বলিউডের নতুন প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেত্রী জাহ্নবী কাপুর। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্সও বেশ প্রশংসিত। অনেক ভক্ত জাহ্নবীর স্টাইল অনুসরণ করে থাকেন। সে ক্ষেত্রে তাঁকে ট্রেন্ডসেটার বললে খুব একটা ভুল বলা হবে না। সম্প্রতি মুম্বাই পুলিশ কল্যাণ তহবিলের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান উমাং ২০২৩ লালগালিচায় জাহ্নবীর ফ্যাশনেবল উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে।
এই বিশেষ আয়োজনের জন্য জাহ্নবী বেছে নিয়েছিলেন বলিউড তারকাদের প্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা চোখধাঁধানো ককটেল শাড়ি। ব্লাশ পিংক নেট শাড়ির পুরোটা সোয়ারভস্কি ডায়ামান্টে (রাইনস্টোন) ও আর্টিফিশিয়াল মুক্তা দিয়ে অলংকৃত করা। শাড়ির বর্ডারে এমবেলিশমেন্ট হিসেবে সিকুইন, রাইনস্টোন ও বিডসের ঘন কাজ করা। এর সঙ্গে জোড় বেঁধেছে গোল গলার ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। ব্লাউজেও মুক্তা ও রাইনস্টোন দিয়ে অলংকৃত করা।
জমকালো শাড়ির সঙ্গে জাহ্নবীর গয়না ছিল খুবই মিনিমাল। কানে পরেছিলেন সিম্পল ডিজাইনের মাঝারি আকারের ইয়ার টপ। আর হাতের আঙুল সেজেছে মাত্র দুটি আংটিতে। এই গয়নাগুলো এসেছে মনীষ মালহোত্রা জুয়েলারি থেকে।
গয়নার মতো জাহ্নবীর সাজও ছিল যথেষ্ট মিনিমাল। নিউড ফিনিশের সফট গ্ল্যাম মেকআপ লুকে দ্যুতি ছড়িয়েছেন তিনি। এই মেকআপে ঠোঁট এঁকেছেন ব্রাউন টোনের নিউড লিপস্টিক দিয়ে এবং চোখ সেজেছে হালকা গোলাপি আইশ্যাডো, আইলাইনার ও মাস্কারাতে। জাহ্নবী তাঁর ঘন কালো চুলগুলো টেনে খোঁপা করেছেন।