বলিউড তারকারা মজেছেন শাড়িপ্রাণিত গাউনে
শেয়ার করুন
ফলো করুন

নিরীক্ষাধর্মী নতুন নকশার পোশাকগুলোই এখন ট্রেন্ডি। সম্প্রতি ভারতীয় তারকাদের অনেকেই পরেছেন শাড়িপ্রাণিত গাউন। আমাদের দেশেও বেশ কয়েকজন ডিজাইনার বিভিন্ন উৎসবে তৈরি করছেন এমন পোশাক। ডিজাইনারদের এই সৃষ্টিতে তাল মিলিয়েছেন বিদেশি তারকারাও। চাইলে এই যে কোন অনুষ্ঠানের জন্য আপনিও দর্জিকে ফরমাশ দিয়ে বানিয়ে নিতে পারেন কাস্টম মেড শাড়ি গাউন।

১/১৪
ভারতীয় ডিজাইনার মনীষা জয়সিংয়ের হাই-স্লিট গাউনে রাজকীয় লুকে অভিনেত্রী কৃতি শ্যানন। ঐতিহ্যবাহী বেনারসি শাড়িসহযোগে নকশা করা হয়েছে এই গাউন।
ভারতীয় ডিজাইনার মনীষা জয়সিংয়ের হাই-স্লিট গাউনে রাজকীয় লুকে অভিনেত্রী কৃতি শ্যানন। ঐতিহ্যবাহী বেনারসি শাড়িসহযোগে নকশা করা হয়েছে এই গাউন।
২/১৪
গাউনের জমিনজুড়ে রয়েছে ফুল ও পাতার ঘন মোটিফ। সোনালি জড়ির ভারী কাজ পোশাকে দিয়েছে জমকালোভাব। মূল কথা, শাড়িতে পশ্চিমা ছোঁয়া দিয়েছেন ডিজাইনার। তবে, বিশেষ আবেদন যোগ করেছে গাউনের কাটআউট প্যাটার্ন ও কেপ স্টাইল।
গাউনের জমিনজুড়ে রয়েছে ফুল ও পাতার ঘন মোটিফ। সোনালি জড়ির ভারী কাজ পোশাকে দিয়েছে জমকালোভাব। মূল কথা, শাড়িতে পশ্চিমা ছোঁয়া দিয়েছেন ডিজাইনার। তবে, বিশেষ আবেদন যোগ করেছে গাউনের কাটআউট প্যাটার্ন ও কেপ স্টাইল।
বিজ্ঞাপন
৩/১৪
দেশী গার্লের পরনে ৬০ বছরের পুরোনো ভিনটেজ বেনারসি পাটোলা শাড়ির গাউন। রুপালি সুতা আর খাদি সিল্কের ওপর সোনার ইলেকট্রোপ্লেটিং ব্যবহার করে তৈরি হয়েছে এই পোশাক।
দেশী গার্লের পরনে ৬০ বছরের পুরোনো ভিনটেজ বেনারসি পাটোলা শাড়ির গাউন। রুপালি সুতা আর খাদি সিল্কের ওপর সোনার ইলেকট্রোপ্লেটিং ব্যবহার করে তৈরি হয়েছে এই পোশাক।
৪/১৪
 সিকুইনসজ্জিত স্ট্র্যাপলেস বাস্টিয়ারের সঙ্গে যুক্ত হয়েছে রঙিন স্কার্ট। ইকাত বুননে মোট ৯টি রং ফুটে উঠেছে গাউনটিতে। আপসাইকেলড পোশাকটিতে ভিনটেজ লুক তৈরি করতে পূর্ব ও পশ্চিমের সংমিশ্রণ করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল।
সিকুইনসজ্জিত স্ট্র্যাপলেস বাস্টিয়ারের সঙ্গে যুক্ত হয়েছে রঙিন স্কার্ট। ইকাত বুননে মোট ৯টি রং ফুটে উঠেছে গাউনটিতে। আপসাইকেলড পোশাকটিতে ভিনটেজ লুক তৈরি করতে পূর্ব ও পশ্চিমের সংমিশ্রণ করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল।
বিজ্ঞাপন
৫/১৪
ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের শাড়িপ্রাণিত গাউনে অভিনেত্রী সাবা আজাদ।
ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের শাড়িপ্রাণিত গাউনে অভিনেত্রী সাবা আজাদ।
৬/১৪
 ভিনটেজ লাল বেনারসির পোশাকটি দেখে কখনো মনে হবে বিয়ের কনের লাল টুকটুকে শাড়ি, আবার মনে হবে গাউনও। এটাই ডিজাইনারের কারসাজি।
ভিনটেজ লাল বেনারসির পোশাকটি দেখে কখনো মনে হবে বিয়ের কনের লাল টুকটুকে শাড়ি, আবার মনে হবে গাউনও। এটাই ডিজাইনারের কারসাজি।
৭/১৪
গালা গঞ্জালেজ একাধারে মডেল, ব্লগার, ডিজে ও ফ্যাশন ডিজাইনার। ডিজাইনার মনীশ মালহোত্রার সিকুইনসজ্জিত বেগুনি শাড়ি-গাউনে এই স্প্যানিশ তারকাকে অপূর্ব লাগছে।
গালা গঞ্জালেজ একাধারে মডেল, ব্লগার, ডিজে ও ফ্যাশন ডিজাইনার। ডিজাইনার মনীশ মালহোত্রার সিকুইনসজ্জিত বেগুনি শাড়ি-গাউনে এই স্প্যানিশ তারকাকে অপূর্ব লাগছে।
৮/১৪
৯/১৪
ডিজাইনার মনীশ মালহোত্রার কাস্টম মেড ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ির গাউনে শ্রদ্ধা কাপুর। লাল–কালো স্লিভলেস গাউনটি একঝলক দেখলে মনে হবে শাড়ি।
ডিজাইনার মনীশ মালহোত্রার কাস্টম মেড ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ির গাউনে শ্রদ্ধা কাপুর। লাল–কালো স্লিভলেস গাউনটি একঝলক দেখলে মনে হবে শাড়ি।
১০/১৪
 লম্বা লাল আঁচলে রয়েছে ফুলেল মোটিফ। কোমড়ে পরা সোনালি কাজের চওড়া লাল বেল্টটাই বদলে দিয়েছে পুরো লুক।
লম্বা লাল আঁচলে রয়েছে ফুলেল মোটিফ। কোমড়ে পরা সোনালি কাজের চওড়া লাল বেল্টটাই বদলে দিয়েছে পুরো লুক।
১১/১৪
ফ্যাশন সম্পাদক, ইউটিউবার ও অভিনেত্রী—একাধারে অনেক পরিচয়ে পরিচিত কুশা কাপিলা। সম্প্রতি তিনি ফ্রেমবন্দী হয়েছেন শাড়িপ্রাণিত কালো-সবুজ গাউনে।
ফ্যাশন সম্পাদক, ইউটিউবার ও অভিনেত্রী—একাধারে অনেক পরিচয়ে পরিচিত কুশা কাপিলা। সম্প্রতি তিনি ফ্রেমবন্দী হয়েছেন শাড়িপ্রাণিত কালো-সবুজ গাউনে।
১২/১৪
বাস্টিয়ার ধাঁচের গভীর চৌকো নেকলাইনের কালো চোলিতে একই রঙের আড়াআড়ি এমবেলিশমেন্ট করা ঘন ও সূক্ষ্ম কারুকাজ রয়েছে। আর আঁচলের মতো সবুজ অংশটিতে ঝলমলে পলিমার উইভিং করা হয়েছে।
বাস্টিয়ার ধাঁচের গভীর চৌকো নেকলাইনের কালো চোলিতে একই রঙের আড়াআড়ি এমবেলিশমেন্ট করা ঘন ও সূক্ষ্ম কারুকাজ রয়েছে। আর আঁচলের মতো সবুজ অংশটিতে ঝলমলে পলিমার উইভিং করা হয়েছে।
১৩/১৪
ডিজাইনার মনীশ মালহোত্রার কপার গোল্ড শাড়ি-গাউনে অভিনেত্রী তামান্না ভাটিয়া।
ডিজাইনার মনীশ মালহোত্রার কপার গোল্ড শাড়ি-গাউনে অভিনেত্রী তামান্না ভাটিয়া।
১৪/১৪
লেসের কালো বডিস্যুটসহ গাউনটি খুব সুন্দরভাবে ধারণ করেছেন তিনি।
লেসের কালো বডিস্যুটসহ গাউনটি খুব সুন্দরভাবে ধারণ করেছেন তিনি।
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৮: ৪৩
বিজ্ঞাপন