কানে ভাবনার শেষ তিন লুক
শেয়ার করুন
ফলো করুন

দারুণ এক ফ্যাশনেবল সপ্তাহ পার করলেন দেশের জনপ্রিয় তারকা আশানা হাবিব ভাবনা। তাও আবার ফ্রেঞ্চ রিভিয়েরাতে কান চলচ্চিত্র উৎসবে। সেখানে যেদিন পা রেখেছেন সেদিন থেকেই নিজের সব স্টাইলিশ লুকের আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাবনার প্রতিটা সাজই 'হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার মত। পোশাকের মাধ্যমে কীভাবে স্টাইল স্টেটমেন্ট দিতে হয় তা খুব ভালোভাবেই জানেন তিনি। কখনো দেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি ও রিকশা পেইন্টের ব্লাউজে, কখনো বা নিজের পোশাকে প্রিয় চার অভিনেত্রীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আবার কখনো মায়ের বিয়ের শাড়িতে কানের লাল গালিচা আলোকিত করেছেন আমাদের ভাবনা।  চলুন দেখে নেওয়া যাক কানে ভাবনার শেষ তিনটি লুক

১/১০
কান চলচ্চিত্র উৎসবে সিনেমার প্রিমিয়ার ছাড়াও ছোট ছোট বিভিন্ন ইভেন্ট ও পার্টির আয়োজন করা হয়। তেমনি একটি পার্টিতে জলপাই রঙের সিকুইন গাউনে ভাবনা
কান চলচ্চিত্র উৎসবে সিনেমার প্রিমিয়ার ছাড়াও ছোট ছোট বিভিন্ন ইভেন্ট ও পার্টির আয়োজন করা হয়। তেমনি একটি পার্টিতে জলপাই রঙের সিকুইন গাউনে ভাবনা
২/১০
ফ্ল্যাটার স্লিভ ও ডিপ প্লাঞ্জিং নেকলাইনের গাউনের সঙ্গে তিনি গয়না হিসেবে বেছে নিয়েছেন সবুজ পাথর দেওয়া সোনালি চেনের বোল্ড নেকলেস। হাতে ঘড়িটা সাপ আকৃতির। সফট গ্ল্যাম মেকআপ ও টেনে বাঁধা খোঁপায় বেশ মিষ্টি লাগছে তাঁকে
৩/১০
এই সুন্দর গাউনটি ভাবনাকে উপহার দিয়েছে বাংলাদেশের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার
এই সুন্দর গাউনটি ভাবনাকে উপহার দিয়েছে বাংলাদেশের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার
বিজ্ঞাপন
৪/১০
শুধু সিনেমার প্রিমিয়ার বা পার্টি করেই দিন কাটেনি ভাবনার। এর ফাঁকে ফ্রেঞ্চ রিভিয়েরার সমুদ্রপাড়েও ঘুরে বেরিয়েছেন তিনি। সেখানেও স্টাইলিশ লুকে ক্যামেরাবন্দী হয়েছেন ভাবনা
শুধু সিনেমার প্রিমিয়ার বা পার্টি করেই দিন কাটেনি ভাবনার। এর ফাঁকে ফ্রেঞ্চ রিভিয়েরার সমুদ্রপাড়েও ঘুরে বেরিয়েছেন তিনি। সেখানেও স্টাইলিশ লুকে ক্যামেরাবন্দী হয়েছেন ভাবনা
৫/১০
ফ্রেঞ্চ রিভিয়েরার একটি ডকইয়ার্ডে বেড়াতে গিয়ে নীল জামদানি কাফতান ও গোলাপি হল্টারনেক ক্রপ টপ পরেছেন ভাবনা
ফ্রেঞ্চ রিভিয়েরার একটি ডকইয়ার্ডে বেড়াতে গিয়ে নীল জামদানি কাফতান ও গোলাপি হল্টারনেক ক্রপ টপ পরেছেন ভাবনা
৬/১০
কাফতানটি ডিজাইন করেছেন কারুতন্ত্রের ডিজাইনার নুসরাত মার্জিয়া। ক্রপ টপ ডিজাইন করেছেন লেবেল ইমাম হাসান-এর ইমাম
কাফতানটি ডিজাইন করেছেন কারুতন্ত্রের ডিজাইনার নুসরাত মার্জিয়া। ক্রপ টপ ডিজাইন করেছেন লেবেল ইমাম হাসান-এর ইমাম
৭/১০
সঙ্গে পরেছেন জুয়েলারি ব্র্যান্ড ড্যাজেল বাই সোনিয়া'র ফ্লোরাল মোটিফের স্টেটমেন্ট ইয়াররিং ও ব্রেসলেট। চোখে রোদচশমা
সঙ্গে পরেছেন জুয়েলারি ব্র্যান্ড ড্যাজেল বাই সোনিয়া'র ফ্লোরাল মোটিফের স্টেটমেন্ট ইয়াররিং ও ব্রেসলেট। চোখে রোদচশমা
বিজ্ঞাপন
৮/১০
তারকাদের এয়ারপোর্ট লুক ফ্যাশনপ্রেমীদের আলোচনার অন্যতম প্রিয় বিষয়বস্তু। আর সেই লুক কিভাবে স্টাইলিশ করে তুলতে হয় তা খুব ভালোভাবেই জানেন ভাবনা
তারকাদের এয়ারপোর্ট লুক ফ্যাশনপ্রেমীদের আলোচনার অন্যতম প্রিয় বিষয়বস্তু। আর সেই লুক কিভাবে স্টাইলিশ করে তুলতে হয় তা খুব ভালোভাবেই জানেন ভাবনা
৯/১০
দেশে ফেরার সময় ভাবনাকে দেখা গেছে মুক্তা অফিসিয়ালের হালকা গোলাপি অফ-দ্যা-শোল্ডার টপ ও কালো-গোলাপি ট্রাউজারে
দেশে ফেরার সময় ভাবনাকে দেখা গেছে মুক্তা অফিসিয়ালের হালকা গোলাপি অফ-দ্যা-শোল্ডার টপ ও কালো-গোলাপি ট্রাউজারে
১০/১০
সিম্পল কিন্তু ভীষণ স্টাইলিশ এই লুকে খুব মিনিমাল মেকআপ করেছেন। চুলগুলোকে হাফ-ডান করে বেঁধে রেখেছেন
সিম্পল কিন্তু ভীষণ স্টাইলিশ এই লুকে খুব মিনিমাল মেকআপ করেছেন। চুলগুলোকে হাফ-ডান করে বেঁধে রেখেছেন
প্রকাশ: ২৩ মে ২০২৪, ১৬: ০০
বিজ্ঞাপন