দীঘির জেন-জি ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

প্রার্থনা ফারদিন দীঘি তারকাজগতে এই সময়ের জনপ্রিয় মুখ। ফ্যাশন নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী। হওয়ারই কথা। সময়টা যে এখন জেন-জিদের দখলে। দীঘি নিজেও জেন-জির মধ্যে পড়েন। এ বিষয়ে বলতে হলে সবার আগে জানতে হবে, কারা এই জেন-জি। যাদের জন্ম ১৯৯৮ থেকে ২০১২ সালের মধ্যে, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। অল্প বয়স থেকে ইন্টারনেট ও পোর্টেবল ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বড় হওয়া প্রথম সামাজিক প্রজন্ম হিসেবে ধরা হয় এই জেনারেশনকে।

সময়ের সঙ্গে ফ্যাশন ক্রমাগত বিকশিত হয়। এই বিবর্তন সুন্দর। জেন-জিদের বদৌলতে অতীতের কিছু ফ্যাশন আর স্টাইল আবার ফিরে এসেছে। সে হিসাবে, একুশ শতকের ট্রেন্ডে এখন রাজত্ব করছে জেন-জিদের দেখানো ফ্যাশন। কেমন সেটা? আশপাশে একটু খেয়াল করলেই দেখা যাবে, কেউ এখন কোনো নির্দিষ্ট স্টাইলে আটকে নেই।

অতীতের অনেক ফ্যাশন আবার ফিরে এসেছে জেন-জিদের হাত ধরে। এ তালিকায় রয়েছে আশির দশকের বাইকার শর্টস, নব্বইয়ের দশকের গোড়ার দিকের ব্যাগেট হ্যান্ডব্যাগ, প্ল্যাটফর্ম শু ও মম জিনস, ষাটের দশকের ক্রু নেক; এমনকি বিশের দশকের মুক্তার নেকলেসের মতো আরও অনেক কিছুই। মোটকথা, জেন-জিরা যেসব ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করে, এখন সেগুলোই অগ্রাধিকার পাচ্ছে হাল ফ্যাশনে। ফিউশন, ইউনিসেক্স, অ্যাথলিজার কিংবা কিছুটা ‘ওল্ড স্কুল’ জেন-জি ফ্যাশনের অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

বাংলাদেশের জেন-জি তারকা দীঘির ফ্যান–ফলোয়ার অনেক। তাঁকে অনুসরণ করেন বহু ফ্যাশনিস্তা। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই বোঝা যাবে তাঁর স্টাইলবোধ সম্পর্কে। নানা ধরনের ক্যাজুয়াল পোশাকে দেখা যায় তাঁকে প্রায়ই। কারণ, জেন-জিরা বিশ্বাস করে, এখন আর সেই দিন নেই, যেখানে হাই হিল বা টাইট বডিকন পোশাকই একমাত্র বিকল্প। আরাম আর স্বাচ্ছন্দ্যই তাদের কাছে শেষ কথা।

একটি ছবিতে দীঘিকে দেখা যাচ্ছে, তিনি পরেছেন কালো ট্রাউজার আর ঢিলেঢালা ম্যাচিং টি–শার্ট। খুলে রাখা ছোট চুলের সঙ্গে খুব সাবলীল ভঙ্গিতেই ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

আরেকটি লুকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, তিনি পরেছেন লুজ-ফিটিং জর্জেট ফেব্রিকের টেরাকোটা রঙের শার্ট। নব্বইয়ের দশকের নায়িকাদের মধ্যে মনোক্রম বা একরঙা পোশাক পরার একধরনের ট্রেন্ড ছিল। দীঘিও তা–ই বেছে নিয়েছেন। এর সঙ্গে জুটি বেঁধেছে কালো প্যান্ট।

অভিনেত্রী এই আউটফিটের সঙ্গে সাজে রেখেছেন মিনিমাল ছোঁয়া। চোখে শুধু মাসকারা আর ঠোঁটে হালকা পিচ রঙের লিপস্টিক। গয়না হিসেবে কানে নয়; বরং গলায় পরেছেন সিম্পল সোনালি লকেটসহ চেইন। সবশেষে ছেড়ে রেখেছেন তাঁর বাদামি রঙের ছোট চুল।

তৃতীয় লুকে দীঘি বেছে নিয়েছেন সাদা রঙের ফুলহাতা ক্রপ টপ। একনজরে যেটা দেখে মনে হবে শার্ট। এর সঙ্গে বটম হিসেবে তিনি পরেছেন আশি-নব্বইয়ের দশকের হাই ওয়েস্ট মম জিনস। অনুষঙ্গ হিসেবে এর সঙ্গে একটি ব্রাউন ভিনটেজ সানগ্লাস পরেছেন অভিনেত্রী।

শেষ লুকে দীঘিকে দেখা যাচ্ছে সাদা ট্রাউজার আর ক্রপ টি–শার্টে। এর সঙ্গেও তিনি বেছে নিয়েছেন একই সানগ্লাস। মূল কথা, আরাম আর স্বাচ্ছন্দ্যকেই প্রাধান্য দেন এই জেন-জি তারকা।

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন