শাড়িতে রুনা খান সব সময়ই আবেদনময়ী। দেশি ঐতিহ্যবাহী শাড়ি আর বাংলাদেশের ডিজাইনারদের তৈরি করা পোশাক ও গয়না তিনি সগর্বে পরেন সব অনুষ্ঠানে।
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা ফ্যাশন ডে ২০২৪-এর আয়োজনে রুনা খান র্যাম্প মাতিয়েছেন হুর লাক্সারি বাই সৌমিন আফরিনের ডিজাইন করা সাদা শাড়ি ও ব্লাউজ পরে।
শিয়ার ফেব্রিকের আকর্ষণীয় শাড়িটিতে গোলাপ ফুলের প্যাটার্নে করা ভরপুর কারুকাজ। ব্লাউজটির হাতা নাতিদীর্ঘ। তবে নজর কাড়ছে গভীর ও সাহসী নেকলাইন।
ব্লাউজজুড়ে শাড়ির সঙ্গে মিল রেখে ফুলেল কারুকাজ। হাতায় ফো পার্লের ঝুলঝুলি দেওয়া লেস।
এই আকর্ষণীয় শাড়ির লুককে সম্পূর্ণতা দিতে রুনা পরেছেন পার্লের দুল। গলা খালি রেখেছেন তিনি। হাতে রয়েছে কয়েক লহরের পার্লের ব্রেসলেট আর স্টেটমেন্ট আংটি।
মেকআপে খুব ভারী ভাব নেই। হালকা লাল লিপকালার কিছুটা গ্লসি। কাজল, আইলাইনার আর ছোট টিপ পরেছেন রুনা।
তবে যতন রায়ের করা হেয়ারস্টাইলটি নজর কাড়ছে আলাদাভাবে। এমন কার্ল করা চুলে খুব বেশি দেখা যায় না রুনা খানকে।
মাঝে সিঁথি করে কোঁকড়া চুল খুলে রেখেছেন তিনি পিঠের ওপরে। তাতেই বেড়েছে আকর্ষণ। সব মিলে রুনা খান র্যাম্পে নজর কেড়েছেন সবার, বলতেই হয়।
ছবি: রুনা খানের ফেসবুক