শানায়া কাপুরের যত খেয়ালি ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের জেনজি তারকাদের মধ্যে শানায়া কাপুর এখন আলোচনার তুঙ্গে। বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা হওয়ার সুবাদে সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই লাইমলাইটে এই স্টারকিড। তবে তাঁর অভিনয়দক্ষতা নিয়ে এখনও মন্তব্য করার সময় না এলেও শানায়া রাতারাতি বলিউডের নতুন সেনসেশন বনে গেছেন তাঁর খেয়ালি ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে। এই অপরূপা সুন্দরী অভিনেত্রীকে দেখা যায় সব রকমের পোশাকে। জেনজি ঘরানার ফিউশনধর্মী শাড়ির লুকে তিনি অত্যন্ত আবেদনময়ী। আবার বিভিন্ন ধরনের নিরীক্ষাধর্মী পশ্চিমা পোশাকেও দেখি তাঁকে আমরা। সব মিলিয়ে তিনি নিজের মতো করেই তৈরি করেছেন নিজের সাজপোশাকের স্টাইল।এই তারকার ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিতে তাঁর সাম্প্রতিক সব খেয়ালি ফ্যাশনের ঝলক দেখে নেই চলুন।

বিজ্ঞাপন
১/৯
অপূর্ব সুন্দর একরঙা লাল মারমেইড গাউন পরেছেন শানায়া কাপুর
বিজ্ঞাপন
২/৯
অফ দ্য শোল্ডার ডিজাইনে গভীর নেকলাইন আর লেয়ার্ড স্লিভস
অফ দ্য শোল্ডার ডিজাইনে গভীর নেকলাইন আর লেয়ার্ড স্লিভস
৩/৯
খোলা চুল, হালকা লাল লিপ টিন্ট আর স্টেটমেন্ট নেকপিসে নজর কাড়ছেন শানায়া। হাতে আংটি থাকলেও কানে দুল নেই।
খোলা চুল, হালকা লাল লিপ টিন্ট আর স্টেটমেন্ট নেকপিসে নজর কাড়ছেন শানায়া। হাতে আংটি থাকলেও কানে দুল নেই।
৪/৯
বিশাল গোলাপের ডিটেইলিং দেওয়া ধবধবে সাদা গাউনে শানায়া নিজেই লাগছেন ফুলের মতো
বিশাল গোলাপের ডিটেইলিং দেওয়া ধবধবে সাদা গাউনে শানায়া নিজেই লাগছেন ফুলের মতো
৫/৯
ফ্লোর টাচ গাউনে বাড়তি ফেব্রিক রাখা হয়েছে। অফ দ্য শোল্ডার ডিজাইনের গাউনটি খুব ফিটেড না। বরং ফ্লোয়ি সিলোয়েটের।
ফ্লোর টাচ গাউনে বাড়তি ফেব্রিক রাখা হয়েছে। অফ দ্য শোল্ডার ডিজাইনের গাউনটি খুব ফিটেড না। বরং ফ্লোয়ি সিলোয়েটের।
৬/৯
সাজের বাড়াবাড়ি একেবারেই নেই। ব্যাংস রেখে মেসি আপডু করেছেন শানায়া এখানে। গয়নার বাহুল্যেও যান নি তিনি স্টাড ধরণের দুল, আংটি আর ব্রেসলেটে সাজ সেরেছেন
সাজের বাড়াবাড়ি একেবারেই নেই। ব্যাংস রেখে মেসি আপডু করেছেন শানায়া এখানে। গয়নার বাহুল্যেও যান নি তিনি স্টাড ধরণের দুল, আংটি আর ব্রেসলেটে সাজ সেরেছেন
৭/৯
এখানে এই সুন্দরী অভিনেত্রী পরেছেন হাই থাই স্লিট দেওয়া চিকমিকে নীল ড্রেস।
এখানে এই সুন্দরী অভিনেত্রী পরেছেন হাই থাই স্লিট দেওয়া চিকমিকে নীল ড্রেস।
৮/৯
হল্টারনেক ডিজাইনের সিকুইনের ড্রেসের সঙ্গে এলোমেলো করে খুলে রাখা চুল আর যৎসামান্য সাজে অত্যন্ত আকর্ষণীয় লাগছেন শানায়া। কানে ছোট স্টাড রয়েছে।
হল্টারনেক ডিজাইনের সিকুইনের ড্রেসের সঙ্গে এলোমেলো করে খুলে রাখা চুল আর যৎসামান্য সাজে অত্যন্ত আকর্ষণীয় লাগছেন শানায়া। কানে ছোট স্টাড রয়েছে।
৯/৯
এই ড্রেসের মূল আবেদন এর স্ট্র্যাপ দেওয়া ব্যাকলেস ডিজাইনে আর কোমরের কাট আউট ডিজাইনে। চমৎকার ফিগারের শানায়াকে খুবই মানিয়েছে পোশাকটি
এই ড্রেসের মূল আবেদন এর স্ট্র্যাপ দেওয়া ব্যাকলেস ডিজাইনে আর কোমরের কাট আউট ডিজাইনে। চমৎকার ফিগারের শানায়াকে খুবই মানিয়েছে পোশাকটি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন