তমা মির্জার তিন লুক
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশি তারকা অভিনেত্রী তমা মির্জাকে এখন হালের সেনসেশন বলা যায়। চলতি মাসের আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘সুরঙ্গ’র নায়িকা তিনি। আর নায়িকা হিসেবে বেশ কিছু দায়িত্ব তাঁর ওপর থাকেই। সাজপোশাক তার মধ্যে অন্যতম। কারণ, ফ্যানদের চুলচেরা বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে থাকতে হয় তারকাদের। তমা মির্জাও তা–ই। ইনস্টাগ্রামে ঢুঁ মেরে তাঁর সাম্প্রতিক তিনটি লুক পাওয়া গেল। ভিন্ন ধরনের তিনটি আউটফিটেই তিনি যেন ফিট। সে হোক ওয়েস্টার্ন বা এথনিক।

সিঁদুররাঙ্গা লেহেঙ্গায়

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে তমা মির্জা পরেছিলেন সোনালি-লাল লেহেঙ্গা। অসাধারণ আউটফিটটি সাফিয়া সাথির ডিজাইন করা। বোট নেক আর ফুলহাতা টপের নিচের অংশে পরেছেন জমকালো কাজ করা বটম। সোনালি টপের পুরোটা জুড়ে নজর কেড়েছে একই রঙের ট্রেন্ডি ফ্লোরাল মোটিফের নিখুঁত কাজ। আর নিচের অংশের স্কার্টের জমিনেও সোনালি সিকুইন, জারদৌসি আর এমব্রয়ডারির ভারী কারুকার্য ফুটে উঠেছে। এর সঙ্গে লাল ম্যাচিং ওড়নাতেও রয়েছে ছোট ছোট ফ্লোরাল মোটিফের ছোঁয়া।

এই আউটফিটের সঙ্গে তমা মির্জা সেজেছেন ন্যুড মেকআপে। গালে ব্লাশঅন ও হাইলাইটার, ঠোঁটে গ্লসি ন্যুড লিপস্টিক, কপালে ছোট পাথরের টিপ আর চোখের সাজে গ্ল্যাম ভাব ফুটিয়ে তুলতে আইশ্যাডো, মাসকারা ও আইলাইনার দিয়েছেন নায়িকা। সবশেষে চুলে উঁচু স্লিক বান করে মাথায় পরেছেন সোনালি পাথর ও মুক্তার গর্জিয়াস টিকলি। এই আউটফিটের সঙ্গে আর কোনো গয়না তিনি পরেননি।

বিজ্ঞাপন

সাদা আনারকলিতে

এথনিক স্টাইলেও তমা মির্জা অনন্য। ফ্যাশনহাউস ওয়ারার সাদা পোশাকে নায়িকা যেন দ্যুতি ছড়াচ্ছেন। এ সময়ে সাদা যেমন স্বস্তির একটা রং, আবার ফ্যাশন আর লুকেও যোগ করে স্নিগ্ধ ভাব। অভিনেত্রী পরেছেন স্লিভলেস আনারকলি আর বটমে রয়েছে বিশাল ঘেরের ম্যাচিং পালাজ্জো। ওড়নাটাও একই রঙের। পোশাকের নেকলাইন ও বুকের অংশের নীলাভ ফ্লোরাল প্রিন্ট যোগ করেছে বাড়তি আকর্ষণ। তবে আনারকলির নেক ও হেমলাইনে বসানো সাদা লেসও সাদামাটা ভাব কাটিয়ে নতুনত্ব দিয়েছে।

পোশাকের সঙ্গে নায়িকা সেজেছেন মিনিমাল মেকআপে। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপগ্লস দিয়ে চুলে করেছেন মেসি বান। আর গয়না হিসেবে হাতে সাদা পাথরের আংটি আর কানে পরেছেন স্ট্যাটমেন্ট এয়ার রিং।

বিজ্ঞাপন

ওয়েস্টার্ন লুকে

এখানে নায়িকা বেছে নিয়েছেন ক্যাজুয়াল একটি লুক। এই আবহাওয়ার জন্য আরামদায়ক পারফেক্ট আউটফিটও বলা যায় একে। এর জন্য পছন্দের জিনসের সঙ্গে প্রিয় টি-শার্ট জড়িয়ে নিলেই হবে। স্কাই ব্লু বয়ফ্রেন্ড জিনসের সঙ্গে তমা মির্জা টপ হিসেব পরেছেন পোলো শার্ট। হালকা গোলাপি জমিনের ওপর নেভি ব্লু হরাইজন্টাল স্ট্রাইপ পোলো শার্টে ক্যাজুয়াল ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিয়েছেন তমা।

এর সঙ্গে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক ছাড়া অন্য কোনো মেকআপ করেননি তিনি। তবে অনুষঙ্গের দিকে রেখেছেন বিশেষ খেয়াল। গলায় পরেছেন সোনালি নেকপিস আর কানে রিং।সবশেষে চুল খুলে করেছেন ব্লো ড্রাই।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন