বডিকন পোশাকে অভিনেত্রী কেয়া পায়েল
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের টেলিভিশন জগতের জনপ্রিয় ও চর্চিত মুখ কেয়া আক্তার পায়েল। কেয়া পায়েল নামেই তাঁকে সবাই চেনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি আর বিভিন্ন রকম সাজপোশাক মুগ্ধ করে ভক্তদের। বর্তমানে অভিনেত্রী অবকাশ যাপনে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুন্দর সব মুহূর্তের ছবি।

তারকা মানেই সুন্দর সব আউটফিটের নজরকাড়া লুক। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কেয়া পায়েল ফ্রেমবন্দী হয়েছেন ট্রেন্ডি ফুলেল মোটিফের বডিকন পোশাকে। দেখে মনে হচ্ছে, বাগানবিলাসের সামনে আস্ত একটা গোলাপবাগান নিয়ে যেন দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। আসলে হালকা গোলাপি মিডি জামার জমিনে ফুটে উঠেছে লাল-গোলাপি গোলাপ ফুল। এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ম্যাচিং ছোট ব্যাগ। নো মেকআপ লুকের সঙ্গে ঠোঁটে শুধু হালকা গোলাপি লিপ টিন্টে সেজেছেন তিনি। আর গয়নার ভারিক্কি না রেখে কানে পরেছেন মুক্তার দুল, হাতে ঘড়ি ও ব্রেসলেট।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি পোষ্টে কেয়া পায়েল আরও কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় হলুদ স্লিভলেস বডিকন পোশাকে প্রকৃতির সঙ্গে হাস্যোজ্জ্বল সময় কাটাচ্ছেন তিনি।

খোলা চুল আর মিনিমাল মেকআপের সঙ্গে কানে পরেছেন সোনালি রিং, হাতে ঘড়ি ও ব্রেসলেট। ছবিতে দেখা যাচ্ছে, প্যান প্যাসিফিক পার্কের সবুজাভ সৌন্দর্যে পোষ্যদের সঙ্গে আনন্দে মেতেছেন কেয়া পায়েল।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১৪: ৪০
বিজ্ঞাপন