ফ্যাশন-বিশ্বের অন্যতম আলোচিত শেপওয়্যার ব্র্যান্ড স্কিমস ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নিয়ে আসছে নতুন সংগ্রহ। আর এই সংগ্রহের ক্যাম্পেইনের জন্য মডেল হয়েছেন জনপ্রিয় পপ তারকা লানা দেল রে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ক্যাম্পেইনের ছবি, যেখানে লানা দেল রেকে আকর্ষণীয় সব লাঞ্জারিতে দেখা গেছে।
লানা দেল রে আমেরিকার সবচেয়ে মেধাবী সংগীতশিল্পী ও গীতিকারদের মধ্যে অন্যতম। তিনি বর্তমান প্রজন্মে সংগীতে বারোক ও রেট্রো-পপ গোত্রের একজন পথিকৃৎ। লানার গান ও মিউজিক ভিডিওতে পঞ্চাশ থেকে সত্তরের দশক অর্থাৎ ভিনটেজ আমেরিকার হলিউড গ্ল্যামারের অনেক বেশি প্রভাব দেখা যায়। তাঁর বিষাদময় রোমান্স, নারীত্ব নিয়ে তৈরি গানগুলো শ্রোতাদের পরাবাস্তব অভিজ্ঞতা দেয়। সারা দুনিয়াজুড়ে রয়েছে তাঁর অসংখ্য ভক্তকুল।
টেইলর সুইফট, বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো, হালসে, ডুয়া লিপার মতো বড় শিল্পীরা লানাকে নিজেদের ‘আইডল’ মান্য করেন। এ ছাড়া লানা অত্যন্ত স্টাইলিশ একজন তারকা। সফট গ্রাঞ্জ, কোকেট ও রেট্রো রোমান্স—এই তিন অ্যাস্থেটিকে তাঁর স্টাইলকে সংজ্ঞায়িত করা যেতে পারে। মিউজিক ভিডিও, কনসার্ট বা বড় কোনো ইভেন্টে তাঁকে এই স্টাইলগুলোতে বেশি দেখা যায়। আর লানার ‘অফ ডিউটি’ বা স্ট্রিট স্টাইলকে ফ্যাশন–সমালোচকেরা নাম দিয়েছেন ‘মর্ডান মিনিমালিজম’।
স্কিমসের নতুন ক্যাম্পেইনের ছবিতে লানাকে রোমান্টিক ও কোকেট স্টাইলের সংমিশ্রণের লাঞ্জারিতে দেখা গেছে। একটি ছবিতে দেখা গেছে, তিনি পাউডার ব্লু কাটআউট বডিস্যুট পরে হৃদয়াকৃতির চকলেট বক্সে বসে আছেন। অন্য আরেকটি ছবিতে তিনি কালো স্লিপ ড্রেস ও ভেইল, ‘গথিক ব্রাইড’ রূপে ধরা দিয়েছেন। এই বডিস্যুট ও স্লিপ ড্রেস ছাড়াও স্কিমসের দেল রে ভ্যালেন্টাইনস কালেকশনে আরও আছে টিয়ারড্রপ পুশআপ ব্রা, থং, চিকি ব্রিফ, টি-শার্ট ব্রা, ক্যামি, ক্যামি বডিস্যুট, ক্রপড টি, ওয়ানজি, ব্রালেট, স্লিপ সেটসহ আরও অনেক কিছু।
শুধু নারী নয়, পুরুষদের জন্যও আছে বক্সার ব্রিফ, ব্রিফ, টি-শার্ট, স্লিপ সেট। বিশাল এই সংগ্রহে অনুষঙ্গও বাদ যায়নি। এতে পাওয়া যাবে স্পোর্ট ক্রিউ মোজা, বেজবল ক্যাপ, ক্ল ক্লিপ, মিনি ক্লিপ, স্লিপার। এ ছাড়া প্রিয় পোষ্য প্রাণীর জন্য আছে আরামদায়ক হুডি।
স্কিমসের সঙ্গে কাজ করতে পেরে লানা বেশ উচ্ছ্বসিত। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘আমি শুরু থেকেই স্কিমসের অনেক বড় ভক্ত।
তাই ওদের ভ্যালেন্টাইনস ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাদের নতুন সংগ্রহ অনেক বেশি সুন্দর ও স্বপ্নময়। আশা করি, কালেকশনটি আমি যতটা ভালোবেসেছি, সবাই ঠিক ততটাই পছন্দ করবে।’