শিল্পী মনজিৎ বাওয়ার চিত্রকর্মও স্থান পায়। এই ছবিই তাঁর ব্রাইডাল কালেকশনের উদ্দীপক, ভোগ ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানান মাসাবা।

বিজ্ঞাপন

হাউস অব মাসাবারই পোশাক পরেছেন বর-কনে থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত পরিবারের অন্য সদস্যরাও। বরের পোশাকেও গোলাপির ছোঁয়া। বাকিরা হলদে টোনের পোশাক। এর মধ্যে আলাদা করে বলতে হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে উড়ে আসা মাসাবার বাবা বিখ্যাত ক্রিকেটার ভিভ রিচার্ডসের কথা।

মাসাবা বললেন, দেখা যায়, শুধু লাল, হালকা প্যাস্টেল শেড আর আইভরি বিয়ের পোশাকেই আবর্তিত ভারতের কনের সাজ। অথচ আমাদের প্রকৃতি আর মানুষের মধ্যে কত রং ছড়িয়ে আছে। তাই এমন উজ্জ্বল, অপ্রচলিত রঙের বিয়ের পোশাক বেছে নিয়েছেন তিনি। পোশাকের নকশায়ও কিছুটা ভিন্নতা রয়েছে। ড্রেপিংয়ের জন্য যথেষ্ট ফ্যাব্রিক রেখে দুই রঙের দুই ওড়নার যুগলবন্দী দেখা যাচ্ছে এখানে। একটি অংশ আলগা আর আরেকটি লেহেঙ্গার টপের সঙ্গে আটকে দেওয়া। মায়ের ভিন্টেজ গয়নায় লেয়ার করেছেন লেহেঙ্গার সঙ্গে। চুলে চাঁদ-তারার নকশা। চুলের সাজ আর মেকআপ খুবই সাদামাটা। তবে ঘন কালো কাজল রয়েছে চোখে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১১: ২৭
বিজ্ঞাপন