দারুণ এক ফ্যাশনেবল সপ্তাহ পার করলেন দেশের জনপ্রিয় তারকা আশানা হাবিব ভাবনা। তাও আবার ফ্রেঞ্চ রিভিয়েরাতে কান চলচ্চিত্র উৎসবে। সেখানে যেদিন পা রেখেছেন সেদিন থেকেই নিজের সব স্টাইলিশ লুকের আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাবনার প্রতিটা সাজই 'হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার মত। পোশাকের মাধ্যমে কীভাবে স্টাইল স্টেটমেন্ট দিতে হয় তা খুব ভালোভাবেই জানেন তিনি। কখনো দেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি ও রিকশা পেইন্টের ব্লাউজে, কখনো বা নিজের পোশাকে প্রিয় চার অভিনেত্রীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আবার কখনো মায়ের বিয়ের শাড়িতে কানের লাল গালিচা আলোকিত করেছেন আমাদের ভাবনা। চলুন দেখে নেওয়া যাক কানে ভাবনার শেষ তিনটি লুক