বলিউডের জেনজি তারকাদের মধ্যে শানায়া কাপুর এখন আলোচনার তুঙ্গে। বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা হওয়ার সুবাদে সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই লাইমলাইটে এই স্টারকিড। তবে তাঁর অভিনয়দক্ষতা নিয়ে এখনও মন্তব্য করার সময় না এলেও শানায়া রাতারাতি বলিউডের নতুন সেনসেশন বনে গেছেন তাঁর খেয়ালি ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে। এই অপরূপা সুন্দরী অভিনেত্রীকে দেখা যায় সব রকমের পোশাকে। জেনজি ঘরানার ফিউশনধর্মী শাড়ির লুকে তিনি অত্যন্ত আবেদনময়ী। আবার বিভিন্ন ধরনের নিরীক্ষাধর্মী পশ্চিমা পোশাকেও দেখি তাঁকে আমরা। সব মিলিয়ে তিনি নিজের মতো করেই তৈরি করেছেন নিজের সাজপোশাকের স্টাইল।এই তারকার ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিতে তাঁর সাম্প্রতিক সব খেয়ালি ফ্যাশনের ঝলক দেখে নেই চলুন।