তারকা অভিনেত্রীরা প্রায়ই এদেশ-ওদেশ ঘুরে বেড়ান কাজের প্রয়োজনে বা অবকাশ যাপনে। তবে ভিনদেশে গিয়েও নিজেদের নজরকাড়া লুক আর দর্শনীয় স্থানের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে ভোলেন না তাঁরা কেউই। দুই তারকা বন্ধু সাফা কবির ও মুমতাহিনা টয়া এখন আছেন দুই দেশে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সাফা আর চীনের চংকিং থেকে টয়া শেয়ার করেছেন মোহনীয় দুই লুক। চলুন তবে দেরি না করে দেখে নিই এই দুই ফ্যাশনিস্তা অভিনেত্রীর লুক দুটি।
ছবি: সাফা ও টয়ার ইন্সটাগ্রাম