চা বাগানে একা একা কী করছেন ভাবনা?
শেয়ার করুন
ফলো করুন

কিছুদিন ধরে দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা রয়েছেন নগরীর কোলাহল থেকে দূরে। সিলেটের চাবাগান আর গাছগাছালির সবুজের মাঝে একেবারে একাকী সময় কাটাচ্ছেন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নেটওয়ার্কের ভেতরেই আছেন সবার প্রিয় এই অভিনেত্রী। পোস্টও করছেন ইন্সটাগ্রামে নিয়মিত। সিলেটের রিভেরি রিসোর্টের নয়নাভিরাম আর পরম শান্তিময় পরিবেশে থাকছেন এই অবকাশ যাপনে ভাবনা। আর প্রতিদিনই চলছে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি আর প্রকৃতির সান্নিধ্যে একান্ত সময় কাটানো। ভাবনার পোস্টের ক্যাপশন থেকেই জানা গেল, এবার তিনি সোলো ট্রিপেই এসেছে্ন। একা একা চা বাগানে কাটাচ্ছেন স্বস্তিকর সময়। আরামদায়ক পোশাক আর একেবারে মেকআপের বালাই ছাড়া ন্যাচারাল ভাবনাকে প্রতিটি ছবিতেই লাগছে অন্যরকম সুন্দর। আর কিশোরীসুলভ চপলতা আর নতুন বব হেয়ারস্টাইলে বয়স কমে গেছে বছর দশেক ভাবনার। কখনও রোদ পোহানো আবার কখনও বাগানের মাটি ছানাছানি আর ঘুরে বেড়িয়ে দারুণ সুন্দর সময় কাটাচ্ছেন আশনা হাবিব ভাবনা। এবারে সিলেটের চা বাগান আর তার আশেপাশে ভাবনার একা একা দিনযাপনের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক। ছবিগুলো ভাবনার ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/১২
বিজ্ঞাপন
২/১২
বিজ্ঞাপন
৩/১২
৪/১২
৫/১২
৬/১২
৭/১২
৮/১২
৯/১২
১০/১২
১১/১২
১২/১২
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০১: ৫৮
বিজ্ঞাপন