জনপ্রিয় তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের ফ্যাশন ডিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। চোখধাঁধানো সব বিশিষ্ট পার্টি লুকের পাশাপাশি ক্যাজুয়াল ফ্যাশনেও তিনি অনন্য।
উৎসবে সচেতনভাবে দেশীয় শাড়ি বেছে নিলেও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওয়ার্ডরোবে রাজত্ব করে ইজি টু ওয়্যার ক্যাজুয়াল পোশাকও। বিশেষ করে শার্ট–কাটিং কুর্তি ও কাফতানে প্রায়ই দেখা যায় এই ফ্যাশনিস্তাকে।
বর্তমান সময়ে একই সঙ্গে দেখতে ফ্যাশনেবল ও পরতে আরাম এমন পোশাকের জয়জয়কার চলছে। বিশ্বজুড়েই চলছে কর্মক্ষেত্র, এমনকি পার্টিতেও কমফোর্ট ফ্যাশনের ধারা। এ রকম কমফোর্টওয়্যারভিত্তিক ফ্যাশন নিয়ে কাজ করছে অনলাইন ফ্যাশন হাউস রঙিন পিরান। অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রায়ই দেখা যায় তাঁদের শার্ট কাটের কুর্তি, প্যান্ট কাটের সালোয়ার, ঢিলেঢালা কুর্তি ও কাফতানে।
সুতি ও লিনেনের মতো ফেব্রিকে তৈরি বলে এই পোশাক ব্যবহারে পাওয়া যায় আরাম। রঙিন পিরানের তরফ থেকে জানানো হয়, পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরাম ও ফ্যাশন এই দুই ব্যাপারকেই গুরুত্ব দেন বাঁধন। পাতলা ফেব্রিক ও ওজনে হালকা হওয়ায় তাঁদের আরামদায়ক পোশাকে বারবার দেখা যায় বাঁধনকে।