১৭ বারের মতো ডব্লিউডব্লিউই রেসলম্যানিয়া চ্যাম্পিয়নশিপ বিজয়ী জনপ্রিয় রেসলার ও হলিউড অভিনেতা জন সিনার আজ ৪৮তম জন্মদিন। ইতিহাসের সর্বোচ্চ সংখ্যকবার ওয়ার্ল্ড টাইটেল জিতে রেকর্ড গড়েছেন এই রেসলার। এই বয়সে এসেও এমন ফিটনেস ও স্টাইল সত্যি ঈর্ষণীয়। জন সিনার আগে ১৬ বার ওয়ার্ল্ড টাইটেল জিতেছিলেন রিক ফ্লেয়ার। রেসলিং তারকা সিনা শুধু রিংয়ের সুপারস্টারই নন, হলিউডেও একজন প্রতিষ্ঠিত অভিনেতা। তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, দা সুইসাইড স্কোয়াড ও পিসমেকার। এছাড়াও ৯০ দশকের প্রতিটি ছেলেমেয়ে স্টাইলিং-এর জন্য ভীষণ পছন্দ করে তাঁকে। ২০০২ সালে ডব্লিউডব্লিউইতে অভিষেকের পর জন সিনা দ্রুতই পরিচিতি পান তার হিপ-হপ লুক, র্যাপ স্টাইল ও সুগঠিত দৈহিক কাঠামোর জন্য।
ছবি: ডব্লিউডব্লিউই অফিশিয়াল ওয়েবসাইট ও জন সিনার ইনস্টাগ্রাম